Sunday, March 16, 2014

পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উপলক্ষে বজরাটেক মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতীমখানা’র উদ্যোগ “জ্ঞানমূলক প্রতিযোগিতা”

৭৮৬
পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উপলক্ষে
বজরাটেক মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতীমখানা’র উদ্যোগ
“জ্ঞানমূলক প্রতিযোগিতা”
 

 নিয়ামাবলী:
১. এই প্রতিযোগিতা শুধুমাত্র ভোলাহাট উপজেলার সকল ছাত্র-ছাত্রীদের জন্য উন্মুক্ত। স্কুল, কলেজ, ভকেশনাল, কারিগরি কলেজসহ সমস্ত আলিয়া মাদরাসা ও হিফজ মাদরাসার ছাত্র-ছাত্রীরা অংশ্রগ্রহণ করতে পারবেন।
২. স্পষ্ট অক্ষরে ফরমের নির্দিষ্ট জায়গায় উত্তর লিখতে হবে।
৩. একজন ব্যক্তি একাধিক ফরম সংগ্রহ করতে পারবেন। তবে অন্য ছাত্র/ছাত্রীর নামে জমা দিতে হবে।
৪. সমান নম্বরপ্রাপ্ত একাধিক বিজয়ীকে লটারীর মাধ্যমে বাছাই করা হবে
৫. আয়োজক মাদরাসাছাত্র ও আনজুমানে আল বাইয়্যিনাত-এর ছাত্র ভাইগণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।
৬. প্রতিটি ফরম মাত্র ১০ টাকা হাদিয়া দিয়ে সংগ্রহ করতে হবে।


উত্তর জমা দেয়ার শেষ তারিখ: ৫ এপ্রিল ২০১৪ ঈসায়ী;
পুরস্কার বিতরণী মাহফিলের তারিখ: ১১ এপ্রিল ২০১৪ ঈসায়ী।

কুইজ ফরম সংগ্রহ ও জমা দেয়ার স্থান:
১. আয়োজক মাদরাসা অফিস,
মোবা: ০১৭১৭-১০৪২১১, ০১৭১০-৮২৯৮৭০
৬. বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও প্রচার মাইক।
২. গুলশান ফটোস্ট্যাট, কলেজ মোড়।
৭. ব্রাদার্স কম্পিউটার, উপজেলা উত্তর গেট।
৩. মুহম্মদিয়া ফার্মেসী, পোলাডাঙ্গা হাটখোলা।
৮. হাফিজ বুক ডিপো, পুরাতন বাস স্ট্যান্ড।
৪. জ্ঞান ভান্ডার লাইব্রেরী, বড়গাছি বাজার।
৯. ডা. মুহম্মদ শরীফুল ইসলাম, পীরগাছি বাজার।
৫. রানা ডিজিটাল স্টুডিও ছ্যাতনতলা।
১০. মুহম্মদ ইয়ারুল ইসলামের সারের দোকান, ফুটানি বাজার

পুরস্কার ও পুরস্কার বিতরনী মাহফিল:
১. ১ম পুরস্কার- নেটবুক (ল্যাপটপ); ২য় পুরস্কার- মাল্টিমিডিয়া মোবাইল; ৩য় পুরস্কার- কলেজ ব্যাগ; ৪র্থ পুরস্কার- সাইন্টিফিক ক্যালকুলেটার; ৫ম পুরস্কার- অক্সফোর্ড ডিকশনারী; ৬ষ্ঠ পুরস্কার-বায়োলজি বক্স; ৭ম পুরস্কার- হাত ঘড়ি; ৮ম পুরস্কার- জ্যামিতি বক্সসহ আকর্ষনীয় ২৯টি ক্যাটাগরীর প্রায় শতাধিক পুরস্কার।
২. বিজয়ীদের নাম এবং পুরস্কার বিতরণী মাহফিলের সূচি জাতীয় পত্রিকা- দৈনিক আল ইহসান শরীফ; shobujbanglablog.net ও অত্র মাদারাসার ওয়েব সাইট- mjsbholahat.blogspot.com-এ প্রকাশ করা হবে। এছাড়া অত্র মাদরাসা অফিসে যোগাযোগ করে বিজয়ীদের নাম সংগ্রহ করা যাবে।

সার্বক্ষনিক যোগাযোগ, পরামর্শ ও সহায়তায়:
ছাত্র আনজুমানে আল বাইয়্যিনাত, মাদরাসা-স্কুল-কলেজ-কারিগরি শাখা, ভোলাহাট উপজেলা।
সভাপতি: ০১৭৬১-০৪৭৮১৯(সাংবাদিক), সেক্রেটারী: ০১৭২৫-১৯৪৬১০, অর্থ-সম্পাদক: ০১৭৪৭-৪২৫৫২৯,
সহ-দপ্তর সম্পাদক: ০১৯১৭৩০১১৭৮(সাংবাদিক), তাহযীব-তামাদ্দুন সম্পাদক: ০১৭৪৪-৪১৭৪২৪




৭৮৬
কুইজ,                                 কুইজ                               কুইজ
পবিত্র সাইয়্যিদুল  আ’ইয়াদ শরীফ উপলক্ষে

জ্ঞানমূলক প্রতিযোগিতা

বজরাটেক মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতীমখানা’র
উদ্যোগে ভোলাহাট থানার সকল ছাত্র-ছাত্রীদের জন্য এক বিশাল জ্ঞান চর্চামূলক কুইজ প্রতিযোগিতা ্।

অংক, ইংরেজী, বিজ্ঞান, ভোলাহাট ও চাঁপাইনবাবগনজ সম্পর্কিত মাত্র ২৯টি প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিন-
১ম পুরস্কার- নেটবুক (ল্যাপটপ),
২য় পুরস্কার- মাল্টিমিডিয়া মোবাইল,
৩য় পুরস্কার- কলেজ ব্যাগ,
৪র্থ পুরস্কার- সাইন্টিফিক ক্যালকুলেটার,
৫ম পুরস্কার- অক্সফোর্ড ডিকশনারী,
৬ষ্ঠ পুরস্কার-বায়োলজি বক্স,
৭ম পুরস্কার- হাত ঘড়ি,
৮ম পুরস্কার- জ্যামিতি বক্সসহ
আকর্ষনীয় ২৯টি ক্যাটাগরীর প্রায় শতাধিক পুরস্কার।

ছাত্র-ছাত্রীরা কুইজ ফরম সংগ্রহ করতে পারবেন-

বজরাটেক মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতীমখানা; বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসা;
গুলশান ফটোস্ট্যাট- কলেজ মোড়; হাফিজ বুক ডিপো- পুরাতন বাস স্ট্যান্ড; ব্রাদার্স কম্পিউটার- উপজেলা উত্তর গেট; রানা ডিজিটাল স্টুডিও ছ্যাতনতলা, মুহম্মদীয়া ফার্মেসী- পোলাডাঙ্গা হাটখোলা; জ্ঞান ভান্ডার লাইব্রেরী- বড়গাছি বাজার; ডা. মুহম্মদ শরীফুল ইসলাম- পীরগাছি বাজার; মুহম্মদ ইয়ারুল ইসলামের সারের দোকান- ফুটানি বাজার এবং প্রচার মাইকের নিকট হতে।
তো জ্ঞান পিপাসু ছাত্র-ছাত্রীরা আর দেরি কিসের? নিজের ও স্কুল-কলেজ-মাদরাসার সুনাম বৃদ্ধিতে আজই ফরম সংগ্রহ করে নিন এবং জ্বলে উঠুন জ্ঞানচর্চায়। আপনার জন্যই অপেক্ষা করছে আকর্ষনীয় যেকোনো একটি পুরস্কার।

  ফরম জমা দেয়ার শেষ তারিখ: ০৫.০৫.১৪ ঈসায়ী,
 পুরুস্কার বিতরণী মাহফিল: ১১.০৫.১৪ ঈসায়ী

সার্বক্ষনিক যোগাযোগ, পরামর্শ ও সহযোগিতায়:
ছাত্র আনজুমানে আল বাইয়্যিনাত, মাদরাসা-স্কুল-কলেজ-কারিগরি শাখা, ভোলাহাট উপজেলা।
সভাপতি: ০১৭৬১-০৪৭৮১৯(সাংবাদিক), সেক্রেটারী: ০১৭২৫-১৯৪৬১০,
অর্থ-সম্পাদক: ০১৭৪৭-৪২৫৫২৯, সহ-দপ্তর সম্পাদক: ০১৯১৭৩০১১৭৮(সাংবাদিক),
তাহযীব-তামাদ্দুন সম্পাদক: ০১৭৪৪-৪১৭৪২৪

প্রশ্ন ফরম






No comments:

Post a Comment