৭৮৬
পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উপলক্ষে
বজরাটেক
মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতীমখানা’র উদ্যোগ
“জ্ঞানমূলক প্রতিযোগিতা”
|
নিয়ামাবলী:
১. এই
প্রতিযোগিতা শুধুমাত্র ভোলাহাট উপজেলার সকল ছাত্র-ছাত্রীদের জন্য উন্মুক্ত। স্কুল,
কলেজ, ভকেশনাল, কারিগরি কলেজসহ সমস্ত আলিয়া মাদরাসা ও হিফজ মাদরাসার ছাত্র-ছাত্রীরা
অংশ্রগ্রহণ করতে পারবেন।
২. স্পষ্ট অক্ষরে ফরমের নির্দিষ্ট জায়গায় উত্তর লিখতে হবে।
৩. একজন ব্যক্তি
একাধিক ফরম সংগ্রহ করতে পারবেন। তবে অন্য ছাত্র/ছাত্রীর নামে জমা দিতে হবে।
৪. সমান নম্বরপ্রাপ্ত
একাধিক বিজয়ীকে লটারীর মাধ্যমে বাছাই করা হবে।
৫. আয়োজক মাদরাসার ছাত্র ও আনজুমানে আল বাইয়্যিনাত-এর
ছাত্র ভাইগণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।
৬. প্রতিটি ফরম মাত্র ১০ টাকা হাদিয়া দিয়ে সংগ্রহ করতে হবে।
উত্তর জমা দেয়ার শেষ তারিখ: ৫ এপ্রিল ২০১৪ ঈসায়ী;
পুরস্কার বিতরণী মাহফিলের তারিখ: ১১ এপ্রিল ২০১৪ ঈসায়ী।
কুইজ ফরম সংগ্রহ ও জমা দেয়ার স্থান:
১. আয়োজক মাদরাসা অফিস,
মোবা: ০১৭১৭-১০৪২১১, ০১৭১০-৮২৯৮৭০
|
৬.
বিভিন্ন
স্কুল, কলেজ, মাদরাসা ও প্রচার মাইক।
|
২. গুলশান
ফটোস্ট্যাট, কলেজ মোড়।
|
৭. ব্রাদার্স
কম্পিউটার, উপজেলা উত্তর গেট।
|
৩. মুহম্মদিয়া ফার্মেসী, পোলাডাঙ্গা হাটখোলা।
|
৮. হাফিজ
বুক ডিপো, পুরাতন বাস স্ট্যান্ড।
|
৪. জ্ঞান
ভান্ডার লাইব্রেরী, বড়গাছি বাজার।
|
৯. ডা.
মুহম্মদ শরীফুল ইসলাম, পীরগাছি বাজার।
|
৫. রানা
ডিজিটাল স্টুডিও ছ্যাতনতলা।
|
১০. মুহম্মদ
ইয়ারুল ইসলামের সারের দোকান, ফুটানি বাজার
|
পুরস্কার ও পুরস্কার বিতরনী মাহফিল:
১. ১ম পুরস্কার- নেটবুক (ল্যাপটপ); ২য় পুরস্কার- মাল্টিমিডিয়া মোবাইল; ৩য় পুরস্কার- কলেজ
ব্যাগ; ৪র্থ পুরস্কার- সাইন্টিফিক ক্যালকুলেটার; ৫ম পুরস্কার- অক্সফোর্ড ডিকশনারী;
৬ষ্ঠ পুরস্কার-বায়োলজি বক্স; ৭ম পুরস্কার- হাত ঘড়ি; ৮ম
পুরস্কার- জ্যামিতি বক্সসহ আকর্ষনীয় ২৯টি ক্যাটাগরীর প্রায় শতাধিক পুরস্কার।
২. বিজয়ীদের নাম
এবং পুরস্কার বিতরণী মাহফিলের সূচি জাতীয় পত্রিকা- দৈনিক আল ইহসান শরীফ;
shobujbanglablog.net ও অত্র মাদারাসার ওয়েব সাইট- mjsbholahat.blogspot.com-এ
প্রকাশ করা হবে। এছাড়া অত্র মাদরাসা অফিসে যোগাযোগ করে বিজয়ীদের নাম সংগ্রহ করা
যাবে।
সার্বক্ষনিক যোগাযোগ, পরামর্শ ও সহায়তায়:
ছাত্র আনজুমানে আল বাইয়্যিনাত, মাদরাসা-স্কুল-কলেজ-কারিগরি
শাখা, ভোলাহাট উপজেলা।
সভাপতি: ০১৭৬১-০৪৭৮১৯(সাংবাদিক), সেক্রেটারী: ০১৭২৫-১৯৪৬১০,
অর্থ-সম্পাদক: ০১৭৪৭-৪২৫৫২৯,
সহ-দপ্তর সম্পাদক: ০১৯১৭৩০১১৭৮(সাংবাদিক), তাহযীব-তামাদ্দুন সম্পাদক:
০১৭৪৪-৪১৭৪২৪
৭৮৬
কুইজ, কুইজ কুইজ
পবিত্র
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উপলক্ষে
জ্ঞানমূলক প্রতিযোগিতা
বজরাটেক মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতীমখানা’র
উদ্যোগে ভোলাহাট থানার সকল ছাত্র-ছাত্রীদের
জন্য এক বিশাল জ্ঞান চর্চামূলক কুইজ প্রতিযোগিতা ্।
অংক,
ইংরেজী, বিজ্ঞান, ভোলাহাট ও চাঁপাইনবাবগনজ সম্পর্কিত মাত্র ২৯টি প্রশ্নের উত্তর দিয়ে
জিতে নিন-
১ম
পুরস্কার- নেটবুক (ল্যাপটপ),
২য় পুরস্কার-
মাল্টিমিডিয়া মোবাইল,
৩য় পুরস্কার-
কলেজ ব্যাগ,
৪র্থ
পুরস্কার- সাইন্টিফিক ক্যালকুলেটার,
৫ম পুরস্কার-
অক্সফোর্ড ডিকশনারী,
৬ষ্ঠ
পুরস্কার-বায়োলজি বক্স,
৭ম পুরস্কার-
হাত ঘড়ি,
৮ম পুরস্কার-
জ্যামিতি বক্সসহ
আকর্ষনীয়
২৯টি ক্যাটাগরীর প্রায় শতাধিক পুরস্কার।
ছাত্র-ছাত্রীরা
কুইজ ফরম সংগ্রহ করতে পারবেন-
বজরাটেক
মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতীমখানা; বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসা;
গুলশান
ফটোস্ট্যাট- কলেজ মোড়; হাফিজ বুক ডিপো- পুরাতন বাস স্ট্যান্ড; ব্রাদার্স কম্পিউটার-
উপজেলা উত্তর গেট; রানা ডিজিটাল স্টুডিও ছ্যাতনতলা, মুহম্মদীয়া ফার্মেসী- পোলাডাঙ্গা
হাটখোলা; জ্ঞান ভান্ডার লাইব্রেরী- বড়গাছি বাজার; ডা. মুহম্মদ শরীফুল ইসলাম- পীরগাছি
বাজার; মুহম্মদ ইয়ারুল ইসলামের সারের দোকান- ফুটানি বাজার এবং প্রচার মাইকের নিকট হতে।
তো জ্ঞান
পিপাসু ছাত্র-ছাত্রীরা আর দেরি কিসের? নিজের ও স্কুল-কলেজ-মাদরাসার সুনাম বৃদ্ধিতে
আজই ফরম সংগ্রহ করে নিন এবং জ্বলে উঠুন জ্ঞানচর্চায়। আপনার জন্যই অপেক্ষা করছে আকর্ষনীয়
যেকোনো একটি পুরস্কার।
ফরম
জমা দেয়ার শেষ তারিখ: ০৫.০৫.১৪ ঈসায়ী,
পুরুস্কার
বিতরণী মাহফিল: ১১.০৫.১৪ ঈসায়ী
সার্বক্ষনিক যোগাযোগ, পরামর্শ ও সহযোগিতায়:
ছাত্র আনজুমানে আল বাইয়্যিনাত, মাদরাসা-স্কুল-কলেজ-কারিগরি শাখা, ভোলাহাট উপজেলা।
সভাপতি: ০১৭৬১-০৪৭৮১৯(সাংবাদিক),
সেক্রেটারী: ০১৭২৫-১৯৪৬১০,
অর্থ-সম্পাদক: ০১৭৪৭-৪২৫৫২৯, সহ-দপ্তর সম্পাদক: ০১৯১৭৩০১১৭৮(সাংবাদিক),
তাহযীব-তামাদ্দুন সম্পাদক: ০১৭৪৪-৪১৭৪২৪
প্রশ্ন ফরম
No comments:
Post a Comment