Friday, September 26, 2014

আগামী ০৭ খামীস ১৩৮২ শামসী, ০৬ অক্টোবর ২০১৪ ঈসায়ী, ইয়াওমুল ইছনাইনিল আযীম বা সোমবার শরীফ পবিত্র ঈদুল আযহা

১০ যিলহজ্জ ১৪৩৫ হিজরী মুতাবিক আগামী ৭ খামীস ১৩৮২ শামসী, ৬ অক্টোবর ২০১৪ ঈসায়ী, ইয়াওমুল ইছনাইনিল আযীম বা সোমবার শরীফ বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আযহা।
বিশেষভাবে উল্লেখ্য যে, পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার ২৭ তারিখ হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার পবিত্র শাহাদাত মুবারক গ্রহণ দিবস (যা এবছরের জন্য ২৪ খামীস ১৩৮২ শামসী, ২৩ অক্টোবর ২০১৪ ঈসায়ী)। হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি মসজিদে নামায পড়া অবস্থায় এক মজুসী গোলামের দ্বারা ছুরিকাহত হন। এতে তিনি মারাত্মকভাবে জখম হন। ফলে তিনি ২৩ হিজরী সনের ২৭ যিলহজ্জ, ইয়াওমুস সাবত বা শনিবার ৬৩ বছর বয়স মুবারকে পবিত্র শাহাদত মুবারক গ্রহণ করেন।

আরো উল্লেখ্য যে, পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার ১৮ তারিখ হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার পবিত্র শাহাদাত মুবারক গ্রহণ দিবস (যা এবছরের জন্য ১৫ খামীস ১৩৮২ শামসী, ১৪ অক্টোবর ২০১৪ ঈসায়ী)। মূলত কুচক্রী ইহুদীদের সৃষ্ট ফিতনার কারণে কিছু মুনাফিক দ্বারা আক্রান্ত হয়ে রোযা অবস্থায় পবিত্র কুরআন শরীফ তিলাওয়াতের সময় পবিত্র শাহাদত মুবারক গ্রহণ করেন। এ ঘটনা সংঘটিত হয়  ৩৫ হিজরী সনের ১৮ই যিলহজ্জ শরীফ। দিনটি ছিল জুমুয়াবার। তিনি কয়েক দিন কম ১২ বছর খিলাফতের দায়িত্ব পালন করেন। পবিত্র জান্নাতুল বাক্বী শরীফ উনার মধ্যে ‘হাশমে কাউয়াব’ নামক স্থানে উনার রওযা শরীফ করা হয়।
আরো উল্লেখ্য যে, খলীফাতুল মুসলিমীন হযরত উছমান যুন নূরাইন আলাইহিস সালাম উনার শাহাদাত মুবারক গ্রহণের পর ৩৫ হিজরী সনের পবিত্র যিলহজ্জ মাস উনার ২৫ তারিখে খলীফাতু রসূলিল্লাহ, মুরতাজা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি খিলাফতের মসনদে সমাসীন হন। প্রায় চার বছর সাড়ে আট মাস যাবৎ এ দায়িত্ব যথাযোগ্য মর্যাদার সাথে পালন করেন। সুবহানাল্লাহ!


No comments:

Post a Comment