Wednesday, December 9, 2015

ভোলাহাট আনজুমানের উদ্যোগে ঐতিহাসিক পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ উপলক্ষে- ২৬শে ছফর দিবাগত রাতে মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতিমখানা প্রাঙ্গনে আযীমুশ শান ওয়াজ শরীফ, মীলাদ শরীফ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত


যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আইম্মাহ, মুহইউস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, ক্বইয়ূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যূল আউওয়াল, সুলত্বানুন নাছীর, হাবীবুল্লাহ, জামিউল আলক্বাব, আওলাদে রসূল, মাওলানা সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার নেক দৃষ্টি ফয়েয-তাওয়াজ্জু ও দয়া-দান ইহসানে ভোলাহাট আনজুমানের উদ্যোগে মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতিমখানা (মুন্সিগঞ্জ, বজরাটেক, ভোলাহাট) প্রাঙ্গনে ঐতিহাসিক পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ উপলক্ষে-২৬শে ছফর রাতে অত্র মাদরাসা প্রাঙ্গনে গত মঙ্গলবার ২৬ ছফর-১৪৩৭ হিজরী দিবাগত রাতে এক আযীমুশ শান ওয়াজ শরীফ, মীলাদ শরীফ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। 

পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে- ভোলাহাটে মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসায় ৫ তলাবিশিষ্ট মসজিদ ভবনের ছাদ ঢালাই সম্পন্ন

 যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আইম্মাহ, মুহইউস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, ক্বইয়ূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যূল আউওয়াল, সুলত্বানুন নাছীর, হাবীবুল্লাহ, জামিউল আলক্বাব, আওলাদে রসূল, মাওলানা সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার খাছ দোয়া মুবারকে গত ২৪ ছফর-১৪৩৭ হিজরী (৭ ডিসেম্বর-২০১৫) সোমবার মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসা ও ইয়াতিমখানা (মুন্সিগঞ্জ, বজরাটেক, ভোলাহাট) চত্বরে নির্মাণাধীন ৫ তলাবিশিষ্ট মসজিদ ভবনের প্রথম তলার ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে। (আল-হামদুলিল্লাহ)।

Wednesday, December 2, 2015

এরপরও ওইসব ‘অমুসলিমরা’ কি করে নিজেদের ‘সভ্য’ দাবি করে?


কানাডা:
১ বছরেই এ দেশে সম্ভ্রমহরণের রিপোর্টেড কেসের সংখ্যা ২৫ লাখের বেশি। যা মোট রেপ কেসের মাত্র ৬ ভাগ। এদেশের প্রতি ৩ জন নারীর মধ্যে ১ জন নারী যৌন হয়রানির শিকার হয় কিন্তু মাত্র ৬ শতাংশ রিপোর্ট করা হয়।
জার্মানি:
এখানে শুধু কেবল সম্ভ্রমহরণই নয়, বরং সম্ভ্রমহরণের পর প্রায় আড়াই লক্ষ নারী ও শিশু মৃত্যুমুখে পতিত হয়েছে ২০১৩ সালে। প্রতিবছর জার্মানিতে নারীদের শ্লীলতাহানির রিপোর্ট করা হয় প্রায় ১ লক্ষের মতো।