"রক্তক্ষরণে স্তৃতি ভরা অশ্রুধ্বনি"
মোহনীয় ভোলাহাট পুষ্পে সজ্জিত
তিমির গহব্বরে জোৎস্না আনিত।
পাহাড়,নদ,সমুদ্রহীন সমতল
উঁচু-নিচু ঐশ্চয্যের ঢল।
ভোলাহাটের গন্ধ,রং,ঢংয়ে
সেরা আম,রেশম মিলিয়ে।
ভোলাহাটের রজনীতে চাঁদের ছটা
মহানন্দার কলকল ধ্বনিতে সাটা।
আজও বিধছে সেই রজনী
রক্তক্ষরণে স্তৃতি ভরা অশ্রুধ্বনি।
ঘাসের উপর শিশিরবিন্দু আমি
ছিলাম উন্মুক্ত হৃদয়ে তামামী।
যিনি আক্বা মালিক মাওলা
তাশরীফ নেন ৯৯ এ পয়েলা।
খিদমতের আনজামে কোশেশে ছিলাম
মাহফিল জৌলুসপূর্ণে ছিল সুনাম।
কিন্তু বেয়াদবী করেছিলাম মোরা
রাতের খাবার দেয়নি অধমরা।
তাইতো স্মরণে হৃদয় কাঁপে
ক্ষমা চাহি মামদুহজী সমীপে।
বুঝিনি ছিলাম মোরা ছোট
তাইতো ক্ষমায় কদমে নত।
ক্ষমা করুন হে দয়ার ভান্ডার
ইস্তিকামাত চাহি মোরা আহকার।