চাঁপাইনবাবগঞ্জের
ভোলাহাটে জামাত-বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। আহতদের পোলাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ ২০১৩ ঈ) সকাল সাড়ে ১০টায়
পোল্লাডাঙ্গা হাটখোলা বাজারে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রলীগ কর্মী আব্দুর রহমান উপজেলার পোল্লাডাঙ্গা হাজীপাড়া গ্রামের দাউদ আলীর ছেলে।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ শহিদ সোহরাওয়ার্দি জানান, ১৪৪ ধারা ভঙ্গ করে ভোলাহাট উপজেলার পোল্লাডাঙ্গার হাটখোলায় সকাল সাড়ে ১০টায়
হরতালের সমর্থনে জামাত-বিএনপি কর্মীরা মিছিল বের করে। এসময় তারা ৩টি দোকানে আগুন
দেয়। এ সময় জামাত-বিএনপি কর্মীরা হাসুয়া দিয়ে আঘাত করলে ছাত্রলীগ কর্মী আব্দুর
রহমান গুরুতর আহত হয়। গুরুতর আহতাবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১০ জন আহত হয়েছে। এলাকায়
অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
No comments:
Post a Comment