ভোলাহাট উপজেলা জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা গতকাল রোববার সকালে মোহবুল্লাহ কলেজ সংলগ্ন আম বাগানে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় যুবদলের কোষাধ্যক্ষ ও ভোলাহাট উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্জ আমিনুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি মাহাতাব উদ্দিন, সহসভাপতি প্রভাষক আনোয়ারুল ইসলাম, সহ: অধ্যাপক আমিনুল হক, আব্দুস সোবহান মাস্টার, আব্দুল কাদির, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু, যুগ্ন সম্পাদক প্রভাষক আল হেলাল, শফিকুল ইসলাম তোতা, সাংগঠনিক সম্পাদক কাওসারুল ইসলাম রঞ্জু, যুবদলের সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মুনসুর আলী, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মুনিরুল ইসলাম মুনির, সাধারণ সম্পাদক কায়সার আহমেদ ও কোষাধ্যক্ষ রুবেল আহমেদ ও স্থানীয় উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী নেতাকর্মীরা জানান, সভা চলাকালীন সময়ে হঠাৎ
হাত বোমা বিস্ফোরণ ঘটলে নেতাকর্মীদের মধ্যে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়লে সভা কাজ থমকে যায় এবং দলের নেতাকর্মী দিক-বিদিক ছুটাছুটি শুরু করেন। পরে শব্দটি একটি হাতে তৈরী বোমা বলে উপস্থিত স্থানীয় নেতাকর্মীরা নিশ্চিত করেন। আরো জানায়, মতবিনিময় সভা থেকে মাত্র ৩/৪ গজ দূরে হাত বোমাটি বিস্ফোরিত হলেও এতে কোনো হতাহত হয়নি। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে উপস্থিত নেতাকর্মীরা উপজেলার বজরাটেক (আজাদপাড়া) গ্রামের আনোয়ার হোসেনের ছেলে কলেজ পড়–য়া সাদিকুল ইসলাম (২০)কে আটক করে দীর্ঘ সময় ঘটনার সতত্যা যাঁচায় করলে তা অস্বীকার করায় আটককৃতকে ছেড়ে দেয়া হয়। এ ব্যাপারে উপজেলা বিএনপি সহ সভাপতি আনোয়ারুল ইসলামের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি দলের মধ্যে বিশৃংখলা ঘটানোর জন্য কোনো একটি চক্র এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। একই ঘটনায় বিএনপি উপজেলা সভাপতি আলহাজ্জ আমিনুল ইসলাম জানান, একটি ছোট ছেলে বলে তাকে সাধারণ ক্ষমা করা হয়েছে ।
No comments:
Post a Comment