Thursday, September 12, 2013

গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত থেকে ৩১ বাংলাদেশিকে অপহরণ করে নিয়ে গেছে বিএসএফ





গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত থেকে ৩১ বাংলাদেশিকে অপহরণ করেছে বিএসএফ
আটককৃতদের ফেরত চেয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও বিএসএফ তাদের ফেরত না দিয়ে অনুপ্রবেশ আইনে মালদহ জেলার হবিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছেন ৪৩বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল কবির। তিনি বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি জানান।


মঙ্গলবার বিকেলে ৫টার দিকে বিভীষণ সীমান্তের অপারে ভারতের টিলাসন সীমান্তের ২১৯-৪১ আরএস পিলারের ২০০ গজ দূরে বাংলাদেশ ভূখন্ড থেকে তাদের অপহরণ করে নিয়ে যায় বিএসএস
আটককৃতরা হলেন- গোমস্তাপুর উপজেলার বিভীষণ এলাকার আক্কেলপুর গ্রামের সৈয়ব আলীর ছেলে মোহাম্মদ বাবু (১৯),  সিরাজুল ইসলামের ছেলে দবির উদ্দিন(২৫), মুখলেসুর রহমানের ছেলে এজাবুল হক(২২), তৈমুর রহমানের ছেলে এজাইল হোসেন(২৪), আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ বাবু (১৮), মুখলেস আলীর ছেলে তরিকুল ইসলাম (২৬), আজাহার আলীর ছেলে শাকিল আহম্মদ (২৬), একই উপজেলার রাধারনগর গ্রামের মজিবুর রহমানের ছেলে সেন্টু মিয়া (২৭) সফুর ছেলে মাহবুব(২২)সহ ৩১জন। এদের সবার বাড়ি গোমস্তাপুর উপজেলায় বলে জানা গেছে

No comments:

Post a Comment