Sunday, September 15, 2013

ম্যাক্সিম মাল্টিপারপাসের প্রতারণায় গ্রাহকদের মানববন্ধন



ম্যাক্সিম মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড কর্তৃপক্ষের দুর্নীতি প্রতারণার প্রতিবাদে গ্রাহকরা মানববন্ধন কর্মসূচি এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে 
15 সেপ্টেম্বর ২০১৩, রোববার বেলা সাড়ে ১১টার সময় ভুক্তভোগী গ্রাহকরা সমবেত হয়ে স্থানীয় শহীদ সাটু হল এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে 
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক (অব.) মোহাম্দ ইব্রাহিম, গ্রাহক সমাজসেবক মোহাম্মদ সাজেমান হক, তৌহিদুল ইসলাম, ইমাম আব্দুল বারিক প্রমুখ 
বক্তারা বলেন, ম্যাক্সিম মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির লিমিটেড কর্তৃপক্ষ গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন স্কিমের নামে টাকা নিয়ে মুনাফা দেয়া শুরু করে। কিন্তু হঠা করে তারা সঞ্চয়ের অর্থ পরিশোধ না করে বিভিন্ন রকমের টালবাহানা করে গ্রাহকদের সর্বশান্ত করার পাঁয়তারা করছে 
বক্তারা আরো বলেন, প্রতিষ্ঠানটি গ্রাহকদের সঞ্চিত এক কোটি ৪২ লাখ টাকা আত্মসাতের চেষ্টা চালাচ্ছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। পরে নেতারা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন

No comments:

Post a Comment