Thursday, March 27, 2014

ভোলাহাটে দিনব্যাপী নানা আয়োজনে পালিত হয়েছে স্বাধীনতা দিবস


গতকাল বুধবার ভোলাহাটে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। গতকাল বুধবার ভোলাহাট উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাগণের স্মরণে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল ভোলাহাট প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন অংশ গ্রহন করে। সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন ও ডিসপ্লে প্রদর্শন, সাড়ে ৯টায় শহীদ মুক্তিযোদ্ধা কামাল উদ্দিনের কবর জিয়ারত, সাড়ে ১০টায় রচনা ও দেয়াল লেখন।
পরে উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সুখী, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার শীর্ষক আলোচনা উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ডাঃ আশরাফুল হক চুনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবর আলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেত, অফিসার ইনচার্জ এসএম আবু ফরহাদ ও আ’লীগ উপজেলা সভাপতি ওয়াজেদ আলী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ২ ও ৪ ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন, জগলুল হক, বীর মুক্তিযোদ্ধা একরাম আলী, গোলাম মোস্তফা, আলহাজ্ব নুরুল ইসলাম লোল প্রমুখ। এছাড়াও বাদ যোহর জাতির শান্তি কামনায় সকল মসজিদে বিশেষ মোনাজাত ও বিশেষ প্রার্থনা করা হয়। সুবিধামত সময়ে হাসপাতাল, এতিমখানা, দুঃস্থ কেন্দ্র ও শিশুসদনে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

No comments:

Post a Comment