Thursday, April 10, 2014

পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উপলক্ষে- মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতীমখানা’র উদ্যোগে আয়োজিত জ্ঞানমূলক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী মাহফিল আজ

পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উপলক্ষে মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতীমখানা’র উদ্যোগে এবং ভোলাহাট ছাত্র আনজুমানে আল বাইয়্যিনাত কর্তৃক আয়োজিত জ্ঞানমূলক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী মাহফিল আজ দিবাগত বাদ-মাগরিব আয়োজন করা হয়েছে। আজ ইয়াওমুল খামীসি (বৃহস্পতিবার) দিবাগত বাদ-মাগরিব অত্র মাদরাসা চত্বরে পুরস্কার বিতরণ মাহফিল এবং ওয়াজ শরীফ ও দোয়ার মাহফিলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

ভোলাহাট উপজেলার মাদরাসা, স্কুল, ভোকেশনাল, কলেজ ও কারিগরি কলেজের প্রায় ২০টি প্রতিষ্ঠান-এর ছাত্র-ছাত্রীরা এই জ্ঞানমূলক প্রতিযোগিতায় ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। ভোলাহাট ছাত্র আনজুমানে আল বাইয়্যিনাত ইতোমধ্যে ২৯ জন বিজয়ীর তালিকা অত্র মাদরাসা অফিসে প্রকাশ করেছেন। ক্রমানুসারে উনারা হলেন: ১. শারমিন আক্তার, জামবাড়িয়া দারুস সুন্নাহ দাখিল মাদরাসা; ২. মুহম্মদ রফিকুল ইসলাম, বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়; ৩. মুহম্মদ ফরহাদ হোসেন, পোলাডাঙ্গা দ্বীন মুহম্মদ উচ্চ বিদ্যালয়; ৪. মুসাম্মত কারিমা খাতুন, ফতেহপুর উচ্চ বিদ্যালয়; ৫. মুহম্মদ মতিউর রহমান, গোহালবাড়ী উচ্চ বিদ্যালয়; ৬. মুকসেদা খাতুন, নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়; ৭. মুহম্মদ হেমায়েতুল আহসান, মোহবুল্লাহ মহাবিদ্যালয়; ৮. মুহম্মদ ফাহিম ফয়সাল, ভোলাহাট রামেশ্বর পাইলট ইনস্টিটিউশন; ৯. সাবরিনা আক্তার, ভোলাহাট মহিলা ডিগ্রি কলেজ; ১০. মুসাম্মত ইসরাত খাতুন, খালে আলমপুর দারুস সুন্নাহ আলিম মাদরাসা; ১১. মুহম্মদ আবু বকর, গোহালবাড়ী দারুস সুন্নাহ ফাজিল মাদরাসা; ১২. তাসনীম আক্তার, দলদলি উচ্চ বিদ্যালয়; ১৩. মুহম্মদ খাইরুল ইসলাম, পোলাডাঙ্গা ইসলামপুর আলিম মাদরাসা; ১৪. মলি খাতুন, ঝাউবোনা মহিলা একাডেমী; ১৫. জান্নাতুল ফেরদৌস, কানারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়; ১৬. মুহম্মদ হেলালউদ্দীন, চর ধরমপুর উচ্চ বিদ্যালয়; ১৭. মুহম্মদ কবির হুসাইন, সবজা পাইলট উচ্চ বিদ্যালয়; ১৮. আনিকা তাহমিনা, গোহালবাড়ী প্রাথমিক বিদ্যালয়; ১৯. মুহম্মদ জনি, মুন্সিগঞ্জ প্রাথমিক বিদ্যালয়; ২০. মুহম্মদ মিলন শেখ, বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়; ২১. মুহম্মদ শহিদুজ্জামান, পোলাডাঙ্গা দ্বীন মুহম্মদ উচ্চ বিদ্যালয়; ২২. সাদিয়া আফরিন, ফতেহপুর উচ্চ বিদ্যালয়; ২৩. মুসাম্মাত হাবিবা, বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়; ২৪. মুহম্মদ হুসাইন আলমাস, গোহালবাড়ী উচ্চ বিদ্যালয়; ২৫. আমিনা খাতুন, গোহালবাড়ী উচ্চ বিদ্যালয়; ২৬. মুহম্মদ আল আমীন, বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়; ২৭. মুহম্মদ সাগর, ভোলাহাট রামেশ্বর পাইলট ইনস্টিটিউশন; ২৮. জান্নাতুল ফেরদাউস, নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়; ২৯. মুহম্মদ নুহ বিশ্বাস, জামবাড়িয়া দারুস সুন্নাহ দাখিল মাদরাসা।

উক্ত আযীমুশ শান পুরস্কার বিতরণী মাহফিল এবং ওয়াজ শরীফ ও দোয়ার মাহফিলে প্রত্যেক বিজয়ীকে উপন্থিত হওয়ার জন্য বিশেষভাবে আহবান করা হয়েছে। বিশেষভাবে উল্লেখ্য যে, মহিলা/ছাত্রী বিজয়ীদের পুরুষ অভিভাবককে অবশ্যই উপস্থিত থেকে তাদের পক্ষে পুরস্কার গ্রহণ করতে হবে।

No comments:

Post a Comment