ভোলাহাটে আইন-শৃঙ্খলা কমিটির
সভা অনুষ্ঠিত
ভোলাহাট উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা
কমিটির সভা গতকাল বুধবার সকালে উপজেলা মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত
সভায় উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা
চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম আনোয়ার, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা,
অফিসার ইনচার্জ এস.এম আবু ফরহাদ, বিজিবি কোম্পানী কমান্ডার মোখলেসুর রহমান, ইউপি
চেয়ারম্যানগণ-আলাউদ্দিন, মাজহারুল ইসলাম পুতুল ও জগলুল হক, উপজেলা সহ:কৃষি অফিসার নিখিল
চন্দ্র সরকার, ইউসিসিএ লি: চেয়ারম্যান আব্দুল খালেক, পরিবার পরিকল্পনা অফিসার শাহনেওয়াজ,
মৎস্য কর্মকর্তা (ভার:) ওয়ালিউর রহমান, সমবায় অফিসার আলাউদ্দিন, খাদ্য কর্মকর্তা মোজাম্মেল
হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম,
সিএ আব্দুল ওয়াহাব, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সাংবাদিক
সাদিকুল ইসলাম মার্শালসহ অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত
ছিলেন। উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নয়নে উপস্থিত সকল বক্তারা
সন্তোষ প্রকাশসহ এ ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। #
ভোলাহাট ১নং ইউনিয়নের বাজেট ঘোষণা:
ভোলাহাট ইউনিয়নের ৫০ বছর পূর্তি
ও ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট ঘোষণা অনুষ্ঠান বুধবার সকাল সাড়ে ৯টায় ইউনিয়ন প্রাঙ্গণে
অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান ইয়াজদানী জর্জের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা
নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেত, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, উপজেলা
যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার। এ উপলক্ষে সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাসুদ
রানা, প্রধান শিক্ষক জুলফিকার আলী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মতিন, প্রবীন
মেম্বার আনসার আলী, সাইরুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের সদস্য-সদস্যাগণ। ২০১৪ ও ২০১৫ অর্থ
বছরের ১ কোটি ২৯ লাখ ২৭ হাজার ২০ টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেট পাঠ করেন, ইউপি সচিব
আহসান হাবিব। চেয়ারম্যান অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, এ বাজেটকে সফল করতে
দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করতে সবাইকে
তাদের ট্যাক্স পরিশোধের জন্য অনুরোধ করেন। তিনি আরো বলেন, নারী নির্যাতন, মাদকসেবর
রোধ করার জন্য অভিভাবকসহ এলাকার সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসার জরালো আহবান জানান।
No comments:
Post a Comment