Tuesday, June 24, 2014

ক্ষুদ্র ঋণ কর্মসূচি : জনবল ও সুফলভোগীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভোলাহাটে ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট জনবল ও সুফলভোগীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’-২০১৪ উপলক্ষে উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে ৫ দিনব্যাপি প্রশিক্ষণ রোববার থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে উপজেলার দুস্থ ও অসহায় মহিলা-পুরুষ সদস্যদের মাঝে এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেত। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল ওয়াদুদ, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, বিআরডিবি’র সিনিয়র সহকারী অফিসার সাধন কুমার রায়, নির্বাচন কর্মকর্তা আব্দুস সামাদ, সাংবাদিক এমএসআই শরীফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমাজসেবা অফিস সহকারী মাবিয়া বেগম, প্রশিক্ষণার্থীদের মধ্যে আব্দুস সালাম, সাদিকুল ইসলাম, মরিয়ম বেগম প্রমুখ। ৫ দিনের জনবল ও সুফলভোগীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণে উপজেলার ৩০ জন পুরুষ ও মহিলা সদস্যদের মাঝে এলাকার সমস্যামূলক-বাল্যবিবাহ, যৌতুকপ্রথা বন্ধ, প্রতিবন্ধীদের বিষয়ে সচেতন হওয়া এবং সমাজসেবা অফিস থেকে ক্ষুদ্রঋণের ব্যাপারে সার্বিক ধ্যান-ধারণা প্রশিক্ষণার্থীদের অভিহিত করা হয়।

No comments:

Post a Comment