==============================
: আমরা মাঝে মধ্যেই ষড়যন্ত্রের
শিকার হই। দুষ্টু মানুষ এবং শয়তানের ষড়যন্ত্রে ক্ষতিগ্রস্ত হই সময়ে-অসময়ে।
এসব ষড়যন্ত্র প্রতিহতের জন্য কিছু আমলের কথা বর্ণিত হয়েছে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র
হাদীছ শরীফে। নিচের দোয়াটি নিয়মিত পাঠ করলে নিশ্চিত নিরাপদ থাকা যাবে ইনশাআল্লাহ। আরবী
দোয়া:
أَعُوذُ بكَلِمَاتِ
اللَّهِ التَّامَّاتِ الَّتِي لاَ يُجَاوِزُهُنَّ بَرٌّ وَلاَ فَاجِرٌ مِنْ شَرِّ مَا
خَلَقَ، وَبَرَأَ وَذَرَأَ، وَمِنْ شَرِّ مَا يَنْزِلُ مِنَ السَّمَاءِ، وَمِنْ شَرِّ
مَا يَعْرُجُ فيهَا، وَمِنْ شَرِّ مَا ذَرَأَ فِي الْأَرْضِ، وَمِنْ شَرِّ مَا يَخْرُجُ
مِنْهَا، وَمِنْ شَرِّ فِتَنِ اللَّيْلِ وَالنَّهَارِ، وَمِنْ شَرِّ كُلِّ طَارِقٍ
إِلاَّ طَارِقاً يَطْرُقُ بِخَيْرٍ يَا رَحْمَنُ
[বাংলা উচ্চারণ: আউজু বিকালিমা-তিল্লাহিৎ তা-ম্মা তিল্লাতি লা ইয়ুজাউইযুহুন্না বাররুন ওয়ালা ফা-জিরুম মিন শাররি মা খালাকা, ওয়া বারাআ, ওয়া যারাআ, ওয়ামিন শাররি মা ইয়ানজিলু মিনাস্ সামা-য়ি, ওয়ামিন শাররি মা জারাআ ফিল আরধি, ওয়ামিন শাররি মা ইয়াখরুজু মিনহা, ওয়ামিন শাররি ফিতানিল-লাইলি ওয়ান-নাহা-রি, ওয়ামিন শাররি কুল্লি তা-রিকিন ইল্লা তা-রিকান ইয়াতরুকু বিখাইরিন, ইয়া রাহমান।]
অর্থ: আমি মহান আল্লাহ পাকের
ওই সব পরিপূর্ণ বাণীসমূহের সাহায্যে আশ্রয় চাই, যাকোনো সৎলোক বা অসৎলোক অতিক্রম করতে
পারে না- মহান আল্লাহ পাক তিনি যা সৃষ্টি করেছেন, অস্তিত্বে এনেছেন এবং তৈরি করেছেন তার অনিষ্ট থেকে, আসমান থেকে যা নেমে আসে তার অনিষ্ট
থেকে, যা আকাশে উঠে তার অনিষ্ট থেকে, যা পৃথিবীতে তিনি সৃষ্টি করেছেন তার
অনিষ্ট থেকে, যা পৃথিবী থেকে বেরিয়ে আসে তার অনিষ্ট থেকে, দিনে-রাতে সংঘটিত ফিতনার অনিষ্ট থেকে, আর রাত্রিবেলা
হঠাৎ করে আগত অনিষ্ট থেকে,
তবে রাতে আগত যে বিষয় কল্যাণ নিয়ে আসে তা ব্যতীত; হে দয়াময়
(আল্লাহ পাক)! [আহমাদ,
আর ইবনুস সুন্নী]
No comments:
Post a Comment