দোয়া কবুলের মহান রাত- পবিত্র পহেলা রজবের রাত ও পবিত্র পহেলা রজব শরীফ দিবস উপলক্ষে ভোলাহাট মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসায় সারা রাতব্যাপী ইবাদত-বন্দেগী ও দোয়ার মাহফিল হয়। ইন্টারনোট প্যালটকের মাধ্যমে পবিত্র রাজারবাগ দরবার শরীফ-এ মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার নছীহত ও দোয়া-মুনাজাতে শরীক হন উপস্থিত মুসল্লীগণ। এই মহান দিবস স্মরণে বিত্র মীলাদ শরীফ, ক্বিয়াম শরীফ, নফল নামায পড়া হয় এবং বিশেষ দোয়া-মুনাজাত করা হয়। ফজর পর্যন্ত মাহফিল চলে। মাদরাসায় দের জন্য সাহরির তাবরক ব্যবস্থা করা হয়। উপস্থিত মুসল্লীগণ ও মাদরাসার ছাত্ররা সেখানে সাহরী খেয়ে রোযা রাখেন।
এদিকে দোয়া কবুলের মহান রাত- পবিত্র পহেলা রজবের রাত ও পবিত্র পহেলা রজব শরীফ দিবস উপলক্ষে বজরাটেক গ্রামে আবদুল কাদেরের বাড়িতে সারা রাতব্যাপী মহিলাদের ইবাদত-বন্দেগী ও দোয়ার মাহফিল হয়। মাহফিলে শতাধিক মহিলা মুসল্লি সারারাত জাগ্রত থেকে ইবাদত-বন্দেগী করেন এবং তারা সেখানে সাহরির ব্যবস্থা করে দিনে রোযা রাখেন।
এদিকে গত রোববার পবিত্র ২রা রজবুল হারাম শরীফ আবূ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যাবীহুল্লাহ, সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস উপলক্ষে বজরাটেক শাহপাড়ায় আব্দুস সালাম-এর বাসায় এবং বজরাটেক লম্বাটোলা মুহম্মদ রহমতুল্লাহর বাসায় পবিত্র মীলাদ শরীফ মাহফিল অনুষ্ঠিত হয়। মীলাদ শরীফ পাঠ করেন রহমতুল্লাহ আলোচনা ও দোয়া মুনাজাত করেন আল্লামা মুহম্মদ মুহসিনুর রহমান। ওই দিন এ মীলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে দোয়া কবুলের মহান রাত- পবিত্র পহেলা রজবের রাত ও পবিত্র পহেলা রজব শরীফ দিবস উপলক্ষে বজরাটেক গ্রামে আবদুল কাদেরের বাড়িতে সারা রাতব্যাপী মহিলাদের ইবাদত-বন্দেগী ও দোয়ার মাহফিল হয়। মাহফিলে শতাধিক মহিলা মুসল্লি সারারাত জাগ্রত থেকে ইবাদত-বন্দেগী করেন এবং তারা সেখানে সাহরির ব্যবস্থা করে দিনে রোযা রাখেন।
এদিকে গত রোববার পবিত্র ২রা রজবুল হারাম শরীফ আবূ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যাবীহুল্লাহ, সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস উপলক্ষে বজরাটেক শাহপাড়ায় আব্দুস সালাম-এর বাসায় এবং বজরাটেক লম্বাটোলা মুহম্মদ রহমতুল্লাহর বাসায় পবিত্র মীলাদ শরীফ মাহফিল অনুষ্ঠিত হয়। মীলাদ শরীফ পাঠ করেন রহমতুল্লাহ আলোচনা ও দোয়া মুনাজাত করেন আল্লামা মুহম্মদ মুহসিনুর রহমান। ওই দিন এ মীলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
No comments:
Post a Comment