‘সমাজের এমন কোনো জায়গা নেই যেখানে মাদক নেই। পুলিশ ফেনসিডিল পান করছে। কতিপয় ডাক্তার অপারেশনে যাওয়ার আগে ফেনসিডিল সেবন করে যায়। ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজনের কেউ না কেউ গাঁজা-ফেনসিডিলের মতো মাদকে আসক্ত। মাদক এখন মহামারি আকার ধারণ করেছে। বলতে দ্বিধা নেই, মাদকদ্রব্যের বেশকিছু কারখানা শিল্প আছে দেশের বিভিন্ন জায়গায়।’ কথাগুলো বলেছিলেন তৎকালীন ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি মোখলেসুর রহমান। ২০১০ সালের ১৫ সেপ্টেম্বর সকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে ঈদোত্তর অপরাধ বিষয়ক সভায় তিনি এসব কথা বলেছিলেন। সেদিন তিনি আরো বলেছিলেন, ‘সমাজে মূল্যবোধের অবক্ষয় সর্বনিম্ন পর্যায়ে।’
Thursday, August 29, 2013
Wednesday, August 28, 2013
জেলা পর্যায় থেকে বাজেট প্রণয়ন দাবি
ন্যায্য ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং জেলা পর্যায় থেকে জাতীয় বাজেট প্রণয়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে
বুধবার সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) জেলা কমিটির উদ্যোগে অংশগ্রহণমূলক বাজেট এবং স্থানীয় সরকারের জবাবদিহিতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
Tuesday, August 27, 2013
চাঁপাইয়ে ২ ভারতীয় হিন্দু চোরাচালানি আটক
শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে ভারতীয় দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার দিবাগত রাত
সাড়ে ১২টার দিকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক
করা হয় বলে জানা গেছে। আটকরা হলো- ভারতের মালদা জেলার মল্লিক-সুলতানপুর গ্রামের আশুতোষ
মণ্ডলের ছেলে কার্তিক মণ্ডল (২৫) ও বিনয় মণ্ডলের ছেলে ক্ষুদি মণ্ডল
(২১)। ঘটনার সত্যতা
নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মনজুরুল আলম সাংবাদিকদের জানান, রাতে চকপাড়া
সীমান্তের ১৮৩ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন কার্তিক ও
ক্ষুদি। এ সময় বিজিবির একটি টহল দল তাদের ধরে ফেলে।
ব্রিটিশদের (খ্রিস্টানদের) ভদ্রতা(?) ও শিষ্টাচার(?)-এর উজ্জ্বল(?) নমুনা!!!
ছোটকালের কথা। প্রাইমারি বা হাই স্কুলে পড়ার সময়কার কাহিনী।
স্কুলের শিক্ষকরা বলতো- ‘ইংরেজরা খুব ভদ্র, নম্র ও শিষ্টাচারপূর্ণ সভ্য
জাতি। ইংরেজরা খুব পরোপকারী জাতি।’ ইত্যাদি ইত্যাদি।
কাফিররা এমন হতে পারে- আমি মন থেকে মেনে নিতে পরতাম না। তবে ছোট মানুষ; কিছু বলতে সাহস পেতাম না।
এমনই হীনম্মন্যতায় আচ্ছন্ন আমাদের দেশের কথিত শিক্ষিত সমাজ। আর এই হীনম্মন্যরাই জাতিকে, ভবিষ্যৎ প্রজন্মকে নীচ ও হীনম্মন্য করে গড়ে তুলছে।
কাফিররা এমন হতে পারে- আমি মন থেকে মেনে নিতে পরতাম না। তবে ছোট মানুষ; কিছু বলতে সাহস পেতাম না।
এমনই হীনম্মন্যতায় আচ্ছন্ন আমাদের দেশের কথিত শিক্ষিত সমাজ। আর এই হীনম্মন্যরাই জাতিকে, ভবিষ্যৎ প্রজন্মকে নীচ ও হীনম্মন্য করে গড়ে তুলছে।
দেওবন্দী খারিজীরা পুরোনো হিন্দু
সম্প্রতি ভারতে মধ্যপ্রদেশের মাদরাসাগুলোতে যবন, ম্লেচ্ছ, অস্পৃশ্য হিন্দুদের নাপাক গ্রন্থ গীতা বাধ্যতামূলকভাবে পড়ানোর কুফরী আদেশ জারি করেছে সেই প্রদেশের যালিম সরকার। অথচ ভারতের দেওবন্দীরা এর কোনো প্রতিবাদ তো করেনি, বরং অনেক আগে থেকেই তারা হিন্দুতোষণে বেশ পটু হয়ে উঠেছে।
দেওবন্দী খারিজীরা পুরোনো হিন্দু
সম্প্রতি ভারতে মধ্যপ্রদেশের মাদরাসাগুলোতে যবন, ম্লেচ্ছ, অস্পৃশ্য হিন্দুদের নাপাক গ্রন্থ গীতা বাধ্যতামূলকভাবে পড়ানোর কুফরী আদেশ জারি করেছে সেই প্রদেশের যালিম সরকার। অথচ ভারতের দেওবন্দীরা এর কোনো প্রতিবাদ তো করেনি, বরং অনেক আগে থেকেই তারা হিন্দুতোষণে বেশ পটু হয়ে উঠেছে।
দেওবন্দী খারিজীরা পুরোনো হিন্দু
সম্প্রতি ভারতে মধ্যপ্রদেশের মাদরাসাগুলোতে যবন, ম্লেচ্ছ, অস্পৃশ্য হিন্দুদের নাপাক গ্রন্থ গীতা বাধ্যতামূলকভাবে পড়ানোর কুফরী আদেশ জারি করেছে সেই প্রদেশের যালিম সরকার। অথচ ভারতের দেওবন্দীরা এর কোনো প্রতিবাদ তো করেনি, বরং অনেক আগে থেকেই তারা হিন্দুতোষণে বেশ পটু হয়ে উঠেছে।
Thursday, August 22, 2013
হারিয়ে যাচ্ছে বিলভাতিয়া বিল থেকে শাপলা-শালুক, সিঙ্গারা, ভ্যাঁট আর পদ্মচাকা ও মাখনা
ভোলাহাট উপজেলার ঐতিহ্যবাহী বিলভাতিয়া বিল থেকে হারিয়ে যাচ্ছে নীরজ উদ্ভিদের মধ্যে শাপলা-শালুক। বিলের মধ্যে বিভিন্ন ডোবায় পানির উপরে ফুটে থাকা শাপলা ফুলের দৃষ্টিকাড়া সৌন্দর্য সত্যিই সকলকে মুগ্ধ করে। আর সেই সাথে সাথে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যও বাড়ায়। তার পরেও এটি বাংলাদেশের জাতীয় ফুল হিসেবে সকলের কাছে পরিচিত। প্রতিকূল পরিবেশে শাপলা ফুলের সেই সমারোহ আর নেই। দিনে দিনে শাপলা-শালুক যেন একেবারেই বিলুপ্ত হয়ে যাচ্ছে। অথচ এখন হতে ১৫/২০ বছর আগেও বিলভাতিয়া বিলের বুকজুড়ে শাপলা ফুলের দৃষ্টি নন্দন সৌন্দর্য ছিল চোখে পড়ার মত। সে সময় শরৎকালে বিলভাতিয়া বিলের প্রকৃতি অন্য রকম সাজে সজ্জিত হয়ে উঠতো।