Tuesday, August 15, 2017

আজ শোকাবহ ১৫ আগস্ট: বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাত বার্ষিকী


 আজ ১৫ আগস্ট। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক,  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী। ১৯৭৫ সালের শোকাবহ এই ভয়ানক দিবসে খুব ভোরে ধানমন্ডির বাসভবনে সপরিবারে তাকে বিরোধী চক্র নির্মমভাবে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু সন্তান শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। এই হত্যাকা- থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্ত, বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা ও সাংবাদিক মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার সন্তানসম্ভাবা স্ত্রী আরজু মণি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। এ সময় বঙ্গবন্ধুর দু’কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।

Monday, August 14, 2017

প্রাসঙ্গিক ভাবনা- ইসলামী সভ্যতা

(বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী যেসব জাহেল গোষ্ঠী জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তি-সভ্যতা সব কিছুতেই পশ্চিমা কাফিরদেরকে গুরু মানে তাদের বোধোদয়ের জন্য)
============
বিশ্ববিদ্যালয়ের এক সমাবর্তন অনুষ্ঠানে HP (Hewlett-Packard Company)-এর তৎকালীন CEO কার্লি ফিওরিনা (Carly Fiorina) মোটিভেশনাল স্পীচ দিয়েছিল। ২০০৫ সাল পর্যন্ত ফিওরিনা ছিলো Fortune 500 কোম্পানির সর্বময় কর্তৃত্বে আসা সাকুল্যে তিনজন নারীর একজন।
Fortune ম্যাগাজিনের 50 most powerful women in business in the United States লিস্টে ছয়বার ফিওরিনার নাম আসে এক নম্বরে। ম্যানেজমেন্ট এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ডিগ্রিধারী ফিওরিনা মার্কিন যুক্তরাষ্ট্রের Stanford University থেকে Medieval History ও Philosophy-তে গ্র্যাজুয়েশন করে। ২০০১ সালের সেপ্টেম্বরে ফিওরিনার “Technology, Business, and our way of life: What’s next” শীর্ষক বক্তব্যের অংশবিশেষ এখানে তুলে ধরা হচ্ছে।

Sunday, August 6, 2017

ভোলাহাটে এ্যাম্বুলেন্স সচল থাকলেও ১ মাস ধরে বন্ধ; ভোগান্তিতে রোগী


 ভোলাহাট উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সের সচল থাকার পরও এ্যাম্বুলেন্সটি এক মাস ধরে বন্ধ থাকায় ভোগান্তিতে রুগীরা। জানা গেছে, উপজেলার একমাত্র চিকিৎসা কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে কখনও ডাক্তার নার্স সুইপারের স্বল্পতা থাকলেও এখন বড় সমস্যা সচল এ্যাম্বুলেন্স থেকেও সুবিধা বঞ্চিত হচ্ছেন রুগীরা। যেসব অসুখ স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া সম্ভব হয় না, উন্নত চিকিৎসার জন্য পাঠাতে হয় এলাকার বাইরে, তখন এ্যাম্বুলেন্সের অভাবে পড়তে হয় চরম ভোগান্তিতে।

অত্র মাদরাসা চত্বরে মসজিদ ও শ্রেণীকক্ষের জন্য ৫ তলাবিশিষ্ট ভবন নির্মাণ কাজ চলছে


অত্র মাদরাসা চত্বরে মসজিদ ও শ্রেণীকক্ষের জন্য ৫ তলাবিশিষ্ট ভবন নির্মাণ কাজ চলছে। আপনাদের আর্থিক সহযোগিতা কাম্য।

Saturday, August 5, 2017

ছোট্ট একটা চামচ দিয়ে সহজ পরীক্ষায় জেনে নিন কোনো রোগ হয়েছে কিনা?



চিকিৎসা করা বা গ্রহণ করা সুন্নত। কিতাবে আছে- স্বাস্থ্য রক্ষা করা ফরজ। স্বাস্থ্য সম্পর্কিত ইলম অর্জন করার জোর তাগিদ হাদীছ শরীফে দেয়া হয়েছে।

সুস্থ থাকতে মাঝে মধ্যে মেডিক্যাল চেক আপ জরুরী। কিন্তু অনেকে ডাক্তারের কাছে না গিয়ে কখনো কখনো নিজেরাই ডাক্তার হয়ে যায়। তা করতে গিয়ে ভুল চিকিৎসারও সম্ভাবনা থেকে যায়। অথচ বাড়িতে খুব সহজ একটা পরীক্ষার মাধ্যমেই জেনে নিতে পারেন কোনো রোগ শরীরে বাসা বেঁধেছে কিনা। তার জন্য প্রয়োজন শুধু একটা চা-চামচ। চামচ (স্পুন) দ্বারা সমস্ত রোগের হাল-হাক্বীক্বতের সন্ধান হয়তো পাবেন না, তবে ফুসফুস, কিডনির কোনো সমস্যা রয়েছে কিনা বা আপনার ডায়াবেটিস হয়েছে কিনা- তা সহজেই জানতে পারবেন বলে আশা করা যায়।
এগুলির কোনোটা যদি আপনার ক্ষেত্রে দেখা যায়, তা হলে আর দেরি না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।

দিল মন অন্তর প্রশান্তকারী সুমহান না’ত শরীফ


দিল মন অন্তর প্রশান্তকারী সুমহান না’ত শরীফ ।
বারবার শুনুন আর এতমিনান লাভ করুন।


Thursday, August 3, 2017

প্রতিটি মা তার মেয়েকে বিবাহ দেয়ার পর জনৈক মায়ের নসিহতঃ

প্রত্যেকটি মুসলিম মেয়েরই মূল্যবান এই নসীহতগুলো জেনে
রাখা উচিৎ !!
উমামা বিনতে হারেছ নিজ কন্যার বিবাহের সময় তাকে এমন
কিছু নসীহত করেন যা শুধু মেয়ের জন্যই নয়; বরং পরবর্তী সমস্ত
নারীর জন্য মাইল ফলক হিসেবে অবশিষ্ট থাকবে।
তিনি মেয়েকে লক্ষ্য করে বলেন- ওহে আমার কলিজার টুকরা মেয়ে!
আজ তুমি নিজের পিতা-মাতা, ভাই-বোন, আত্মীয়স্বজন, বান্ধবী ও প্রতিবেশী থেকে বিচ্ছিন্ন হয়ে এমন এক অপরিচিত পরিবেশে এমন এক অপরিচিত ব্যক্তির নিকট গমণ করছো যেখানেই রয়েছে তোমার আসল ঠিকানা এবং সেই ব্যক্তিই তোমার প্রকৃত বন্ধু,
সাথী ও কল্যাণকামী।

গতির তিনটি সূত্রের আবিষ্কারক নিউটন নয়, মুসলিম বিজ্ঞানীরা

বিজ্ঞানী নামক জ্ঞানচোর নিউটন (১৬৪৩-১৭২৭) সে গতি সংক্রান্ত ৩টি সূত্র বিভিন্ন মুসলিম বিজ্ঞানীদের কিতাব থেকে চুরি করে তার “Philosophi Naturalis Principia Mathematica” বইতে তার নিজের নামে চালিয়ে দেয় ।
গতির প্রথম সূত্রে বলা হয়েছে যে, “স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে।” গতিবিদ্যার এই সূত্রটি মুসলিম বিজ্ঞানী ইবনে সিনা (৯৮০-১০৩৭) নিউটনের ৬০০ বছর পূর্বে রচিত “আল ইসহারাত ওয়াল তানবিহাত” (Remarks and Admonitions) কিতাবে বর্ণনা করেন। তিনি বলেন যে, “যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হয় তবে বস্তু স্থির বা সমবেগে সরলরেখা বরাবর গতিশীল থাকবে।” এই বক্তব্যের মাধ্যমে স্পষ্টতঃ প্রমাণিত হয় যে, নিউটন নয় বরং মুসলিম বিজ্ঞানী ইবনে সিনাই গতির প্রথম সূত্র আবিষ্কার করেছেন।

গলায় কাঁটা বিঁধলে যা করবেন


এদেশের মানুষের খাদ্যতালিকা মাছ ছাড়া কল্পনাই করা যায় না। তাই তো প্রবাদ আছে- মাছে ভাতে বাঙালি। কিন্তু খেতে বসে গলায় মাছের কাঁটা ফোটেনি এমন বাঙালি বোধহয় খুঁজে পাওয়া মুশকিল। অনেকে এমনো আছে মাছের কাঁটা ঠিকমতো বেছে খেতে পারে না। মাঝে মাঝে অসাবধানতাবশতঃ গলায় মাছের কাঁটা ফুটে যায়। আর তারপরই শুরু হয় আ...আ...।

আর গলায় মাছের কাঁটা বিঁধলে অসম্ভব অস্তস্তি শুরু হয়। তাই মাছের কাঁটা নামানোর উপায়:
(***) গলায় মাছের কাটা ফুটে গেলে নিচের পবিত্র আয়াত শরীফটি পড়ে গলায় ফু দিতে হবে এবং কিছু একটা খাইতে হবে। সাথে সাথে মাছের কাটা দূর হয়ে যাবে, ইনশাআল্লাহ!!.
পবিত্র আয়াত শরীফটি হলো- فَلَوْلَا إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ
উচ্চারণ- "ফালা উলা ইযা বালাগাতুল হুলকুম"। (সূরা- ওয়া-ক্বিয়া: আয়াত ৮৩)