Wednesday, May 28, 2014

ভোলাহাট ১নং ইউনিয়নের বাজেট ঘোষণা

ভোলাহাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
 ভোলাহাট উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির সভা গতকাল বুধবার সকালে উপজেলা মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়।

Tuesday, May 27, 2014

মুসলিম বিজ্ঞানীদের আরো একটি বিস্ময়কর আবিষ্কার ॥ ১২০০ বছরের পুরনো ট্যাবলেট কম্পিউটার উদ্ধার


কাঠের তৈরি বিস্ময়কর যন্ত্র খুঁজে পেয়েছেন মুসলিম তুর্কি প্রত্নতত্ত্ববিদেরা। একটি পোতাশ্রয় (হারবার) সাইট খননকার্যের সময় তারা ১২০০ বছরের পুরনো কাঠের যন্ত্র খুঁজে পেয়েছেন, যাকে বলা যায় বর্তমান সময়ের ট্যাবলেট কম্পিউটারের সবচাইতে প্রাচীন জেনারেশন। প্রত্নতত্ত্ববিদদের ধারণা, তখনকার মুসলিম শাসিত দেশ ক্রিমিয়ার মুসলিম বণিকদের ব্যবহৃত জাহাজ ছিলো এগুলো। ঈসায়ী নবম শতাব্দীর দিকে ক্রিমিয়া, তুরস্কসহ এ অঞ্চলগুলো মুসলিম শাসকদের অধীন ছিলো।

Sunday, May 25, 2014

প্রচন্ড খরতাপে জনজীবন অতিষ্ঠ ॥ নানা অসুখ-বিসুখ ॥ চলছে বিদ্যুতের লোডশেডিং আর ভেলকিবাজি

সারাদেশের ন্যায় উত্তরাঞ্চলের প্রতিটি জায়গায় লু-হাওয়া আর প্রচন্ড খরতাপে জনজীবন অতিষ্ঠ। প্রাণ যেন যায় যায় ভাব। একটু শীতল বাতাসের জন্য এদিক-সেদিক ছুটাছুটি করেও লাভালাভ হচ্ছে না। বিরূপ আবহাওয়ায় নানা অসুখ-বিসুখে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ ও ছোট্ট শিশুরা। এ উপরে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং আর ভেলকিবাজিতে জনজীবন পড়েছে বেকায়দায়। ঘরে-বাইরে কোথাও গিয়ে একটু স্বস্তি খুঁজে পাওয়া ভার।

Friday, May 23, 2014

ভোলাহাটে আগুনে ভস্মীভূত ১১টি পরিবারকে প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান

গত বৃহস্পতিবার দুপুরে ভোলাহাট উপজেলার কুমিরজান গ্রামে আগুনে ভস্মীভূত ১১টি পরিবারের মাঝে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যানের উদ্যোগে গতকাল জুমুয়াবার সকালে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের মাঝে নগদ ১ হাজার করে টাকা, ৩০ কেজি চাউল ও ৬টি পরিবারের মাঝে দেড় বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়।

Thursday, May 22, 2014

দেশব্যাপী নিজস্ব সন্ত্রাসী গ্রুপ ও নেটওয়ার্ক গড়ে তুলেছে তাবলীগ নেতা মালানা যোবায়ের ও ওয়াসিফুল ॥ ২০০ কোটি টাকা আত্মসাৎ

তাবলীগ জামাতের আমির মালানা ওয়াসিফুল ইসলাম তাবলীগ ও কাকরাইল মসজিদ নির্মাণের নামে দেশ-বিদেশ থেকে টাকা তুলে দুই শত কোটি টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক এম মুশফিকুর রহমান চৌধুরী সমর্থিত তাবলীগ জামাতের শিক্ষকেরা। গত ১৮ মে ২০১৪ ঈসায়ী ইয়াওমুল আহাদ (রোববার) দুপুরে বিশ্ববিদ্যালয় জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষকেরা এ অভিযোগ করেছে। সম্প্রতি রাজশাহী মার্কাজ মসজিদে ওয়াসিফুল ইসলামের বিরুদ্ধে “মুরুব্বিদের জীবন থেকে” নামক বই বিতরণ করতে গেলে ওই মসজিদের অবস্থানরত তাবলীগের উগ্র কর্মীরা রাবির কয়েকজন শিক্ষক-শিক্ষার্থীকে মারধর করে। এতে বিশ্ববিদ্যালয়ের এনিমেল হাজবেন্ড্রী এন্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের শিক্ষক শরিফুল ইসলাম ও আরবি বিভাগের শিক্ষক আল আমীনসহ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়।

Wednesday, May 21, 2014

ভোলাহাটে সুশাসন উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


ভোলাহাটে জামাতের ইউপি আমীর পুলিশের হাতে গ্রেফতার
ভোলাহাটে ১নং ইউপি জামাতের আমীর পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ এসএম আবু ফরহাদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার পাঁচটিকরী গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে ১নং ইউপি জামাতের আমীর মালানা মফিজ উদ্দিন (৪৫)কে তার বাড়ি থেকে হাতেনাতে গ্রেফতার করে। সূত্রে আরো জানা গেছে, জামাত নেতা মালানা মফিজ উদ্দিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ছিলো। সে এতোদিন পলাতক ছিল।

Tuesday, May 20, 2014

ভোলাহাটে আমচাষে ‘সমৃদ্ধি’ প্রকল্পে ওয়ার্কসপ অনুষ্ঠিত


ভোলাহাটে আমচাষের উপর ভিত্তি করে ‘সমৃদ্ধি’ প্রকল্প নামক বাইকের আয়োজনে ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে একদিনের ওয়ার্কসপ মঙ্গলবার সকালে উপজেলা বিআরডিবি মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা বাইক নির্বাহী পরিচালক মোহাম্মদ ঈশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেত।

Saturday, May 17, 2014

কতিপয় সুন্নতী খাবার!!!!

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পছনন্দনীয় কিছু খবারের নাম নিচের চিত্রে দেখানো হলো। আমরাও সুন্নত উনার মুহব্বতে এগুলোকে পছন্দ করি; নিয়ামত হাছিল করি।  



Wednesday, May 14, 2014

চাঁপাইনবাবগঞ্জে বেতন বৈষম্য দূরীকরণে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

বেতন বৈষম্য দূরীকরণ ও শতভাগ পদোন্নতির দাবীতে চাঁপাইনবাবগঞ্জে গতকাল মঙ্গলবার সরকারি প্রাথমিক সহকারি শিক্ষকদের মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ জেলা শাখার উদ্যোগে সকাল সাড়ে ১০টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে প্রায় ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে জেলার কয়েক’শ শিক্ষক এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

একটি ডালিম গাছ মানে একটি ওষুধ ফ্যাক্টরি


ডালিম শুধুমাত্র একটি মাজাদার ফল নয়, বরং মানব শরীর গঠন ও সুরক্ষায় ডালিমের রয়েছে বহুমুখি ওষুধি গুণ। মানুষরা শুধু ডালিম ফলের স্বাদ নিয়ে থাকে, কিন্তু পাতা থেকে শিকড় পর্যন্ত পুরো ডালিম গাছিটিই মানুষের পরম উপকারী বন্ধু। উদ্ভিদ বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন গবেষণায় ডালিম গাছের নানা ভেষজ গুণের কথা বলা হয়েছে। ডালিম নিয়ে নানা গবেষণায় এটা প্রমাণিত হয়েছে। আমাদের দেশে বর্তমানে এলোপ্যাথি ও হোমিওপ্যাথি চিকিৎসার ব্যাপক প্রসার ঘটেছে।

Sunday, May 11, 2014

মরুর বুকে সবুজ গ্রাম!



মরুভূমির বুকে ছোট্ট একটি সবুজ গ্রাম হুয়াকাছিনা। পেরুর ইকা প্রদেশের ইকা শহরের কাছে অবস্থান গ্রামটির।

Thursday, May 8, 2014

ভোলাহাটে মাত্র পৌনে ২ কি:মি: রাস্তা সংস্কারের অভাবে লাখ লাখ মানুষের দুর্ভোগ

ভোলাহাট উপজেলার একমাত্র জন-গুরুত্বপূর্ণ মাত্র পৌনে ২ কিলোমিটার দূরত্ব এলজিইডি’র রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে প্রতিদিন লাখ লাখ মানুষের যাতায়াতের চরম দর্ভোগ পরিলক্ষিত হয়েছে।

Wednesday, May 7, 2014

ছবিও ‘ছবির মতো সুন্দর’!!!


কোনো কোনো ছবিও ‘ছবির মতো সুন্দর’ হয়। মন যেমন কল্পনা করে সুন্দর কোনো রং রেখা চিত্রকল্পের, ঠিক তেমন। সুন্দর রূপে ধরা দেয় কোনো কোনো মৃত্যুও। যেমন সুন্দর রূপে ধরা দিয়েছে নামিবিয়ার ডেডভ্যালির এই ফটোগ্রাফগুলি।

Tuesday, May 6, 2014

হযরত শাহ্ ফতেহ্ আলী অস্কালী রহমতুল্লাহি আলাইহি

হযরত শাহ্‌ ছূফী ফতেহ্‌ আলী অস্কালী রহমতুল্লাহি আলাইহি-এর মাযার শরীফ বগুড়া জেলায় অবস্থিত । ইতিহাস থেকে জানা যায়- আনুমানিক ১১৮৩ ফসলী সনের ২২ বৈশাখ ৯৩ বছর বয়স মুবারকে হযরত শাহ্‌ ছূফী ফতেহ্‌ আলী অস্কালী রহমতুল্লাহি আলাইহি তিনি পবিত্র বিছাল শরীফ গ্রহণ করেন। বর্তমানে যে স্থানে তাঁর মাজার শরীফ, এখানেই তাঁকে সমাহিত করা হয়।

Saturday, May 3, 2014

মশা তাড়ানোর সহজ উপায়!!!

গরমকালে মশার উৎপাত অন্যান্য সময়ের চাইতে একটু বেশিই থাকে। আর এই মশার যন্ত্রণা থেকে বাঁচতে একসময় মানুষ মশারি টাঙ্গাত, এখনও টাঙ্গায়। তবে বর্তমানে মশারির পরিবর্তে কয়েল, স্প্রে কিংবা আরও অন্যান্য প্রযুক্তির আশ্রয় নিচ্ছেন সবাই।