Friday, January 31, 2014

কুল-কায়িনাত আলোড়িত করে বিশ্বে এই প্রথম রাজারবাগ শরীফ উনার মধ্যে শুরু হতে যাচ্ছে বছরব্যাপী পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সুমহান সম্মানে আযীমুশ শান মাহফিল

যামানার মহান ইমাম মুজতাহিদ, মুজাদ্দিদে যম, ছহিবু সুলত্বানিন নাসির, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যুল আউওয়াল, হাবীবুল্লাহ, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত আস সাফফাহ আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায়, পরিচালনায় মুবারক দিক-নির্দেশনায় পবিত্র রাজারবাগ শরীফ উনার মাঝে বিশ্বে এই প্রথম সুদীর্ঘ ৫৮ দিনব্যাপী অনুষ্ঠিত হলো সাইয়্যিদুল ইয়াদ শরীফ, সাইয়্যিদে ঈদে যম, সাইয়্যিদে ঈদে আকবর পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান সম্মানে আযীমুশ শান মাহফিল সুবহানাল্লাহ!

Thursday, January 30, 2014

সাইয়্যিদাতুনা ছাহিবাতুল কুরআন, আলীমাতুস সুন্নাহ আমাদের প্রাণপ্রিয়া মহামান্য উম্মুল উমাম আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার সুমহান শান ও কারামত

আওলাদুর রসূল, হাবীবাতুল্লাহ, উম্মুল উমাম সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম তিনি ইলম, আমল, ইখলাছে বেমেছাল ব্যক্তিত্ব এবং অতুলনীয় প্রজ্ঞাবতী। ভরপুর ইলমে লাদুন্নীসহ পবিত্র কুরআন শরীফ, পবিত্র তাফসীর শরীফ, পবিত্র হাদীছ শরীফ, শরাহ, ইজমা, ক্বিয়াস, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, ফিকাহ, বিভিন্ন ভাষা বিশেষত আরবী, বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সীর ব্যাকরণ ও সাহিত্য, ইসলামী আইন, প্রচলিত অন্যান্য আইন, চিকিৎসা শাস্ত্র, বিজ্ঞান, গার্হস্থ্য বিজ্ঞান, পোশাক বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, বালাগাত-ফাছাহাত ও হিকমত, সমাজকল্যাণ, গণিত, কালামশাস্ত্র ইত্যাদিসহ ইলম ও হুনরের সকল শাখায় রয়েছে উনার আশ্চর্য রকম বিরল ও ব্যতিক্রমী পা-িত্য। মানুষের জানা ও অজানা যত বিষয় রয়েছে তা সবই রয়েছে উনার জানা। উনার মুবারক দৃষ্টিসীমা এতটাই প্রসারিত যে, উনার কোনো সন্তান তথা মুরীদ কোথায় আছে তা তিনি উত্তমরূপেই জ্ঞাত। (সুবহানাল্লাহ)

Saturday, January 25, 2014

ভোলাহাটের কৃষকরা বোরো চাষে ব্যস্ত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সর্বত্রই বোরো চাষের ধুম পড়েছে একদিকে পর্যাপ্ত পরিমাণে কৃষকদের চাহিদামত সার পাওয়ার নিশ্চয়তায় বিগত মৌসূমের তুলনায় চলতি মৌসূমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশী বোরো উৎপাদন হবে এমনটিই আশা করছে কৃষকরা কৃষি নির্ভরশীল ভোলাহাট উপজেলার প্রায় ৮০ ভাগ পরিবার কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে থাকে এসব পরিবারের মধ্যেই প্রায় ৩৯.১৪ ভাগ পরিবার ভূমিহীণ কৃষক যারা অন্যের জমি বর্গা নিয়ে জমি চাষাবাদ করে পরিবারের সম্পূর্ণ ব্যয়ভার পুষিয়ে বাদবাকী অর্থ দিয়ে কোন রকমে দিনযাপন করে আসছে

Wednesday, January 22, 2014

বাংলাদেশ থেকে ভারতে অবাধে সোনা পাচার ॥ আসছে বিস্ফোরক

ভারত-বাংলাদেশ সীমান্তে বাড়ছে সোনা পাচার। বিমানবন্দরে নজরদারি বাড়াতেই চোরাকারবারিরা সীমান্তকে পাচারের অন্যতম রুট হিসেবে বেছে নিয়েছে বলে মনে করছে ভারতীয় সীমান্ত বাহিনী। এজন্য তারা বাংলাদেশ ঘেঁষা জেলাগুলোতে অতিরিক্ত সতর্কতা জারি করেছে। মাস দেড়েকের মধ্যে সীমান্তে অন্তত তিনটি বড় মাপের সোনার চালান ধরেছে বিএসএফ। ধরা পড়া সোনার পরিমাণ এতটাই বড় মাপের যে পাচার চক্রের জাল কতটা বিস্তৃত তা নিয়ে ব্যাপক উদ্বিগ্ন ভারতীয় প্রশাসন। বাড়ানো হয়েছে বনগাঁ, মুর্শিদাবাদ, মালদহের সীমান্তে সোনা উদ্ধারে বাড়তি চাপ।

ভোলাহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

 ভোলাহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে উপজেলার ৪টি ইউনিয়নের বিভিন্ন এলাকার দু:স্থ শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান বুধবার সকালে উপজেলা মিলনায়তন কক্ষে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।

ভোলাহাটে পলিপ্স পাইল্স সেন্টারের শাখা উদ্বোধন

ভোলাহাট উপজেলার প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলায় পলিপস্ ও পাইলস্ সেন্টারের শাখা অফিসের শুভ উদ্বোধন মঙ্গলবার বিকেলে এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ লক্ষে ব্যবসায়ী আলহাজ্ব সহিমুদ্দিনের সভাপতিত্বে সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি গোলাম কবির,সাধারণ সম্পাদক (অতিরিক্ত) তাজাম্মুল হক আরাফাত, সিনিয়র সাংবাদিক শরিফুল ইসলাম শরীফ, ঔষুধ ব্যবসায়ী আফরাজুল হক বাবু, ব্যবসায়ী আলহাজ্ব এরফান আলীসহ স্থানীয় সূধী ও বিভিন্ন পেশাজীবিরা। এ সময় স্বাগত বক্তব্যে ডা. বেলাল উদ্দিন বলেন, বিজ্ঞান সম্মত অপারেশন ছাড়া মলদ্বার অর্শ্ব, পাইল্স, বুটি, হারিশ, নালি ঘা, হাঁপানী, শ্বাসকষ্ট, এ্যাজমাসহ নানা রোগের চিকিৎসা করা হয়।

Wednesday, January 15, 2014

ভোলাহাটে ইউএনও’র কম্বল বিতরণ

ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেত বুধবার সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে ভাসমান অসহায়দের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন। উপজেলার তাঁতীপাড়া, মেডিকেল মোড়, কাশিমপুর, পীরানচক, আলী সাহাসপুর, দলদলী, বজরাটেক, পঞ্চানন্দপুর, আদাতলার বিধাব ও রাস্তার পাশে রাত কাটানো অসহায়দের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেতের সাথে উপজেলা প্রকল্প বস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, ভোলাহাট প্রেস ক্লাবের সভাপতি গোলাম কবির, সিনিয়ার সংবাদিক ভোলাহাট প্রেস ক্লাবের সদস্য শরিফুল ইসলাম শরীফ ও সাংবাদিক রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

ভোলাহাটে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নব নির্বাচিত এমপি গোলাম মোস্তফাকে গণসংবর্ধনা

 গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয় ছিনিয়ে শপথ গ্রহণের পর মঙ্গলবার ভোলাহাটের নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলীর সভাপতিত্বে চাঁপাইনবাগঞ্জ-২ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাসকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

সাইয়্যিদাতুন নিসা হযরত মা আমিনা আলাইহাস সালাম উনার রচিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ না’ত শরীফ উনার অনুবাদ ও শাব্দিক অর্থ


وَاِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِيْمٍ.
অর্থ: “নিশ্চয়ই আপনি সর্বোত্তম চরিত্র উনার অধিকারী।” (পবিত্র সূরা ক্বলম শরীফ : পবিত্র আয়াত শরীফ ৪)
পবিত্র হামদ শরীফ, পবিত্র না’ত শরীফ, পবিত্র ক্বাছীদা শরীফ লেখা, পাঠ করা, পাঠ করতে সাহায্য করা, শ্রবণ করা ইত্যাদি সবকিছুই খাছ সুন্নতে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অন্তর্ভুক্ত। বাংলায় যাকে গযল ও কবিতা বলা হয়। তবে এসব ক্ষেত্রে গান ও সংগীত শব্দগুলো ব্যবহার করা হারাম নাজায়িয। কারণ, পবিত্র দ্বীন ইসলামে গান ও সংগীত বলতে কিছু নেই। গান, গীতি ও সংগীত শয়তানী ইবলীসী কার্যকলাপ। যা সম্মানিত শরীয়তে সম্পূর্ণ নাজায়িয ও হারাম।

মুবারক হো সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদে ঈদে আ’যম, সাইয়্যিদে ঈদে আকবর, পবিত্র ঈদে বিলাদতে ইমামুল উমাম হযরত মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম।

 ইমামুল উমাম ইমাম মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার নেক ছায়াতলে উপনীত হওয়া বর্তমান যামানায় সবার জন্য ফরয-ওয়াজিব। মুবারক হো সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদে ঈদে আ’যম, সাইয়্যিদে ঈদে আকবর, পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপনের ঘনঘটা উম্মত হিসেবে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি আমাদের মুহব্বতের মাপকাঠির সূচক নির্দেশ করে।

Sunday, January 5, 2014

ভোলাহাটে ৩টি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

ভোলাহাটে ৩টি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটলেও বাকী কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সর্ম্পন্ন হয়েছে জানুয়ারী সকাল ৮টা হতে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ৩টি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও বাকী ২৭টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহন সম্পূর্ন্ন হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদি

: ১০ম জাতীয় সংসদ নির্বাচন রোববার নির্বাচনকে সামনে রেখে প্রশাসন সকল প্রস্তুতি শেষ করেছে ভোটাররা সুষ্টুভাবে ভোট কেন্দ্রে ভোট দিতে পারে এবং এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাহী ম্যাজিস্ট্রেট,্যাব,পুলিশ,বিজিবি,আনসার মোতায়েন করা হয়েছেচাঁপাইনবাবগঞ্জ-২আসন নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট তিনটি উপজেলা নিয়ে গঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচন তফশীল ঘোষনার পর থেকে দলীয় মনোনয়ন প্রার্থী স্বতন্ত্র প্রার্থীরা তাদের গনসংযোগ চালিয়ে গেছেন প্রার্থীদের পোস্টার,লিফলেট,মাইকিং এলাকায় ছোঁয়া পাচ্ছে শীতকে উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়িয়ে নিজেদের অবস্থান ভোট ভিক্ষা চেয়েছেন

ভোলাহাটে বঙ্গবন্ধু ক্লাবে আগুন দিয়েছে দূর্বৃত্তরা

জানুয়ারী দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোলাহাটে ককটেল বিস্ফোরণ আলীগ নেতার মুরগীর খামারসহ বঙ্গবন্ধু ক্লাবে আগুন দিয়েছে দূর্বৃত্তরা বৃহস্পতিবার দিবাগত রাত পৌণে ৮টার সময় মেডিকেল মোড়ে পর পর ২টি ককটেল বিস্ফোরণ ঘটায় পরে গভীর রাতে বজরাটেক গ্রামের উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফরাজুল হক বাবুর মুরগী র্ফামে আগুন দেয় দূর্বৃত্তরা পর দিন শুক্রবার একই সময়ে উপজেলা পরিষদ গেট সংলগ্ন ২টি এবং মেডিকেল মোড়ে ২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গভীর রাতে খালেআলমপুর গ্রামে বঙ্গবন্ধ ক্লাবে আগুন দেয় দূর্বৃত্তরা

Thursday, January 2, 2014

সাইয়্যিদুল আসইয়াদ, সাইয়্যিদুশ শুহূর, শাহরুল আ’যম মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ মাস উনার চাঁদ দেখা গেছে ॥ আগামী ১৬ ছামিন ১৩৮১ শামসী (১৪ জানুয়ারি ২০১৪ ঈসায়ী) সর্বশ্রেষ্ঠ ঈদ, সাইয়্যিদুল আ’ইয়াদ, সাইয়্যিদে ঈদে আ’যম, সাইয়্যিদে ঈদে আকবর পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস অর্থাৎ সাইয়্যিদুল আসইয়াদ, সাইয়্যিদুশ শুহূর, শাহরুল যম হচ্ছে মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ গতকাল ইয়াওমুল খামীসি দিবাগত সন্ধ্যায় রাজধানী ঢাকাসহ দেশের কক্সবাজার, ফেনী, বরিশাল, চট্টগ্রাম- এসব অঞ্চলের প্রতিনিধিরা মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ মাস উনার চাঁদ দেখা যাওয়ার খবর পরিবেশন করেছেন অর্থাৎ আজ ইয়াওমুল জুমুয়াতি বা জুমুয়াবার পহেলা রবীউল আউওয়াল শরীফ সে অনুযায়ী আগামী ১৬ ছামিন ১৩৮১ শামসী (১৪ জানুয়ারি ২০১৪ ঈসায়ী), ইয়াওমুছ ছুলাছায়ি বা মঙ্গলবার পালিত হবে কুল-কায়িনাতের সর্বশ্রেষ্ঠ ঈদ, সাইয়্যিদুল ইয়াদ, সাইয়্যিদে ঈদে যম, সাইয়্যিদে ঈদে আকবর পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

Wednesday, January 1, 2014

ঐতিহাসিক সুমহান বরকতময় ২৮শে ছফর শরীফ- যা পবিত্র নকশবন্দিয়া-মুজাদ্দিদিয়া তরীক্বা উনার ইমাম আফদ্বালুল আউলিয়া হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিছাল শরীফ দিবস

mygnvb cweÎ 28 Qdi kixd| Gw`b cweÎ bKkew›`qv-gyRvwÏw`qv ZixK¡v Dbvi Bgvg, AvdØvjyj AvDwjqv, Bgv‡g ieŸvbx, MvD‡Q mvg`vbx, K¡vBD‡g AvDIqvj nhiZ gyRvwχ` Avj‡d Qvbx ingZzjøvwn AvjvBwn wZwb cweÎ weQvj kixd MÖnY K‡ib|
cweÎ bKkew›`qv-gyRvwÏw`qv ZixK¡v Dbvi Bgvg AvdØvjyj AvDwjqv nhiZ gyRvwχ` Avj‡d Qvbx ingZzjøvwn AvjvBwn Dbvi m¤ú‡K© AvwLix im~j, b~‡i gyRvmmvgm, nvexeyjøvn ûh~i cvK Qjøvjøvû AvjvBwn Iqv mvjøvg wZwb Bikv` gyeviK K‡ib, ÒwnRix GKv`k kZvãxi Avi¤¢Kv‡j gnvb Avjøvn cvK wZwb Ggb GK e¨w³‡K †cÖiY Ki‡eb, whwb GKwU e„nr b~i gyeviK| Dbvi bvg n‡e Avgvi bvg gyeviK Dbvi Abyiƒc| `yB AZ¨vPvix ev`kvni ivRZ¡Kv‡ji gv‡S wZwb Avwef‚©Z n‡eb Ges Dbvi mycvwi‡k AMwYZ gvbyl †e‡nk‡Z cÖ‡ek Ki‡eb|Ó myenvbvjøvn!

ঐতিহাসিক সুমহান বরকতময় ২৮শে ছফর শরীফ; যা ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান আলাইহিস সালাম উনার পবিত্র শাহাদাত মুবারক দিবস

জ পবিত্র ২৮শে ছফর শরীফ- হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্যতম হযরত ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিছাল শরীফ তথা পবিত্র শাহাদাত দিবস।
সম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মর্যাদা মুবারক ও মর্তবা মুবারক সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “(হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি জানিয়ে দিন, আমি তোমাদের নিকট কোনো বিনিময় চাচ্ছি না। আর চাওয়াটাও স্বাভাবিক নয়; তোমাদের পক্ষে দেয়াও কস্মিনকালে সম্ভব নয়। তবে তোমরা যদি ইহকাল ও পরকালে হাক্বীক্বী কামিয়াবী হাছিল করতে চাও; তাহলে তোমাদের জন্য ফরয-ওয়াজিব হচ্ছে- আমার হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে মুহব্বত করা, তা’যীম-তাকরীম মুবারক করা, উনাদের খিদমত মুবারক উনার আনজাম দেয়া।”

সুমহান ২৮শে ছফর শরীফ: পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ উপলক্ষে ভোলাহাট মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও মহিলা আনজুমানের উদ্যোগে আজিমুশ শান মাহফিল অনুষ্ঠিত

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: গতকাল ২৮শে ছফর লাইলাতুল আরবিয়ায়ি বা বুধবার রাতে অর্থাৎ মঙ্গলবার দিবাগত রাতে মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতিমখানা-ভালাহাট-এর উদ্যোগে ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান পবিত্র বিছাল শরীফ দিবস, ঐতিহাসিক পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ ও হযরত মুজাদ্দিদে আলফেছানী উনার পবিত্র বিছাল শরীফ দিবস উপলক্ষে অত্র মাদরাসা প্রাঙ্গনে এক আজিমুশ শান ওয়াজ শরীফ, মীলাদ শরীফ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।