Friday, September 26, 2014

আগামী ০৭ খামীস ১৩৮২ শামসী, ০৬ অক্টোবর ২০১৪ ঈসায়ী, ইয়াওমুল ইছনাইনিল আযীম বা সোমবার শরীফ পবিত্র ঈদুল আযহা

১০ যিলহজ্জ ১৪৩৫ হিজরী মুতাবিক আগামী ৭ খামীস ১৩৮২ শামসী, ৬ অক্টোবর ২০১৪ ঈসায়ী, ইয়াওমুল ইছনাইনিল আযীম বা সোমবার শরীফ বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আযহা।
বিশেষভাবে উল্লেখ্য যে, পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার ২৭ তারিখ হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার পবিত্র শাহাদাত মুবারক গ্রহণ দিবস (যা এবছরের জন্য ২৪ খামীস ১৩৮২ শামসী, ২৩ অক্টোবর ২০১৪ ঈসায়ী)। হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি মসজিদে নামায পড়া অবস্থায় এক মজুসী গোলামের দ্বারা ছুরিকাহত হন। এতে তিনি মারাত্মকভাবে জখম হন। ফলে তিনি ২৩ হিজরী সনের ২৭ যিলহজ্জ, ইয়াওমুস সাবত বা শনিবার ৬৩ বছর বয়স মুবারকে পবিত্র শাহাদত মুবারক গ্রহণ করেন।

ভোলাহাটে আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ভোলাহাট উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির আলোচনা সভা ২৬ সেপ্টেম্বর ২০১৪ ঈ. সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়। আইন-শৃঙ্খলা কমিটির আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শঙ্কর কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভা: আনোয়ারুল ইসলাম আনোয়ার।

Wednesday, September 24, 2014

দেওবন্দী জামাতী খারিজীদের ধর্মব্যবসার লাভজনক আইটেম হজ্জ ব্যবসা ॥ জামাতী-খারিজী মালানা আজিজুলের ৫৩ লাখ টাকার প্রতারণা ॥

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ১৯ জন হজ্জযাত্রীর নিকট হতে ৫৩ লাখ টাকা আত্মসাৎ করে গা-ঢাকা দিয়েছে জামাতী-খারিজী মালানা আজিজুল। স্থানীয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাবওয়ে ট্রাভেলস্ এন্ড হলিডে (৯/৭ তাজমহল রোড, মোহাম্মাদপুর, ঢাকা-১২০৭)-এর স্বত্বাধিকারী খন্দকার সিদ্দিকুর রহমানের ছেলে খন্দকার সাইফুর রহমান জিয়ার স্থানীয় প্রতিনিধি ভোলাহাট উপজেলার বজরাটেক লম্বাটোলা গ্রামের মৃত জেলা শেখ ওরফে বেহুল্লা জেলার ছেলে আজিজুল হক।

Saturday, September 13, 2014

ভোলাহাটে ভ্রাম্যমান আদালাতে খাবর হোটেলসহ ঔষধের দোকানে জরিমানা

ভোলাহাটে হিন্দু ইউএনও (উপজেলা নির্বাহী অফিসার) শংকর কুমার বিশ্বাস সে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পেয়েই ভোলাহাটের নিরীহ মানুষদের কাছে নিজের ক্ষমতার দাপট দেখাতে বিভিন্ন অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে সে ১৩ সেপ্টেম্বর ২০১৪ ঈসায়ী, শনিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থেকে এসআই সুদীপ্ত রেযাসহ থানার ফোর্স নিয়ে উপজেলার মেডিকেল মোড়ে কথিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মোনালিসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে মানসম্মত খাবার পরিবেশন না করার অজুহাতে ৫ শত টাকা; জিনা ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়ার অজুহাতে ২ হাজার টাকা এবং যথাযথ কাগজপত্র না থাকার অজুহাতে ২টি মোটরসাইকেল চালককে ২ শত টাকা করে ও ৪টি ভুটভুটিকে ২ শত টাকা করে জরিমানা করা হয়।

Friday, September 12, 2014

দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির দায়িত্ব যথাযথভাবে পালন বা রক্ষা করাটা আমানতদারির অংশ

দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির দায়িত্ব যথাযথভাবে পালন বা রক্ষা করাটা আমানতদারির মধ্যে পড়ে। রাষ্ট্র, সমাজ, পরিবার- সবক্ষেত্রেই উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত সবাইকে নিজ নিজ ক্ষেত্রে দায়িত্ব পালনে সচেতন হতে হবে। অন্যথায় দুনিয়াতে জবাবদিহিতার পাশাপাশি আখিরাতেও মহান আল্লাহ পাক উনার কাছে দায়িত্বে অবহেলা অথবা দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য জবাবদিহিতার সম্মুখীন হতে হবে এবং কঠিন শাস্তি ভোগ করতে হবে। এ বিষয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই। এ সম্পর্কে আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “তোমাদের সবাই দায়িত্বশীল (রক্ষক) এবং প্রতেককে যার যার দায়িত্ব (রক্ষিত বিষয়) সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।”
মূলত রাষ্ট্রের, সমাজের, পরিবারের প্রতিটি লোকই স্ব-স্ব ক্ষেত্রে দায়িত্বশীল। পিতা তার পরিবারের ক্ষেত্রে দায়িত্বশীল, মাতা সংসারের দেখাশোনা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে দায়িত্বশীল। ছেলেমেয়েদের সভ্য, ভদ্র, নৈতিকতাসম্পন্ন, আল্লাহওয়ালা ও সচ্চরিত্রবান করে গড়ে তোলার দায়িত্ব পিতা-মাতার। এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে ছেলেমেয়ে চরিত্রহীন বা নৈতিকতা বর্জিত হয়ে গড়ে উঠলে প্রথমে এ ব্যর্থতা পিতা-মাতার। পরে তা সমাজের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়।

Monday, September 8, 2014

পৃথিবীতে তাশরীফ নিয়েছেন লখতে জিগারে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম, জামিউল আলক্বাব, সাইয়্যিদুল উমাম হযরত শাহ নাওয়াসা ক্বিবলা আলাইহিস সালাম। এজন্য সর্বোচ্চ খুশি প্রকাশ করা ও সর্বাধিক খিদমতে বিলীন হওয়া উম্মতের জন্য ফরয।

আলহামদুলিল্লাহ! সুবহানাল্লাহ! আল্লাহু আকবার!
সব ছলাত ও সালাম সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম এবং হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের প্রতি। উনাদের উসীলা মুবারকে ১১ যিলক্বদ ১৪৩৫ হিজরী তারিখে পৃথিবীতে ঘটলো বেমেছাল রহমত, বরকতপূর্ণ, সাকীনা ও ফযীলতযুক্ত আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। কাফিরদের মুখে ছাই দিয়ে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক বংশ লতিকায় সংযোজিত হলেন আরেকজন বেমেছাল ফযীলতযুক্ত ও বেমেছাল সম্মানিত আওলাদ। লখতে জিগারে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম, সাইয়্যিদাতুন নিসা, উম্মু আবীহা, হযরত নিবরাসাতুল উমাম আলাইহাস সালাম ও নকশায়ে যুন নূরাইন আলাইহিস সালাম, কুতুবুল আলম, বাবুল ইলম, জামিউল আলক্বাব হাদিউল উমাম হযরত শাহদামাদ ছানী ক্বিবলা আলাইহিস সালাম উনাদের কোলজুড়ে পৃথিবীতে রহমতস্বরূপ ১১ যিলক্বদ ১৪৩৫ হিজরী তারিখে রাত ১:২৫ মিনিটে মহিমান্বিত তাশরীফ রাখলেন লখতে জিগারে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম, সাইয়্যিদুল উমাম, জামিউল আলক্বাব হযরত শাহ নাওয়াসা ক্বিবলা আলাইহিস সালাম।

Sunday, September 7, 2014

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৪ ককটেলসহ মওদুদীবাদী জামাতের দুর্ধর্ষ নেতা গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর এলাকা থেকে ৭ সেপ্টেম্বর (২০১৪) রবিবার দুপুরে ৪টি ককটেলসহ ছাত্রাজিতপুর ইউনিয়ন জামাতের আমির আব্দুল আওয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল আওয়াল নয়ালাভাঙ্গা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের ইলিয়াস উদ্দীনের ছেলে ও রাধাকান্তপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক।

ভোলাহাটে দেড় মাস ধরে ইউএনও নাই ॥ জনদুর্ভোগ চরমে

ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার দেড় মাস পূর্বে বদলী হলেও এখন পর্যন্ত নতুন কর্মকর্তা পদায়ন হয়নি। পাশের গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসারের উপর অতিরিক্ত দায়িত্ব থাকায় নিয়মিত অফিস না হওয়ায় অফিসিয়ালি কাজকর্ম ধীরগতির কারণে চরম দুর্ভোগে পড়েছেন উপজেলাবাসী।

Wednesday, September 3, 2014

সউদী ওহাবীরা যে আসলেই ইহুদী তার জাজ্বল্য প্রমাণ ॥ নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র রওযা মুবারক নিশ্চহ্ন করে দেয়ার উদ্যোগ!

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র রওযা শরীফ পবিত্র মসজিদে নববী শরীফ হতে সরিয়ে ফেলার ষড়যন্ত্র চলছে বলে খবর পাওয়া গেছে। সউদী আরবের ওহাবী সরকারের মদদপুষ্ট একটি প্রভাবশালী গোঁড়া ওহাবী চক্র এ সংক্রান্ত একটি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে বলে ইরানের রেডিও তেহরান এবং ব্রিটিশ পত্রিকা ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ ও ডেইলি মেইল খবর দিয়েছে।
অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র রওযা শরীফ গুঁড়িয়ে দিয়ে উনার জিসিম মুবারক অন্যত্র (অজ্ঞাত স্থানে) সরিয়ে নেয়ার এক ধৃষ্ঠতাপূর্ণ উদ্যোগ নিয়েছে সউদী আরবের ওহাবী-সালাফীরা।

Tuesday, September 2, 2014

কী স্পর্ধা!!! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র রওজা মোবারক গুঁড়িয়ে দিতে চাচ্ছে সউদী ওহাবী সরকার!!!!!

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র রওজা মোবারক গুঁড়িয়ে দিয়ে উনার জিসিম মুবারক অন্যত্র (অজ্ঞাত স্থানে) সরিয়ে নেয়ার এক ধৃষ্ঠতাপূর্ণ উদ্যোগ নিয়েছে সউদী আরবের ওহাবী সরকার।
মুসলমানদের নিকট পবিত্র কা’বা শরীফ উনার পরই দ্বিতীয় পবিত্রতম স্থান হচ্ছে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র রওজা মোবারক।

Monday, September 1, 2014

পিঁপড়া তাড়ানোর কৌশলী উপায়


বাড়িতে পিঁপড়া প্রায় আমাদের সবারই একটা উটকো সমস্যা। ঘরদোর যতই পরিষ্কার করে রাখা হোক না কেন, পিঁপড়ার হাত থেকে রেহাই পাওয়া খুবই জটিল। বিশেষ করে রান্নাঘর বা খাবার ঘর থেকে নাছোড় পিঁপড়া যেতেই চায় না।
বাজারে পিঁপড়া মারার নানারকম ওযুধ কিনতে পাওয়া যায়। তবে এগুলোর বেশিরভাগেই ক্ষতিকর রাসায়নিক পদার্থ থাকায় তা পিঁপড়ার পাশাপাশি মানুষেরও, বিশেষ করে ছোট বাচ্চাদের শরীরের ক্ষতি করে। তাই এই সব এড়িয়ে নিরাপদ উপায়ের সন্ধান সবারই । এখানে এমনই কয়েকটি পদ্ধতির বিবরণ দেয়া হলো, যাতে বিষাক্ত রাসায়নিকের ব্যবহার ছাড়াই বাড়ি পিঁপড়ামুক্ত থাকে।