Monday, March 31, 2014

আজ দিবাগত সন্ধ্যায় পবিত্র জুমাদাল উখরা মাস উনার চাঁদ তালাশ করতে হবে

আজ ২৯শে জুমাদাল উলা (৩১ আশির ১৩৮১ শামসী, ৩১ মার্চ ২০১৪ ঈসায়ী), ইয়াওমুল ইছনাইনিল আযীম বা সোমবার শরীফ দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর বাংলাদেশে (১৪৩৫ হিজরী সনের) পবিত্র জুমাদাল উখরা মাস উনার চাঁদ তালাশ করতে হবে। আজ ইয়াওমুল ইছনাইনিল আযীম বা সোমবার শরীফ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামীকাল ০১ হাদি আশার ১৩৮১ শামসী, ০১ এপ্রিল ২০১৪ ঈসায়ী, ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার হবে ১৪৩৫ হিজরী সনের পবিত্র জুমাদাল উখরা মাস উনার পহেলা তারিখ মুবারক।

রোহিঙ্গা মুসলমানদেরকে ‘বাঙালি’ হিসেবে নিবন্ধিত করছে যালিম বার্মিজ বৌদ্ধরা

মুছে ফেলছে জাতিগত তথা নৃ-তাত্ত্বিক পরিচয়। রোহিঙ্গা মুসলমানদেরকে ‘রেহিঙ্গা’ জাতি হিসেবে নয়; বরং অভিবাসী ‘বাঙালি’ হিসেবে নিবন্ধিত করছে যালিম বার্মিজ বৌদ্ধরা। মূলত, ১৯৮৩ সালে প্রথমবারের মতো আদমশুমারি অনুষ্ঠিত হওয়ার পর থেকেই মিয়ানমারে জাতিগত সংঘাত দানা বাঁধতে শুরু করে। গত ২৯ মার্চ (২০১৪ ঈসায়ী) শনিবার মিয়ানমার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার (৩০ মার্চ -২০১৪) থেকে শুরু হওয়া আদমশুমারিতে দেশটির মুসলমান সম্প্রদায়ভুক্ত নাগরিকরা ‘রোহিঙ্গা’ হিসেবে নিবন্ধিত হতে পারবেন না। তবে ‘বাঙালি’ হিসেবে তারা নিবন্ধিত হতে পারবেন। এর মাধ্যমে গত তিন দশক ধরে চলা এই জাতিগত সংঘাতকে এবার সরকার প্রকাশ্যে উসকে দিলো।

Sunday, March 30, 2014

ফারাক্কার বিরূপ প্রভাবে পানিশূন্য ৪ নদী

ফারাক্কার একতরফা পানি প্রত্যাহার ও শুষ্ক মৌসুমের শুরুর সঙ্গে সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা, মহানন্দা, পাগলা ও পূনর্ভবা নদী পানিশূন্য এবং বিশাল চর জেগে ওঠায় সেচ সুবিধা এখন হুমকির মুখে।

এক সময়ের খরস্রোতা পদ্মা, মহানন্দা, পাগলা ও পূনর্ভবা নদী গত দু’দশক ধরে ভরাট হয়ে এখন পুরোপুরি নাব্যতা হারিয়েছে। এর প্রধান কারণ হচ্ছে পদ্মার উজানে ভারতের ফারাক্কা বাঁধ। ভারত গঙ্গার পানি চুক্তি অনুযায়ী শুষ্ক মৌসুমে পানি না দেয়ায় এখন নদীগুলোর দু’ধারে বিশাল বিশাল চর জেগে উঠেছে। ভারত ফারাক্কায় শুধু বাঁধ দেয়নি, পাশাপাশি নদীর গতিপথ পরিবর্তন করে মরা ভাগিরথী নদীকে খনন ও শাসন করে তারা নদীর দু’ধারে সেচ সুবিধা দিয়ে খাদ্য উৎপাদনে সফলও হয়েছে।

Friday, March 28, 2014

বাংলাদেশবিদ্বেষী রাজাকার রবীন্দ্রের গান ‘সোনার বাংলা’ গিনেজে, কিন্তু ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত ‘জাতীয় পতাকা’ পায়ের নিচে

গত বুধবার ২৬ মার্চ (২০১৪ঈ.) লাখো কণ্ঠে কথিত জাতীয় সংগীত গেয়ে রেকর্ড সৃষ্টি হলো। নাম উঠে গেল গিনেজ বুক ওয়ার্ল্ড রেকর্ডে। এতে খরচ হলো কমবেশি ৯০ কোটি টাকা। একসাথে এতো মানুষ কথিত জাতীয় সংগীত গেয়ে বিশ্বরেকর্ড হলো কিন্তু সেই রেকর্ড অনুষ্ঠানেই পদদলিত হলো লক্ষ শহীদের রক্ত ও অসংখ্য বীরাঙ্গনার সম্ভ্রমের বিনিময়ে অর্জিত লাল সবুজ পতাকা, স্বাধীনতার পতাকা।

Thursday, March 27, 2014

ভোলাহাটে দিনব্যাপী নানা আয়োজনে পালিত হয়েছে স্বাধীনতা দিবস


গতকাল বুধবার ভোলাহাটে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। গতকাল বুধবার ভোলাহাট উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাগণের স্মরণে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল ভোলাহাট প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন অংশ গ্রহন করে। সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন ও ডিসপ্লে প্রদর্শন, সাড়ে ৯টায় শহীদ মুক্তিযোদ্ধা কামাল উদ্দিনের কবর জিয়ারত, সাড়ে ১০টায় রচনা ও দেয়াল লেখন।

Wednesday, March 26, 2014

বাংলাদেশ সৃষ্টির বিরোধিতাকারী তথা রাজাকার রবীন্দ্র ঠগের রচিত গান কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে??

“১৯৭১ এ জামাত স্বাধীন বাংলাদেশের বিরোধিতা করায় রাজাকার হলে,
১৯০৫ সালে পূর্ববঙ্গ তথা বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করায় রবীন্দ্রনাথ কেন রাজাকার হবে না??
আর একটা রাজাকারের রচিত গান কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে??
তাই অবিলম্বে রবীন্দ্রনাথ রচিত কথিত ‘জাতীয় সঙ্গীত’ বাতিল করে
উম্মু রসুলিল্লাহ ত্বহিরা তইয়িবা হযরত আমিনা আলাইহাস সালাম উনার রচিত সুমহান নাত শরীফ উনাকে জাতীয়ভাবে পাঠ করা হোক।”

আজ মহান স্বাধীনতা দিবস ॥ ৪৩ বছর আগে এই দিনে বিশ্ব মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়


পদ্মা মেঘনা যমুনা বিধৌত ব-দ্বীপের দেশ এই সোনার বাংলাদেশ শতকরা ৯৭ ভাগ মুসলমান অধ্যুষিত। বহু নদী বেষ্টিত এ ভূ-ভাগের এক বড় অর্জন- বাঙালি মুসলমানদের অনন্য এক ইতিহাস, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ।

Sunday, March 23, 2014

পিলে চমকানো সেতু




অনেক উঁচু বা ভাঙাচোরা সেতু পেরুবার অভিজ্ঞতা হয়তো অনেকেরই আছে। যারা সাহসী তারা অনায়াসে এসব সেতু পার হয়ে গেলেও দুর্বল হৃদয়ের মানুষদের জন্য সেতুগুলো আতঙ্কই বটে। তবে এখন যে সেতুগুলোর কথা বলব, সেগুলো কিন্তু প্রায়ই পিলে চমকে দেয় সাহসী ব্যক্তিদেরও। চলুন তাহলে জেনে নেয়া যাক সেই ভয়ঙ্কর সেতুগুলোর কথা।

মহান খোদা পাকের বিস্ময়কর সৃষ্টির ১০টি আশ্চর্যজনক দৃশ্যমান প্রাকৃতিক রূপ


সৃষ্টি আর ধ্বংস মিলিয়ে খোদা পাকের রহম্যময় প্রকৃতি এক অপার বিস্ময়। পৃথিবীজুড়ে থাকা এমন সেরা ১০টি প্রাকৃতিক বিস্ময় খোদাপ্রেমিক জ্ঞান-পিপাসুদের জন্য তুলে ধরা হলো।

Saturday, March 22, 2014

সোনারঙের হাতছানি দিয়ে ডাকছে ‘সোনারচর’

ভূমিকা:
সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়ছে দিগন্তরেখা ছুঁয়ে যাওয়া বিস্তৃত সৈকতের বুকে। ফেনিল নোনা পানিতে ভেজা তটরেখায় লাল কাঁকড়াদের ছুটাছুটি। খানিক দূরে ঝাউ বাগানের ভেতর দিয়ে বয়ে চলা বাতাসের শো শো আওয়াজ। ঝাউ গাছের ঝরা পাতাগুলো শুকনো বালুর উপর যেন কার্পেটের নরম বিছানা পেতে রেখেছে। এর মাঝে পাখিদের কলকাকলি সমুদ্রসৈকতের অপরূপ রূপকে করে তুলেছে আরও আকর্ষণীয়। এ হচ্ছে সোনারচরের সৌন্দর্যের এক ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশ।
18

Thursday, March 20, 2014

পবিত্র দ্বীন ইসলাম উনার শিক্ষা- ‘সদাচরণ’

একজন মুসলমান উনার জীবনকে অবশ্যই সদাচরণের আদর্শে গড়ে তুলতে হবে। সততায় মুসলমানকে হতে হবে আদর্শবান। প্রত্যেক মুসলমানকে হতে হবে সত্যবাদী। হতে হবে মানবদরদী, পরোপকারী। আমরা যদি নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দিতে চাই, তবে নিজেদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে আমাদের আচরণে অর্থাৎ কথা ও কাজে অন্য কোনো মানুষ যেন কষ্ট না পায়। এ প্রসঙ্গে খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “প্রকৃত মুসলমান সে-ই, যার জবান ও হাত থেকে অন্যরা নিরাপদ থাকে।”

Sunday, March 16, 2014

পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উপলক্ষে বজরাটেক মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতীমখানা’র উদ্যোগ “জ্ঞানমূলক প্রতিযোগিতা”

৭৮৬
পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উপলক্ষে
বজরাটেক মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতীমখানা’র উদ্যোগ
“জ্ঞানমূলক প্রতিযোগিতা”
 

 নিয়ামাবলী:
১. এই প্রতিযোগিতা শুধুমাত্র ভোলাহাট উপজেলার সকল ছাত্র-ছাত্রীদের জন্য উন্মুক্ত। স্কুল, কলেজ, ভকেশনাল, কারিগরি কলেজসহ সমস্ত আলিয়া মাদরাসা ও হিফজ মাদরাসার ছাত্র-ছাত্রীরা অংশ্রগ্রহণ করতে পারবেন।
২. স্পষ্ট অক্ষরে ফরমের নির্দিষ্ট জায়গায় উত্তর লিখতে হবে।
৩. একজন ব্যক্তি একাধিক ফরম সংগ্রহ করতে পারবেন। তবে অন্য ছাত্র/ছাত্রীর নামে জমা দিতে হবে।
৪. সমান নম্বরপ্রাপ্ত একাধিক বিজয়ীকে লটারীর মাধ্যমে বাছাই করা হবে
৫. আয়োজক মাদরাসাছাত্র ও আনজুমানে আল বাইয়্যিনাত-এর ছাত্র ভাইগণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।
৬. প্রতিটি ফরম মাত্র ১০ টাকা হাদিয়া দিয়ে সংগ্রহ করতে হবে।

Wednesday, March 12, 2014

বর্তমান বিশ্বে মুসলিমা মহিলাদের একমাত্র রাহগীর সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার তাজদীদ মুবারক-এর দাপটে বাতিলপন্থীরা শঙ্কিত

বর্তমান মুসলিমারা যখন সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার মুবারক তাজদীদী কাফিলায় দাখিল হচ্ছে, উনার পবিত্র ছোহবতে তেজোদ্দীপ্ত কণ্ঠে নূরানী মুবারক বয়ান শুনে বদআক্বীদা সম্পন্নদের আক্বীদা শুদ্ধ হচ্ছে, বেনামাযী নামাযী হচ্ছে, বেপর্দা পর্দানশীন হচ্ছে, বেহায়া হায়া পাচ্ছে, বেআমল আমলদার হচ্ছে, একজন সাধারণ শিক্ষিতা মহিলাও আলিমাতে পরিণত হচ্ছে। এককথায় উনার মুবারক ছোহবতে মহিলারা যখন হাক্বীক্বী আল্লাহওয়ালীতে পরিণত হচ্ছে, সাথে সাথে উনার তাজদীদী কাজে শরীক হয়ে সমস্ত মুসলিমা মা-বোনদের হক্বের দাওয়াত দিচ্ছে; আমাদের তথা মুসলিমাদের রাহগীর, মুসলিমাদের হাদী হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার সম্পর্কে মা-বোনদের অবহিত করছে, বাতিলপন্থী তথা ইবলিশের অনুসারীদেরকে চিহ্নিত করে দিচ্ছে।

Tuesday, March 11, 2014

পবিত্র ৯ই জুমাদাল ঊলা শরীফ নিয়ামতপূর্ণ, বরকতপূর্ণ, সাকীনাপূর্ণ, মাগফিরাত ও নাজাতপূর্ণ দিন

মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “(হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি জানিয়ে দিন, আমি তোমাদের নিকট কোনো বিনিময় চাচ্ছি না। আর চাওয়াটাও স্বাভাবিক নয়; তোমাদের পক্ষে দেয়াও কস্মিনকালে সম্ভব নয়। তবে তোমরা যদি ইহকাল ও পরকালে হাক্বীক্বী কামিয়াবী হাছিল করতে চাও; তাহলে তোমাদের জন্য ফরয-ওয়াজিব হচ্ছে- আমার হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে মুহব্বত করা, তা’যীম-তাকরীম মুবারক করা, উনাদের খিদমত মুবারক উনার আনজাম দেয়া।” (পবিত্র সূরা শুরা শরীফ : পবিত্র আয়াত শরীফ ২৩)
আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মুহব্বত মুবারক করা সম্পর্কে ইরশাদ মুবারক হয়েছে, “সম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে মুহব্বত করা হচ্ছে ঈমান আর উনাদের প্রতি বিদ্বেষ পোষণ করা কুফরী।

Monday, March 10, 2014

রাজারবাগ শরীফ থেকে প্রকাশিত ‘দৈনিক আল ইহসান শরীফ’ ও ‘মাসিক আল বাইয়্যিনাত শরীফ’-এ প্রকাশিত কতিপয় বক্তব্য কাটছাঁট করে নাম-ঠিকানাবিহীন অবৈধ লিফলেট প্রকাশকারী বেলেল্লা আজাজিলের জিহালতী ও গুমরাহীর সংক্ষিপ্ত জাওয়াব

আল বাইয়্যিনাতশব্দের অর্থই হচ্ছে অকাট্য, স্পষ্ট, উজ্জ্বল, প্রকাশ্য প্রমাণ্য দলীলসমূহ। মহান আল্লাহ পাক উনার রহমতে এবং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ইহসান মুবারক উনার উসীলায় মাসিক আল বাইয়্যনাত শরীফ দৈনিক আল ইহসান শরীফ উনাদের মধ্যে শুরু থেকে পর্যন্ত কোনো লেখাই বিনা দলীলে লেখা হয়নি। অর্থাৎ কোনো একটি বক্তব্যও কেউ কোনোদিন পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের খিলাফ প্রমাণ করতে পারবে না ইনশাআল্লাহ!

হাদীউল উমাম সাইয়্যিদুনা হযরত শাহদামাদ ছানী ক্বিবলা আলাইহিস সালাম জিন্দাবাদ!

পবিত্র ৯ই জুমাদাল ঊলা শরীফ। এ তারিখ ও মাসটি মর্যাদাম-িত হওয়ার পিছনে অন্যতম একটি উপলক্ষ হচ্ছে এ মুবারক দিনটিতে পবিত্র বিলাদত শরীফ গ্রহণ করেছেন মহান আল্লাহ পাক উনার মনোনীত বান্দা ও ওলী, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মনোনীত উম্মত, নায়িব ও ওয়ারিছ এবং যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার সুমহান মুজাদ্দিদ ও ইমাম, মুজাদ্দিদ আ’যম ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম এবং সাইয়্যিদাতুন নিসা, হাবীবাতুল্লাহ, উম্মুল উমাম হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনাদের মনোনীত, পছন্দনীয়, কবুলকৃত, ¯েœহধন্য শাহ দামাদ ছানী ক্বিবলা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ!

Saturday, March 8, 2014

গঙ্গা চুক্তি, সীমান্ত চুক্তিতে ভারতের বিশ্বাসঘাতকতার পর ট্রানজিট চুক্তিতে ভারত কি বিশ্বাস রাখবে?

ভারতের মালউন মুশরিকরা জাতিগতভাবে চাটুকার  ও বিশ্বাসঘাতক। নিজের স্বার্থ উদ্ধারে আশ্বাস আর প্রতিশ্রুতি দিতেও পটু তারা। আর তাই দেখা যায়- বঙ্গবন্ধু থেকে শুরু করে জিয়া-এরশাদ-খালেদা পেরিয়ে আজকের হাসিনা পর্যন্ত যে সরকারই ভারতীয় মালউনদের সাথে যে চুক্তিই করুক না কেন এর কোনোটিই মালউন মুশরিকরা রাক্ষা করেনি।

Friday, March 7, 2014

রুশ আগ্রাসনে শঙ্কিত ক্রিমিয়ার তাতারী মুসলিমরা


ইউক্রেনের স্বায়ত্তশাসিত এবং কার্যত রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়া উপদ্বীপের দিকে এখন বিশ্ববাসীর দৃষ্টি অনেকের মনেই আশঙ্কা- ক্রিমিয়া কী বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হবে? এসব জল্পনা-কল্পনা শঙ্কার মাঝেই আবার আলোচনায় উঠে এসেছে ক্রিমিয়ার মুসলমানদের দুর্দশার ইতিবৃত্ত বস্তুত রাশিয়ার জবরদখলে যাওয়ার আশঙ্কা নিয়ে এখন কঠিন সময় পার করছেন ক্রিমিয়ার মুসলমানরা

Thursday, March 6, 2014

হায়!৯৭ ভাগ জনগোষ্ঠী মুসলমানের বাংলাদেশে মুসলমানরাই কত নিদারুন অসহায় ও নিগৃহীত!! মুসলিম বিবেক জেগে উঠবে কি?

সংখ্যালঘুসংখ্যালঘু বলে যে ইসলামবিদ্বেষী পত্রিকাটি গলা ফাটায়, সংখ্যালঘুর উপর কল্পিত হামলার বিবরণ যে পত্রিকাটি ঢেলে সাজায়, সংখ্যালঘুর গায়ের উপর আঁচর লাগলে যে পত্রিকাটি সংখ্যালঘুর উপর সাম্প্রদায়িক হানাহানির ঢালাও খবর প্রকাশ করে; সে পত্রিকাটিও নির্মম নিষ্ঠুর এবং অকাট্য সত্যের প্রেক্ষিতে দিনাজপুরের কর্ণাইয়ে মুসলমানদের উপর সংখ্যালঘু হিন্দু এবং হিন্দুতোষণকারী আ’লীগ সরকারের প্রশাসনের যুগপৎ হামলার বিষয়টি সংক্ষেপে হলেও প্রকাশ করতে বাধ্য হয়েছে

আত্মশুদ্ধির দুটি কথা

১. অবাধ্য নফসকে সাজা দেয়ার উপায়:
একবার আমিরুল মুমিনীন খলীফাতুল মুসলিমীন হযরত উমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম তিনি কোমরে পানির মশক বহন করে মুসলমানগণ উনাদেরকে পানি পান করাচ্ছিলেন এক ব্যক্তি প্রশ্ন করলেন, এত লোক থাকতে আপনার কাজ করার কারণ কী? তখন তিনি বললেন, কয়েকজন লোক এসেছিলেন, তারা আমার উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন এতে আমার অন্তর খুশি হয়েছিল তাই আমি কাজ করে আমার নফসকে শিক্ষা দিচ্ছি

Wednesday, March 5, 2014

পবিত্র ইসলামী তর্জ-তরীক্বা পালনেই মহিলাদের প্রকৃত মুক্তি নিহিত ॥ আর প্রকৃত পবিত্র দ্বীন ইসলাম পালনে উম্মুল উমাম হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার মুবারক ছোহবত অত্যাবশ্যক

আমরা মুসলমান। মুসলিম দেশ হিসেবে আমাদের এই দেশটা পৃথিবীর কাছে অতি পরিচিত। আমরা গর্ব করে বলি- ‘আমরা মুসলমান’ এবং ‘আমরা বাংলাদেশী’। আজকের প্রেক্ষাপটে রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যেও      দেশে প্রতিবছর পালিত হচ্ছে, কথিত ‘আন্তর্জাতিক নারী দিবস’। এ উপলক্ষে দেশের এবং বাইরের তথাকথিত   বরেণ্য ব্যক্তিরা যখন নারীবাদের এবং নারীমুক্তি আন্দোলনের সাফাই গায়; তখনই মনে ভাবনার উদয় হয়- ‘নারীমুক্তি’ নিয়ে আমাদেরও কিছু বলার আছে। প্রথমেই বলেছি- ‘আমরা মুসলমান’ কিন্তু এই মুসলমানদের মধ্যে শুধু পুরুষ পড়ে না, মহিলারাও পড়ে অর্থাৎ ‘মুসলিমা মহিলারাও এর অন্তভুক্ত’।  আজকের        প্রেক্ষাপটে নারীমুক্তির যে চিত্র চিত্রায়িত হয় তা নিদারুণ বিভীষিকাময়, ভয়াল আর্তনাদের এবং পাপ-পঙ্কিলতায় ডুবে থাকা এক রূঢ় সত্য। ‘আমরা মুসলমান’। আমাদের সংস্কৃতি বা        Culture  হবে পবিত্র ইসলামী নিয়ম-নীতি, তর্জ-তরীক্বা অনুযায়ী।