যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আইম্মাহ, মুহইউস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, ক্বইয়ূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যূল আউওয়াল, সুলত্বানুন নাছীর, হাবীবুল্লাহ, জামিউল আলক্বাব, আওলাদে রসূল, মাওলানা সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার নেক দৃষ্টি ফয়েয-তাওয়াজ্জু ও দয়া-দান ইহসানে ভোলাহাট আনজুমানের উদ্যোগে মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতিমখানা (মুন্সিগঞ্জ, বজরাটেক, ভোলাহাট) প্রাঙ্গনে ঐতিহাসিক পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ উপলক্ষে-২৬শে ছফর রাতে অত্র মাদরাসা প্রাঙ্গনে গত মঙ্গলবার ২৬ ছফর-১৪৩৭ হিজরী দিবাগত রাতে এক আযীমুশ শান ওয়াজ শরীফ, মীলাদ শরীফ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
Wednesday, December 9, 2015
পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে- ভোলাহাটে মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসায় ৫ তলাবিশিষ্ট মসজিদ ভবনের ছাদ ঢালাই সম্পন্ন
যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আইম্মাহ, মুহইউস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, ক্বইয়ূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যূল আউওয়াল, সুলত্বানুন নাছীর, হাবীবুল্লাহ, জামিউল আলক্বাব, আওলাদে রসূল, মাওলানা সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার খাছ দোয়া মুবারকে গত ২৪ ছফর-১৪৩৭ হিজরী (৭ ডিসেম্বর-২০১৫) সোমবার মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসা ও ইয়াতিমখানা (মুন্সিগঞ্জ, বজরাটেক, ভোলাহাট) চত্বরে নির্মাণাধীন ৫ তলাবিশিষ্ট মসজিদ ভবনের প্রথম তলার ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে। (আল-হামদুলিল্লাহ)।
Wednesday, December 2, 2015
এরপরও ওইসব ‘অমুসলিমরা’ কি করে নিজেদের ‘সভ্য’ দাবি করে?
কানাডা:
১ বছরেই এ দেশে সম্ভ্রমহরণের রিপোর্টেড কেসের সংখ্যা ২৫ লাখের বেশি। যা মোট রেপ কেসের মাত্র ৬ ভাগ। এদেশের প্রতি ৩ জন নারীর মধ্যে ১ জন নারী যৌন হয়রানির শিকার হয় কিন্তু মাত্র ৬ শতাংশ রিপোর্ট করা হয়।
জার্মানি:
এখানে শুধু কেবল সম্ভ্রমহরণই নয়, বরং সম্ভ্রমহরণের পর প্রায় আড়াই লক্ষ নারী ও শিশু মৃত্যুমুখে পতিত হয়েছে ২০১৩ সালে। প্রতিবছর জার্মানিতে নারীদের শ্লীলতাহানির রিপোর্ট করা হয় প্রায় ১ লক্ষের মতো।
Monday, November 23, 2015
Monday, November 16, 2015
ইতিহাসের পাতায় ওলীআল্লাহগণ উনাদের অঢেল অর্থ খরচের উদাহরণ এবং সেই অর্থের প্রতি হিন্দুদের লোলুপ মনোবৃত্তি
চিশতীয়া তরীক্বা উনার একজন প্রধান ওলীআল্লাহ হযরত নিযামউদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি। দিল্লীতে ছিল উনার খানকা শরীফ। ইতিহাসে লেখা রয়েছে, খানকা শরীফ ও লঙ্গরখানার খরচ বহনের জন্য তিনি উনার খাদিমকে নির্দেশ মুবারক দিয়ে রেখেছিলেন, যদি কখনো অর্থের দরকার হয় অমুক তাকের মধ্যে হাত দিতে। প্রয়োজনীয় অর্থ সেখানেই কুদরতীভাবে পাওয়া যেতো।
শুধু হযরত নিযামউদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি তিনি নন, বরং গোটা ইতিহাসেই ওলীআল্লাহগণ উনাদের অঢেল অর্থ খরচের ইতিহাস পাওয়া যায়। চিশতীয়া তরীক্বা উনার অন্যতম আরো একজন ওলীআল্লাহ হলেন হযরত আলাউল হক রহমতুল্লাহি আলাইহি। উনার খানকা শরীফ ছিল তৎকালীন বাংলার রাজধানী পান্ডুয়ায়। তিনি উনার খানকা শরীফে এতো অর্থ খরচ করতেন যে, তৎকালীন বাংলার বাদশাহ সিকান্দার শাহও তার রাজকোষ থেকে এতো অর্থ খরচ করতে পারতেন না।
Friday, November 13, 2015
পবিত্র ছফর শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি ॥
=================================
* আগামী ২৬ ছফর ১৪৩৭ হিজরী হিসেবে আগামী
১০ সাবি’ ১৩৮৩ শামসী, ৯ ডিসেম্বর ২০১৫ ঈসায়ী পালিত হবে- ‘পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ’।
* আর পবিত্র ২৮ ছফর শরীফ (১২ সাবি’ ১৩৮৩ শামসী, ১১ ডিসেম্বর
২০১৫ ঈসায়ী)
সাইয়্যিদুনা ইমামুছ ছানী মিন
আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার
এবং দ্বিতীয় সহস্রাব্দের মহান
মুজাদ্দিদ হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনাদের পবিত্র বিছালী শান
মুবারক প্রকাশ করার সুমহান দিবস।
=====================================
গতকাল ইয়াওমুল খামীস বা বৃহস্পতিবার
দিবাগত সন্ধ্যায় ১৪৩৭ হিজরী সনের পবিত্র ছফর শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি। আকাশ পরিষ্কার
থাকলেও রাজধানী ঢাকাসহ সারাদেশের কোথাও পবিত্র ছফর শরীফ মাস উনার চাঁদ দেখতে পাওয়া
যায়নি। মূলত, মহাকাশ বিজ্ঞানের হিসাব অনুযায়ী চাঁদ দেখা যাওয়ার অবস্থানে ছিল না। তাই আজ ইয়াওমুল জুমুয়াহ বা
জুমুয়াবার পবিত্র মুহররমুল হারাম শরীফ মাস উনার ৩০ দিন পূর্ণ হওয়ার পর আগামীকাল ১৬
সাদিস ১৩৮৩ শামসী,
১৪ নভেম্বর ২০১৫ ঈসায়ী, ইয়াওমুস সাব্ত বা শনিবার পবিত্র ছফর
শরীফ মাস উনার পহেলা তারিখ।
Saturday, November 7, 2015
মহিমান্বিত ২৫ মুহররমুল হারাম শরীফ- ইমামুর রবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সুলত্বানুল আউলিয়া, পেশওয়ায়ে দ্বীন, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত ইমাম যাইনুল আবিদীন আলাইহিস সালাম উনার পবিত্র শাহাদাত দিবস।
======
মিডিয়া সবার মৃত্যু বা ইন্তেকালের খবর প্রচার করে না। কিন্তু মিডিয়া যাদের মৃত্যুবরণের খবর ফলাও করে ছাপায়, তারা সম্মানিত দ্বীন ইসলাম উনার সুমহান মূল্যবোধের আলোকে কোনো মূল্যায়নের তবকায় পড়ে না। তদুপরি মিডিয়ায় আজকাল মুসলমানের মৃত্যুবরণের ক্ষেত্রে ইন্তিকাল শব্দটিও ব্যবহার করা হয় না। শিরোনাম হয়, “তিনি চলে গেলেন না ফেরার দেশে”, অমুকের জীবনাবাসন”, “তিনি আর নেই”, “চির নিদ্রায় শায়িত”, “অমুকের মহাপ্রয়াণ”, “তার চলে যাওয়াটা কি খুব জরুরী ছিল?” ইত্যাদি ইত্যাদি।
বলাবাহুল্য, মিডিয়ার শিরোনামে প্রতিভাত হয় যে, মিডিয়া মৃত্যু পরবর্তী জনম সম্পর্কে নিরেট অন্ধকারে আছে। অজ্ঞতায় আছে। অবিশ্বাসে আছে এবং তথ্যগত অপূর্ণতায় আছে। অথচ পবিত্র কুরআন শরীফ উনাকে পুরো বিশ্বাস করলেই কেউ কেবলমাত্র মুসলমান হওয়া যায়। আর পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “আমি শুকনা ও ভিজা কোনোটাই এ কিতাবে বর্ণনা করতে ছাড়িনি।”
মিডিয়া সবার মৃত্যু বা ইন্তেকালের খবর প্রচার করে না। কিন্তু মিডিয়া যাদের মৃত্যুবরণের খবর ফলাও করে ছাপায়, তারা সম্মানিত দ্বীন ইসলাম উনার সুমহান মূল্যবোধের আলোকে কোনো মূল্যায়নের তবকায় পড়ে না। তদুপরি মিডিয়ায় আজকাল মুসলমানের মৃত্যুবরণের ক্ষেত্রে ইন্তিকাল শব্দটিও ব্যবহার করা হয় না। শিরোনাম হয়, “তিনি চলে গেলেন না ফেরার দেশে”, অমুকের জীবনাবাসন”, “তিনি আর নেই”, “চির নিদ্রায় শায়িত”, “অমুকের মহাপ্রয়াণ”, “তার চলে যাওয়াটা কি খুব জরুরী ছিল?” ইত্যাদি ইত্যাদি।
বলাবাহুল্য, মিডিয়ার শিরোনামে প্রতিভাত হয় যে, মিডিয়া মৃত্যু পরবর্তী জনম সম্পর্কে নিরেট অন্ধকারে আছে। অজ্ঞতায় আছে। অবিশ্বাসে আছে এবং তথ্যগত অপূর্ণতায় আছে। অথচ পবিত্র কুরআন শরীফ উনাকে পুরো বিশ্বাস করলেই কেউ কেবলমাত্র মুসলমান হওয়া যায়। আর পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “আমি শুকনা ও ভিজা কোনোটাই এ কিতাবে বর্ণনা করতে ছাড়িনি।”
Thursday, November 5, 2015
দুনিয়ার রিযিক পৃথিবীতে আসার পূর্বেই দান করা হয়েছে; কিন্তু পরকালের পাথেয় অর্জন করতে হবে দুনিয়া থেকেই
পার্থিব জীবন-যাপন করতে অর্থের যেমন প্রয়োজন, তেমনি পরকালে মিযানে হিসাব নিকাশে ছওয়াব প্রয়োজন। এই দুনিয়ায় অর্থ উপার্জনের ব্যবস্থা থাকলেও আখিরাতে ছওয়াব অর্জনের ব্যবস্থা নেই।
এই পৃথিবীতেই অর্থ এবং ছওয়াব অর্জন করতে হবে। যারা পরকালের বিষয়টায় উদাসীন তাদের দুঃখের সীমা থাকবে না। ইহকালে অর্জিত সম্পদে মৃত্যুর সাথে সাথে অধিকার হারাতে হবে। কিন্তু পরকালের জন্য অর্জিত নেক বা পুণ্য মৃত্যুর পরও থাকবে।
এই পৃথিবীতেই অর্থ এবং ছওয়াব অর্জন করতে হবে। যারা পরকালের বিষয়টায় উদাসীন তাদের দুঃখের সীমা থাকবে না। ইহকালে অর্জিত সম্পদে মৃত্যুর সাথে সাথে অধিকার হারাতে হবে। কিন্তু পরকালের জন্য অর্জিত নেক বা পুণ্য মৃত্যুর পরও থাকবে।
Friday, October 30, 2015
সউদি ওহাবী সরকার মুসলমান নয়, ইহুদি
জাজিরাতুল আরবকে মুসলমান সম্মান করে বিধায় এর শাসকগোষ্ঠীর প্রতি মুসলমানদের দুর্বলতা থাকে। আর এ দুর্বলতাকে পুরোপুরি অপব্যবহার করছে ইহুদি সউদি ওহাবী সরকার । কিন্তু কিছু বকলম , অজ্ঞ ,অথর্ব মুসলমান তাদের হাক্বিকত ফাস হবার পরেও বিশ্বাস করতে চায়না যে সউদি ওহাবী সরকার মুসলমান নয়। সউদি ওহাবী সরকার এর জীবনপ্রনালী , চালচলন, কাজ কর্ম কখনোই ইসলাম এর সাথে খাপ খায়না । সউদি উহুদি ওহাবী সরকার এর সকল কাজ কর্ম ইসলাম এর খিলাপ। হেন অপকর্ম নাই যা সউদি ওহাবী সরকার করছেনা ।
Wednesday, October 28, 2015
আসল সন্ত্রাসী কারা? মুসলমান না কাফিররা?
================================
১. হিটলার ১ কোটি ১০ লক্ষ মানুষকে হত্যা করেছিলো। সে কিন্তু মুসলিম ছিলো না, ছিলো খ্রিস্টান।
২. জোসেফ স্টালিন ২ কোটি মানুষকে হত্যা করেছিলো। সেও মুসলমান ছিলো না। নাস্তিক দাবি করতো।
৩. মাওসেতুং দেড় থেকে ২ কোটি মানুষকে হত্যা করেছিলো। সেও মুসলমান ছিলো না। নাস্তিক দাবি করতো।
৪. মুসলিনি (ইতালিয়ান ফ্যাসিস্ট) ৪ লাখ হত্যা করেছিলো, সেও মুসলমান ছিলো না।
১. হিটলার ১ কোটি ১০ লক্ষ মানুষকে হত্যা করেছিলো। সে কিন্তু মুসলিম ছিলো না, ছিলো খ্রিস্টান।
২. জোসেফ স্টালিন ২ কোটি মানুষকে হত্যা করেছিলো। সেও মুসলমান ছিলো না। নাস্তিক দাবি করতো।
৩. মাওসেতুং দেড় থেকে ২ কোটি মানুষকে হত্যা করেছিলো। সেও মুসলমান ছিলো না। নাস্তিক দাবি করতো।
৪. মুসলিনি (ইতালিয়ান ফ্যাসিস্ট) ৪ লাখ হত্যা করেছিলো, সেও মুসলমান ছিলো না।
Tuesday, October 27, 2015
পাহাড়ে প্রলোভনের ফাঁদে ফেলে দরিদ্র মুসলমানদেরকে ধর্মান্তরিত করছে মিশনারীরা ॥ * নাইক্ষ্যংছড়িতে ৭ মুসলিম নারী-পুরুষকে খ্রিস্টধর্মে ধর্মান্তরিতকরণের চঞ্চল্যকর তথ্য ফাঁস : আটক ১
====================
উপজাতিদের
পাশাপাশি এবার বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৭ মুসলিম নারী-পুরুষকে খ্রিস্টধর্মে ধর্মান্তরিতকরণের
চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গত রোববার ২৫ অক্টোবর-২০১৫
ধর্মান্তরিত হওয়া এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
প্রাপ্ত
তথ্যে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম দোছড়ি ইউনিয়নের অসহায় গরিব
বাসিন্দা আয়াজের ছেলে মতিউর রহমান, নুরুল হাকিমের ছেলে আবছার, সৈয়দ আলম নাগু’র ছেলে দেলোয়ার হোসেন, ছালেহ আহমদের স্ত্রী ছবুরা খাতুন, আলিমউদ্দিনের ছেলে শহিদুল্লাহ ইউনুছ-এর ছেলে ছালেহ আহামদকে
বিভিন্নভাবে প্রলোভন দিয়ে উখিয়ায় বসবাসকারী মিশনারী এজন্টরা খ্রিস্টধর্ম গ্রহণে উদ্বুদ্ধ
করে আসছিল।
Monday, October 26, 2015
পবিত্র আশূরা মিনাল মুহররমুল হারাম শরীফ উপলক্ষে- ভোলাহাটে বিভিন্ন স্থানে বিশেষ মাহফিল অনুষ্ঠিত
সুমহান ঐতিহাসিক পবিত্র আশূরা মিনাল মুহররমুল হারাম শরীফ হলো- সকলের জন্যই রহমত, বরকত ও সাকীনা হাছিল করার দিন। এ সুমহান দিনে অনেক
রহমতপূর্ণ, বরকতপূর্ণ, নিয়ামতপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। পাশাপাশি এদিনটি
হচ্ছে- সাইয়্যিদুশ শুহাদা, শুহাদায়ে কারবালা, ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম উনার পবিত্র শাহাদাতী
শান মুবারক প্রকাশ দিবস। আর তাই এই মহাসম্মানিত দিবস উপলক্ষে গত জুমুয়াবার দিনে ও দিবাগত
রাতে ভোলাহাটে বিভিন্ন স্থানে আলোচনা মাহফিল করা হয়। এবং পবিত্র মীলাদ শরীফ, পবিত্র ক্বিয়াম শরীফ করা হয়।
Friday, October 16, 2015
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিগত ৬৪টি সংক্ষিপ্ত প্রয়োজনীয় শব্দের পুর্ন রুপ
১। Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity.২। HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol.৩। HTTPS এর পূর্ণরূপ — Hyper
Text Transfer Protocol Secure.৪। URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator.৫। IP এর পূর্ণরূপ—
Internet Protocol৬। VIRUS এর পূর্ণরূপ — Vital Information Resource Under Seized.৭। SIM এর পূর্ণরূপ —
Subscriber Identity Module.৮। 3G এর পূর্ণরূপ — 3rd Generation.৯। GSM এর পূর্ণরূপ — Global System for Mobile Communication.১০। CDMA এর পূর্ণরূপ — Code
Divison Multiple Access.
মুবারক হো ১ ও ২ মুহররমুল হারাম শরীফ! আনজুমানে আল বাইয়্যিনাত ভোলাহাট শাখার উদ্যোগে- ‘মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা’য় বিশেষ মাহফিল অনুষ্ঠিত
আবূ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যবীহুল্লাহ, খইরুল বাশার, সাইয়্যিদুল আরব ওয়াল আ’যম, আবুল বাশার, ছাহিবুল জান্নাহ, ছাহিবু নূরিম মুজাসসাম, সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম তিনি মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেন সুমহান মহাপবিত্র ২রা মুহররমুল হারাম শরীফ।
এবং খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার সম্মানিত খিলাফত মুবারক পরিচলানার দায়িত্ব গ্রহণের সুমহান দিন হলো ১লা মুহররমুল হারাম শরীফ। সুবহানাল্লাহ!
গত ১ মুহররমুল হারাম শরীফ (১৪৩৭হি.) (১৫ অক্টোবর-২০১৫) বৃহস্পতিবার দিবাগত রাতে বাদ ইশা আনজুমানে আল বাইয়্যিনাত ভোলাহাট শাখার উদ্যোগে এই মহাসম্মানিত দিবসগুলো উপলক্ষে উনাদের পবিত্র সাওয়ানেহে উমরী মুবারক আলোচনা করে নিয়ামত-বরকত হাছিল করার লক্ষ্যে মাহফিল করে পবিত্র মীলাদ শরীফ পাঠ ও পবিত্র ক্বিয়াম শরীফ করা হয়। আল হামদুলিল্লাহ!
Wednesday, September 2, 2015
প্রসঙ্গ: পবিত্র কুরবানীর পশু জবাইয়ের স্থান নির্দিষ্টকরণ ॥ ৯৮% মুসলমান অধ্যুষিত এদেশে মুসলমানদের ধর্মীয় অধিকার নিয়ে ছিনিমিনি খেললে খোদায়ী গযবে পড়ার বিপদ আছে
এ বছর (অর্থাৎ ১৪৩৬ হিজরী) সরকার এক নতুন আইন করেছে; বলছে- সরকার কর্তৃক নির্ধারিত
স্থানে কুরবানী দিতে হবে। ঢাকা শহরে ৪৯৩টি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন ২০টি স্পট
নির্ধারণ করে সিটি কর্পোরেশন বলেছে, ওই সব স্পটে কুরবানী না দিলে তারা কুরবানীদাতাদের বিরুদ্ধে আইনানুনগ
ব্যবস্থা নিবে। নাউযুবিল্লাহ!
অথচ সরকার কিংবা সিটি কর্পোরেশন কি একবার ভেবে দেখেছে, আদৌ এ ধরনের সিদ্ধান্তের মাধ্যমে
মুসলমানদের ধর্মীয় অধিকার সংরক্ষিত হবে কিনা? কিংবা এ ধরনের একটি সিস্টেম বাস্তবেই
সম্ভব কিনা? কিংবা সরকার নিজেই এর ধকল সামলাতে পারবে কিনা?
আমার মনে হয়- সরকারের যে মহল এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে, তারা কখনোই কুরবানীর মতো বিষয়
সম্পর্কে ফিল্ড পর্যায়ে ওয়াকিবহাল নয় এবং পুরোপুরি চিন্তাও করেনি।
Sunday, August 23, 2015
রাজাকারের ছেলে কথিত চাকমারাজা দেবাশীষ রায়ের পরিচিত ও পার্বত্যাঞ্চল নিয়ে তার ষড়যন্ত্র
=================
কথিত রাজা দেবাশীষ
রায় সে বামপন্থী ও কথিত সুশীল (চুচীল) সমাজের কাছে একজন সজ্জন ব্যক্তি হিসেবে
পরিচিত। অর্থাৎ বামপন্থী ও কথিত সুশীল (চুচীল) সমাজের লোকেরা তাকে সজ্জন হিসেবে ঢোল
পিটিয়ে থাকে। কিন্তু প্রকৃতপক্ষে সে একজন বিচ্ছিন্নতাবাদী ও রাষ্ট্রদ্রোহী
ব্যক্তি। তার পিতা ত্রিদিব রায় ছিল পাকিস্তানের দালাল- রাজাকার। এমনকি তার পিতা
স্বাধীনতার পর এদেশে থাকেনি। সে পশ্চিম পাকিস্তানের তথা পাকিস্তানে চলে যায়। এবং
সে সেখানকার মন্ত্রীও ছিল। আর সেই দেশদ্রোহী রাজাকারের ছেলে নাকি সজ্জন
ব্যক্তি!!!!!
Sunday, August 16, 2015
মাদরাসা শিক্ষার প্রতি বর্তমান মুসলমানদের অনীহা ও ইংরেজিভিত্তিক শিক্ষার মূল উদ্দেশ্য
মধ্যপ্রাচ্যের
দেশগুলোতে যেসব হিফয কিংবা ক্বারীয়ানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, সেসবে বাংলাদেশের মাদরাসা ছাত্ররাই সবসময় প্রথম-দ্বিতীয় স্থান
লাভ করে থাকে। বিভিন্ন পত্র-পত্রিকা এবং ইন্টারনেটের সংবাদমাধ্যমে এ সম্পর্কিত খবর
নিয়মিত দেখা যায়। এদেশের মাদরাসা শিক্ষার্থীদের মাতৃভাষা হলো বাংলা, তারপরও তারা মধ্যপ্রাচ্যের আরবীভাষী প্রতিযোগীদের হারিয়ে পুরস্কার
লাভ করে।
বিপরীতে ইংরেজি
মাধ্যমে যারা শিক্ষালাভ করে, তারা স্কুল-কলেজে
দশ-বারো বছর ইংরেজি পড়েও কিন্তু ইংরেজিতে স্বচ্ছন্দ হতে পারে না। ইংরেজিতে ঠিকমতো লেখা
কিংবা কথা বলাটাও এদেশের অধিকাংশ স্কুল-কলেজ পড়–য়ার পক্ষেই সম্ভব হয় না।
Tuesday, August 4, 2015
ভোলাহাটে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে অ্যাম্বুলেন্স সেবা
: ইউনিয়নের দরিদ্র মানুষকে
বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট
উপজেলার দলদলী ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল ইসলাম পুতুল। মঙ্গলবার (০৪ আগস্ট-২০১৫) ইউনিয়নের নিজস্ব অর্থায়নে সকালে একটি অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করেন তিনি।
Tuesday, May 19, 2015
আগামী ৩ আউওয়াল ১৩৮৩ শামসী (২ জুন ২০১৫ ঈসায়ী), ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার দিবাগত রাতে ‘পবিত্র শবে বরাত’
যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আইম্মাহ, মুহইউস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম,
ক্বইয়ূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যূল আউওয়াল, সুলত্বানুন নাছীর, হাবীবুল্লাহ,
জামিউল আলক্বাব, আওলাদে রসূল, মাওলানা সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায়
ও দিক-নির্দেশনায় পরিচালিত ‘আনজুমানে আল বাইয়্যিনাত রুইয়াতে হিলাল
মজলিস’ উনার সংবাদ অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন স্থানে ১৯ ছানী আশার ১৩৮২ শামসী, ১৯ মে ২০১৫ ঈসায়ী, ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার দিবাগত
সন্ধ্যায় সূর্যাস্তের পর (১৪৩৬ হিজরী সনের) পবিত্র শা’বান শরীফ মাস উনার চাঁদ দেখা গেছে।
পবিত্র শা’বান শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে আনজুমানে আল বাইয়্যিনাত রুইয়াতে হিলাল মজলিস উনার সভা আজ
আজ ২৯শে রজবুল হারাম শরীফ ১৪৩৬ হিজরী, ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার (১৯ ছানী আশার ১৩৮২ শামসী, ১৯ মে ২০১৫ ঈসায়ী) দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর বাংলাদেশে বরকতময় পবিত্র শা’বান শরীফ (১৪৩৬ হিজরী) মাস উনার চাঁদ তালাশ করতে হবে। আজ ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার
দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামীকাল ইয়াওমুল আরবিয়া বা বুধবার (২০ ছানী আশার ১৩৮২
শামসী, ২০ মে ২০১৫ ঈসায়ী) হবে অতীব বরকতময় ভাগ্যরজনী মুবারক উনার পবিত্র শা’বান শরীফ মাস উনার পহেলা তারিখ মুবারক। আজ চাঁদ দেখা গেলে বাংলাদেশে পবিত্র শবে
বরাত পালিত হবে ৩ আউওয়াল ১৩৮৩ শামসী, ২ জুন ২০১৫ ঈসায়ী, ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার দিবাগত রাতে।
Sunday, May 17, 2015
সম্মানিত পবিত্র মি’রাজ শরীফ উনার বিশেষ কিছু ইবরত-নছীহত মুবারক
হালাল উনাকে হারাম আর হারামকে হালালকারীদের প্রতি
সতর্কবাণী:
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মানিত পবিত্র মি’রাজ শরীফ উনার মধ্যে প্রথম আসমানে গিয়ে মহান বারে ইলাহী আল্লাহ পাক উনার মুবারক
নির্দেশে অসংখ্য অগণিত বিষয় পরিদর্শন করেন। পরবর্তীতে বেশুমার দয়া ইহসানে তিনি মুবারক
পরিদর্শনকৃত বিষয়গুলি হতে জরুরী অনেক কিছু উম্মাহকে নছীহতস্বরূপ বর্ণনা করেন।
পবিত্র মি’রাজ শরীফে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাত আসমানে যে সকল হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের সাক্ষাৎ মুবারক হয়েছিল
প্রথম আসমানে সাক্ষাৎ মুবারক হয়েছিল প্রথম নবী
ও রসূল হযরত আদম ছফীউল্লাহ আলাইহিস সালাম উনার সাথে।
দ্বিতীয় আসমানে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম
এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম উনাদের সাথে।
উল্লেখ্য, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম
তিনি ছিলেন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিতা হযরত আম্মা আলাইহাস সালাম
উনার খালাতো ভাই। তাই উনারা দু’জনে একত্রে ছিলেন।
তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম উনার সাথে
সাক্ষাৎ মুবারক হয়েছিল।
চতুর্থ আসমানে সাক্ষাৎ মুবারক হয়েছিল হযরত ইদরীস
আলাইহিস সালাম উনার সাথে।
পঞ্চম আসমানে সাক্ষাৎ মুবারক হয়েছিল হযরত হারূন
আলাইহিস সালাম উনার সাথে
ষষ্ঠ আসমানে সাক্ষাৎ মুবারক হয়েছিল হযরত মূসা কালীমুল্লাহ
আলাইহিস সালাম উনার সাথে।
সপ্তম আসমানে সাক্ষাৎ মুবারক হয়েছিল হযরত ইবরাহীম
খলীলুল্লাহ আলাইহিস সালাম উনার সাথে।
Friday, May 15, 2015
পবিত্র মি’রাজ শরীফ উপলক্ষে রোযা রাখার ও রাতে ইবাদত করার ফযীলত
পবিত্র মি’রাজ শরীফ বিশ্বের সকল মুসলমান উনাদের জন্য খুবই তাৎপর্যমন্ডিত এবং ফযীলতপূর্ণ দিন। যে ব্যক্তি পবিত্র মি’রাজ উনার
দিনে অর্থাৎ পবিত্র ২৭ তারিখে রোযা রাখবে মহান আল্লাহ পাক তিনি তাকে পাঁচ বছর রোযা
রাখার ফযীলত দান করবেন। সুবহানাল্লাহ!
Wednesday, April 22, 2015
পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ উনার মর্যাদা হলো- পবিত্র শবে ক্বদর, শবে বরাতসহ সমস্ত ফযীলতপূর্ণ রাতের চেয়ে লক্ষ-কোটিগুণ বেশি
খালিক্ব মালিক রব মহান আল্লাহ
পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
قل
بفضل
الله
وبرحمته
فبذلك
فليفرحوا
هو
خير
مما
يجمعون.
অর্র্থ: “আয় আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি সমগ্র কায়িনাতবাসীকে
জানিয়ে দিন, মহান আল্লাহ
পাক তিনি স্বীয় অনুগ্রহ ও রহমত মুবারক হিসেবে উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ
হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পাঠিয়েছেন, সে জন্য তারা যেন যথার্থভাবে তা’যীম (টাকা-পয়সা, মাল-জান কুরবানীর মাধ্যমে) সর্বশ্রেষ্ঠ ঈদ বা খুশি প্রকাশ করে
তথা সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ
পালন করে। আর এই সর্বশ্রেষ্ঠ ঈদ বা খুশি প্রকাশ করাই হবে সবকিছু থেকে সর্বত্তোম, যা কিছু তারা দুনিয়া ও আখিরাতের জন্য সঞ্চয় করে থাকে। সুবহানাল্লাহ!
(পবিত্র সূরা ইউনুস শরীফ : আয়াত শরীফ ৫৮)
পবিত্র লাইলাতুর রগায়িব শরীফই
হচ্ছেন- খুশি প্রকাশের রাত। সুবহানাল্লাহ!
رغائب (রগায়িব) শব্দটি رغيب এর বহুবচন। যার অর্থ কাঙ্খিত
বিষয়, প্রচুর দান। (মিছবাহুল লুগাত-২৯৮)
Sunday, April 12, 2015
টুথপেস্টের বদলে দাঁত মাজতে ‘খাবার’ জিনিস
অধুনা শহরের মানুষরা টুথপেস্ট ছাড়া দাঁত মাজার কথা কল্পনাও করতে
পারে না। তবে গ্রামগঞ্জে অনেকে অবশ্য দাঁতের মাজন বা ছাই ব্যবহার করে থাকে এখনো; তবে টুথপেস্টই
সবচাইতে প্রচলিত। তাদের কাছে বিষয়টি যেন এমন- আধুনিক জীবন টুথপেস্ট ছাড়া অচল। কিন্তু
জানেন কি, এই টুথপেস্ট ছাড়াও আরও অনেক উপাদান আছে যা দিয়ে দাঁত পরিষ্কার করতে পারেন। জেনে
নিন তেমনই ৫টি উপাদানের কথা- যেগুলো কেবল খাবারই নয়, দাঁত পরিষ্কারেও কাজে আসে।
Wednesday, April 8, 2015
মধু-দারুচিনির বিস্ময়কর মিশ্রণ দূর করবে ৭ রকমের সমস্যা
মধু এবং দারুচিনি দুটোই আমাদের দৈনন্দিন জীবনের বেশ পরিচিত নাম।
দুটোই ঔষধি গুণাগুণের জন্য প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। ঠান্ডা-সর্দি থেকে শুরু
করে হৃদপি-ের নানা সমস্যার সমাধান করে মধু এবং দারুচিনি দুটোই। এই দুটি অসাধারণ প্রাকৃতিক
ঔষধের গুণাবলী বলে শেষ করা যায় না। মাথায় টাক পড়ে যাচ্ছে? কোলেস্টোরল
বাড়ছে নিয়ন্ত্রণহীনভাবে?
কোনো চিন্তা নেই; সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াবিহীনভাবে
এইসব সমস্যা দূর করে দিতে হাতের কাছেই পেতে আছে বিস্ময়কর উপাদান খোদায়ী দান মধু ও দারুচিনি। মধু এবং দারুচিনির
মিশ্রণে দূর করা যাবে প্রায় ৭ ধরনের সমস্যা।
Saturday, March 21, 2015
পবিত্র জুমাদাল উখরা মাস উনার চাঁদ দেখা গেছে ॥ পবিত্র ২০ জুমাদাল উখরা শরীফ হযরত যাহরা আলাইহাস সালাম উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশ করার এবং পবিত্র ২২ জুমাদাল উখরা শরীফ হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহসি সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করার সুমহান ও মহাসম্মানিত দিবস
যামানার
ইমাম ও মুজতাহিদ, কুতুবুল আলম, কাইয়্যুমুয যামান, মুজাদ্দিদে আ’যম, গাউছুল আ’যম, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ
ক্বিবলা আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় ও দিক-নির্দেশনায় পরিচালিত
আনজুমানে আল বাইয়্যিনাত রু’ইয়াতে হিলাল মজলিস উনার সংবাদ অনুযায়ী গতকাল ইয়াওমুস সাব্ত বা
শনিবার দিবাগত সন্ধ্যায় বাংলাদেশে পবিত্র জুমাদাল ঊখরা মাস উনার চাঁদ দেখা গেছে।
Monday, March 16, 2015
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে রাজনীতিবিদ, কূটনীতিবিদ, সমাজবিদ বলা কুফরী।
পঞ্চম শ্রেণীর ‘ইসলাম ও নৈতিক শিক্ষা’ বইয়ের ১১৯ পৃষ্ঠায় লেখা হয়েছে, “মদীনার সনদ নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার
রাজনৈতিক প্রজ্ঞা, কূটনৈতিক
দূরদর্শিতা, ধর্মীয়
সহিষ্ণুতা এবং সুন্দর সমাজ গঠনের এক জ্বলন্ত সাক্ষর বহন করে।”
উক্ত লেখাটি নূরে মুজাসসাম
হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত শান মুবারকের
প্রতি ইহানত হওয়ার কারণে কুফরী হয়েছে।
স্মরণীয় যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম তিনি হচ্ছেন মহান আল্লাহ পাক উনার তরফ থেকে মনোনীত শ্রেষ্ঠতম রসূল ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম। তিনি সম্মানিত ওহী মুবারক দ্বারা নিয়ন্ত্রিত। অর্থাৎ উনার প্রতিটি
কাজ সম্মানিত ওহী মুবারক দ্বারা সম্পাদিত হয়েছে; তন্মধ্যে মদীনা সনদও অন্তর্ভুক্ত।
Sunday, March 15, 2015
পবিত্র দ্বীন ইসলাম উনার দৃষ্টিতে হরতাল-অবরোধ হারাম। হরতাল-অবরোধ শুধু দুনিয়াবী ক্ষতিই নয়; ঈমানী ক্ষতিরও কারণ। ৯৮ ভাগ মুসলমান অধ্যুষিত এদেশে হরতাল-অবরোধ চলতে পারে না।
দুই মাসেরও বেশি সময় ধরে চলছে
বিএনপি’র নেতৃত্বাধীন
২০দলীয় জোট আহূত অনির্দিষ্টকালের অবরোধ। প্রতি সপ্তাহে দুই দফায় ৫ দিন করে পালিত হচ্ছে
হরতাল। ৫ই জানুয়ারি-২০১৫ শুরু হওয়া এ নাশকতার আন্দোলনে প্রতিদিনই ঘটছে সহিংস ঘটনা।
বিরোধী জোটের নাশকতার আন্দোলন কর্মসূচি ও সরকারের কঠোর অবস্থানের কারণে তৈরি হয়েছে
এক দমবদ্ধ পরিস্থিতি। জাতীয় জীবনের সর্বত্রই রক্তক্ষরণ। বিপর্যস্ত জনজীবন। প্রতিনিয়তই
ঘটছে প্রাণহানির ঘটনা। রাজপথে পুড়ে কয়লা হচ্ছে মানুষ। গণতান্ত্রিক দুর্বৃত্তদের পেট্রোলবোমার
আঘাতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৫ জনের। আহত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে অন্তত
১৪০০ জন নিরীহ মানুষ। অন্যদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ক্রসফায়ার ও বন্দুকযুদ্ধের
ঘটনায় মারা গেছে হরতাল-অবরোধকারী ৬০ দুর্বৃত্ত। দুই মাসে রাজধানীর সঙ্গে সারা দেশের
যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল অবস্থায় আছে। মহাসড়কে চলন্ত গাড়িতে একের পর এক পেট্রোলবোমা
হামলার কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে দূরপাল্লার যাত্রীদের মাঝে। অবরোধে আক্রান্ত হয়েছে অন্তত
২২০০ যানবাহন।
Monday, January 26, 2015
ক্ষমতার মোহ! ক্ষমতার স্বাদ!!
মহান আল্লাহ পাক উনার খাছ গযব খালেদার উপর; হাজার হাজার নির্মমতার জন্মদাত্রী খালেদাকে মহান আল্লাহ পাক তিনি বুঝিয়ে দিলেন ছেলেহারা স্বামীহারা স্বজনহারার বেদনা। সুবহানাল্লাহ!
এখন বাকি হাসিনা;
আমরা নিপীড়িতরা দেখতে থাকি।
এখন বাকি হাসিনা;
আমরা নিপীড়িতরা দেখতে থাকি।
++++++++++++=======++++++++
কোকোর মৃত্যুতে খালেদা কী কাঁদতে পারেন?
গোটা দেশবাসীকে কাঁদানোর দায়ে তিনি নিজে কী কাঁদার অধিকার রাখেন?
হাজার হাজার মায়ের বুক খালি হওয়ার আর্তনাদে যিনি কাঁদেননি-
অথচ আজ নিজ ছেলে হারানোর কান্নায় লীন হওয়া কী খালেদার স্বার্থপরের কান্না নয়?
তারপরও কোকোর মৃত্যুতে খালেদা কাঁদছেন।
গোটা দেশবাসীকে কাঁদানোর দায়ে তিনি নিজে কী কাঁদার অধিকার রাখেন?
হাজার হাজার মায়ের বুক খালি হওয়ার আর্তনাদে যিনি কাঁদেননি-
অথচ আজ নিজ ছেলে হারানোর কান্নায় লীন হওয়া কী খালেদার স্বার্থপরের কান্না নয়?
তারপরও কোকোর মৃত্যুতে খালেদা কাঁদছেন।
Wednesday, January 14, 2015
হিন্দুরা জাতিগতভাবে জালিয়াত, উগ্র, সন্ত্রাসী ও সাম্প্রদায়িক
“কেহ চিৎকার করিতে লাগিল, “মার, মার নেড়ে
মার।” কেহ গাহিল,
“হরে মুরারে মধুকৈটভারে!” কেহ গাহিল, “বন্দে মাতরম।” কেহ বলে, “ভাই, এমন দিন
কি হইবে, মসজিদ ভাঙ্গিয়া রাধামাধবের মন্দির গড়িব?” (আনন্দমঠ, তৃতীয় খ-, অষ্টম পরিচ্ছেদ)
‘আনন্দমঠ’কে বলা হয় হিন্দুদের পলিটিক্যাল ডকট্রিন। আজকের ভারতে যে উগ্র
হিন্দুত্ববাদ, তার শেকড় নিহিত রয়েছে চরম মুসলিমবিদ্বেষী বঙ্কিমচন্দ্রের রচিত
‘আনন্দমঠে’। সুতরাং এর মধ্যে যেই ‘মসজিদ ভাঙ্গিয়া রাধামাধবের
মন্দির’ বানানোর উল্লেখ রয়েছে,
তা মূলত গোটা হিন্দু সম্প্রদায়েরই
জাতিগত লক্ষ্য ও উদ্দেশ্য। এর ধারাবাহিকতাতেই বাবরি মসজিদ ভেঙে সেখানে রামমন্দির তৈরি
করার হীন প্রচেষ্টা চালাচ্ছে বর্তমানে বিজেপি’র উগ্র হিন্দুরা।
মহাপবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ সম্পর্কে লা-মাযহাবী, আহলে হাদীস দাবিদার ওহাবী সালাফী, তাবলীগী, দেওবন্দী, কওমী, জামাতী গুরুদের মতাদর্শ
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র
বিলাদত শরীফ তথা পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ পালন করা জিন-ইনসানসহ
গোটা কুল-কায়িনাতের জন্য ফরয তো বটেই; নাজাতেরও কারণ। কিন্তু আজকের তথাকথিত মালানা, মুফতী, মুহাদ্দিস, শাইখুল হাদীছরা ফতওয়া দেয় যে, “ঈদে মীলানদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা বিদায়াত এবং শরীয়তে
দুই ঈদের বাইরে তৃতীয় কোনো ঈদ নেই। নাউযুবিল্লাহ মিন যালিক।”
Saturday, January 10, 2015
বিলাদতে নূরে হাবীবী
শাহী মুবারকবাদ, হে শাহরুল আ’যম!
নূরে হাবীবী উনার বিলাদতে শ্রেষ্ঠ চরম।
পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ
নূরে হাবীব যমীনে এনেছেন তাশরীফ।
সৃষ্টিকুলে নূরে হাবীব যেমন অতুলনীয়
দিনের মাঝে সোমবার তেমনি মোহনীয়।
সুবহে সাদিকে সিজদাবনত অবস্থায়
নূরে হাবীব আগমন করেন ধরায়।
Thursday, January 8, 2015
ভ্রান্ত মতবাদের প্রচারকারী তাবলীগীদের অন্তর্দ্বন্দ্ব চরমে ॥ তাবলীগ নেতা ওয়াসিফুলের দুর্নীতি ও অবৈধ অর্থ উপার্জন সম্পর্কে তাবলীগের অপর গ্রুপের সংবাদ সম্মেলন
ভ্রান্ত মতবাদের অনুসারী ও প্রচারকারী বাংলাদেশ তাবলীগ জামাতের নেতা ওয়াসিফুল ইসলামের
বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ অর্থ
উপার্জন, তাবলীগকে
রাজনৈতিকীকরণ ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
শিক্ষক ও তাবলীগ নেতা এম মুশফিকুর রহমান চৌধুরীর সমর্থিত তাবলীগ জামাতের সাথীরা। ৮
জানুয়ারি-২০১৫ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় হল রুমে সংবাদ সম্মেলনে
লিখিত বক্তব্য দেয় তাবলীগ নেতা আহমেদ ফজলে আকবর। তাবলীগ নেতা, সাথী ও কর্মীদের মধ্যে আরো উপস্থিত ছিলো রাকিবুল হাসান, আবু সাইদ লতিফুল আলম, মামুন-উর রশিদ, নারায়ণগঞ্জের হাসান হাবিব প্রমুখ।
Tuesday, January 6, 2015
খইরু খলক্বিল্লাহ, খইরুল বারিয়্যাহ, খইরুল আলামীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত আব্বাজান আলাইহিস সালাম উনার দিক থেকে সম্মানিত নসবনামা মুবারক ও উনাদের মর্যাদা
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, الله اعلم حيث يحعل رسلته
অর্থ: মহান আল্লাহ পাক তিনি সর্বাধিক জ্ঞাত আছেন রিসালত কাকে দেয়া আবশ্যক।” (পবিত্র সূরা আনয়াম শরীফ: পবিত্র আয়াত শরীফ ১২৪)
পবিত্র নুবুওওয়াত ও রিসালত সাধনালব্ধ কোনো বিষয় নয়। “এটা মহান আল্লাহ পাক উনার একান্ত ফজল ও করম। তিনি যাঁকে ইচ্ছা তাঁকে তা দান করেন।”
আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সকল নবী-রসূল আলাইহিমুস সালামগণ উনাদের মধ্যে শ্রেষ্ঠ। তিনি শুধু মহান আল্লাহ পাক তিনি নন। এছাড়া যত মর্যাদা-মর্তবা রয়েছে, সকল মর্যাদা-মর্তবার অধিকারী তিনি।
উনার পবিত্র অজুদ বা নূর মুবারকই সর্বপ্রথম সৃষ্টি। তিনি ইরশাদ মুবারক করেন,
اول ما خلق الله نورى
অর্থ: “মহান আল্লাহ পাক তিনি সর্বপ্রথম আমার নূর মুবারক সৃষ্টি করেন।”
তবে তিনি সর্বশেষে দুনিয়াতে তাশরীফ মুবারক এনেছেন।