১৮ ডিসেম্বর পালিত হলো আন্তর্জাতিক
আরবী ভাষা দিবস। ১৯৭৩ সালের এদিনে অনুষ্ঠিত জাতিসংঘের ২৮তম অধিবেশনে ৩১৯০নং সিদ্ধান্ত
মোতাবেক আরবীকে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা হিসেবে গ্রহণ করা হয়। পরবর্তীতে ২০১২
সালে অনুষ্ঠিত ইউনেস্কোর ১৯০তম অধিবেশনে ১৮ ডিসেম্বরকে আন্তর্জাতিক আরবী ভাষা দিবস
হিসেবে ঘোষণা করা হয়। সেই থেকে শুরু হয় আন্তর্জাতিক আরবী ভাষা দিবসের পথ চলা। আরব বিশ্বে
দিবসটি যথেষ্ট গুরুত্বের সঙ্গে পালিত হলেও শুধুমাত্র মূলধারার মিডিয়ার নির্লিপ্ততার
কারণে বাংলাদেশে দিবসটি তেমন কোনো সাড়া জাগাতে পারেনি। অথচ আরবী ভাষার সঙ্গে রয়েছে
এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর আত্মার সম্পর্ক। এদেশের সর্ব স্তরের জনসাধারণ আরবী ভাষাকে
পরম শ্রদ্ধা করেন,
মন থেকে ভক্তি করেন ও হৃদয় দিয়ে ভালোবাসেন। কারণ কুরআন হাদীছের
ভাষা আরবী, আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম উনার ভাষা আরবী, জান্নাতের ভাষা আরবী। পবিত্র হাদীছ শরীফে আরবী ভাষাকে
মুহব্বত করতে জোর তাগিদ দেয়া হয়েছে।
Monday, December 19, 2016
শুধুমাত্র কাফিররাই মৌলবাদী; মুসলমানরা নয়
তাবৎ
বিধর্মীরা শাব্দিক অর্থে মৌলবাদী। কোনো মুসলমানই কস্মিনকালেও মৌলবাদী নয়।
মৌলবাদীরা- গোঁড়া, অন্ধ, অসভ্য, বর্বর, হিংস্র, উগ্র, আগ্রাসী, যালিম, কুসংস্কারাচ্ছন্ন হয়। যেমন মৌলবাদী খ্রিস্টানরা তথা
আগ্রাসী ক্রুসেডার খ্রিস্টানরা মুসলিম বিশ্বে তান্ডব চালিয়েছে,
এখনো চালিয়ে
যাচ্ছে। মৌলবাদীরা ভয়ঙ্কর প্রকৃতির সন্ত্রাসী। মৌলবাদী কাফির-বেদ্বীনদের
(ইহুদী-খ্রিস্টান, হিন্দু-বৌদ্ধ, মজুসীসহ তাবত বিধর্মী) ভয়াবহ আগ্রাসন ও
যুলুমের ক্ষত মুসলিম বিশ্বের সর্বত্র দেখা যাচ্ছে। তারপরও একশ্রেণীর জাহিল মুসলমান
নিজেদের মৌলবাদী (মূল থেকে উৎসারিত) বলে দাবি করতে সাচ্ছন্দ্য বোধ করে। অথচ কোনো
মুসলমান কখনোই মৌলবাদী নয় এবং মৌলবাদীরা কখনোই মুসলমান নয়। কেননা শুধুমাত্র
মুসলমানরাই আলোকিত ও সভ্য; মৌলবাদীরা নয়।
Sunday, December 18, 2016
ভোলাহাটের ঘরে ঘরে পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার বরকতপূর্ণ মাহফিল অনুষ্ঠিত
সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইবাদত পবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তথা পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উপলক্ষে ভোলাহাটে বিভিন্ন স্থানে ও বাড়িতে বাড়িতে প্রতিদিন বরকতপূর্ণ মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং চলমান রয়েছে। আখিরী নবী ও রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র আগমন দিবস পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফকে কেন্দ্র করে ভোলাহাটের ঘরে ঘরে খুশি প্রকাশার্থে প্রতিদিন এসব বরকতপূর্ণ মাহফিল অত্যন্ত জওক-শওকের সাথে অনুষ্ঠিত হচ্ছে।পবিত্র সাইয়্যিদুল আইয়াদ শরীফ উনার সুমহান উপলক্ষে এক বরকতপূর্ণ মাহফিলের আয়োজন করা হয় মুন্সিগঞ্জ গ্রামের মুহম্মদ ইয়াসিন আলীর বাড়ীতে। ১১ পবিত্র রবীউল আউওয়াল শরীফ বাদ-ইশা উক্ত বরকতপূর্ণ মাহফিলে পবিত্র যিকির পরিচালনা করেন মুহম্মদ জিল্লুর রহমান; পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত করেন মুহম্মদ রবিউল ইসলাম। আলোচনা করেন মুহম্মদ রহমতুল্লাহ, হাফিয মুহম্মদ ছানাউল্লাহ ও আল্লামা মুহম্মদ মুহসিনুর রহমান। পবিত্র মীলাদ শরীফ ও পবিত্র ক্বিয়াম শরীফ পাঠ করেন মুহম্মদ শাহাদাত হুসাইন। মুনাজাত করেন মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা (ভোলাহাট)-এর প্রধানশিক্ষক হাফিয মুহম্মদ আবূ সাঈম। সব শেষে তবারক পরিবেশন করা হয়।
Saturday, December 17, 2016
‘বিজ্ঞান’ শুধুমাত্র মুসলমানদেরই অবদান- একথা শুধু অতীত ইতিহাস বা নিকট ইতিহাসেই নয়, প্রত্যেক যুগেই প্রমাণিত সত্য।
পরিত্যক্ত
পলিথিন তথা প্লাস্টিক থেকে ডিজেল ও পেট্রলের মতো জ্বালানি তেল পাওয়ার কৌশল উদ্ভাবন
করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ
মাহমুদুর রহমান। তিনি পরীক্ষামূলকভাবে ৩০ গ্রাম প্লাস্টিক ব্যাগ থেকে ১৫ মিলিলিটার
জ্বালানি তেল উৎপাদন করেছেন। এ প্রক্রিয়ায় ১ কেজি প্লাস্টিক থেকে ০.৫ লিটার তেল
উৎপাদন সম্ভব। এ পদ্ধতিতে উৎপাদিত তেলের প্রতি লিটারের দাম পড়বে ৩০ টাকা। ওই তেল
সর্বপ্রকার যানবাহন, সেচ পাম্পসহ
জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে। এই প্রক্রিয়ায় উৎপাদিত গ্যাস থেকে বিদ্যুতও
উৎপাদন করা যাবে। তবে এর আগে পরিত্যক্ত প্লাস্টিক জাতীয় বর্জ্য পদার্থ থেকে
জ্বালানি তেল উদ্ভাবন করেছে দিনাজপুরের স্কুল ছাত্র মকলেসুর রহমান ইমন।
Friday, December 16, 2016
বাঙালি মুসলিম জাতির আজ ৪৫তম বিজয় বার্ষিকী ॥ * সব যুদ্ধাপরাধী রাজাকারের ফাঁসি কার্যকর ও তাদের সম্পদ বাজেয়াপ্ত করার জোরদার দাবি সর্বমহলে * হানাদার ভারতীয় ‘র’-এর দালাল সাংবাদিক ও মিডিয়া বর্জনের ডাক সর্বত্র
আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয়ের ৪৫তম বার্ষিকী। ৪৫ বছর আগে এই দিনে বিশ্বের মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় এদেশের বাঙালি মুসলমানদেরকে এনে দিয়েছিলো আত্মপরিচয়ের স্বাধীন ঠিকানা। আজ স্বাধীনতা বিজয়ের নির্মল আনন্দ প্রকাশের দিন, স্বাধীন আবাস ভূমি পওয়ায় মহান আল্লাহ পাক উনার প্রতি শুকরিয়া প্রকাশের দিন।
পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ধ্বনি প্রতিধ্বনি তুলে, লাল-সবুজের নিশান উড়িয়ে বিজয়ের দামামা ঘোষণার দিন আজ। বাঙালি মুসলিম বীরের রক্তস্রোত আর মায়ের অশ্রুধারায় মিশে পূর্ব দিগন্তে বিজয়ের রক্তিম সূর্য উদিত হওয়ার দিন আজ। বঞ্চনা আর নিগ্রহের শিকার ক্ষোভাতুর রক্তচোখে আগুন মেখে রাইফেল কাঁধে বনে-জঙ্গলে, মাঠে-ঘাটে, পথে-প্রান্তরে, শহরে-বন্দরে, গ্রামে-গঞ্জে, পাড়া-মহল্লায় পাকী সেনা ও তাদের এ দেশীয় দোসর মওদুদী জামাতী, দেওবন্দী খারিজী, ওহাবী সালাফী রাজাকার, আল-বাদর, শান্তিকমিটির ঘাতকদের খুঁজে বেড়ানো দেশপ্রেমিক তেজি বাঙালি মুসলিম তরুণের পদভারে এদিন পৃথিবীর বুকে নতুন একটি মুসলিম দেশ- ‘বাংলাদেশ’-এর জন্ম হয়।
পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ধ্বনি প্রতিধ্বনি তুলে, লাল-সবুজের নিশান উড়িয়ে বিজয়ের দামামা ঘোষণার দিন আজ। বাঙালি মুসলিম বীরের রক্তস্রোত আর মায়ের অশ্রুধারায় মিশে পূর্ব দিগন্তে বিজয়ের রক্তিম সূর্য উদিত হওয়ার দিন আজ। বঞ্চনা আর নিগ্রহের শিকার ক্ষোভাতুর রক্তচোখে আগুন মেখে রাইফেল কাঁধে বনে-জঙ্গলে, মাঠে-ঘাটে, পথে-প্রান্তরে, শহরে-বন্দরে, গ্রামে-গঞ্জে, পাড়া-মহল্লায় পাকী সেনা ও তাদের এ দেশীয় দোসর মওদুদী জামাতী, দেওবন্দী খারিজী, ওহাবী সালাফী রাজাকার, আল-বাদর, শান্তিকমিটির ঘাতকদের খুঁজে বেড়ানো দেশপ্রেমিক তেজি বাঙালি মুসলিম তরুণের পদভারে এদিন পৃথিবীর বুকে নতুন একটি মুসলিম দেশ- ‘বাংলাদেশ’-এর জন্ম হয়।
Tuesday, December 13, 2016
ভোলাহাটের ঘরে ঘরে পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার বরকতপূর্ণ মাহফিল অনুষ্ঠিত
ভোলাহাট সংবাদদাতা: সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইবাদত পবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তথা পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উপলক্ষে ভোলাহাটে বিভিন্ন স্থানে ও বাড়িতে বাড়িতে প্রতিদিন বরকতপূর্ণ মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং চলমান রয়েছে। আখিরী নবী ও রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র আগমন দিবস পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফকে কেন্দ্র করে ভোলাহাটের ঘরে ঘরে খুশি প্রকাশার্থে প্রতিদিন এসব বরকতপূর্ণ মাহফিল অত্যন্ত জওক-শওকের সাথে অনুষ্ঠিত হচ্ছে।
Friday, December 9, 2016
ঈদে মীলাদে হাবীবী পালনের মাধ্যম দিয়ে মানুষ এসকল নেক কাজ করার সুযোগ ও বিশাল নিয়ামত লাভ করতে পারে।
পবিত্র ঈদে মীলাদে হাবীবী ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম এমন এক আমল যে
আমলে অগনিত নিয়ামতের সম্ভার রয়েছে।
ঈদে মীলাদে হাবীবী পালনের মাধ্যম দিয়ে
মানুষ এসকল নেক কাজ করার সুযোগ ও বিশাল
নিয়ামত লাভ করতে পারে।
আলাইহি ওয়া সাল্লাম এমন এক আমল যে
আমলে অগনিত নিয়ামতের সম্ভার রয়েছে।
ঈদে মীলাদে হাবীবী পালনের মাধ্যম দিয়ে
মানুষ এসকল নেক কাজ করার সুযোগ ও বিশাল
নিয়ামত লাভ করতে পারে।
Thursday, November 24, 2016
পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার গুরুত্ব বুঝতে হলে-- - -
পুঁথিগত শিক্ষা দ্বারা
কখনো পূর্ণাঙ্গ জ্ঞানার্জন হয় না। কেননা বই বা পুস্তক দেখে যদি শিক্ষার্জন করা যেতো
তাহলে মাদরাসা, মক্তব, স্কুল, কলেজ, মহাবিদ্যালয়,
ইউনিভার্সিটি ইত্যাদি বিদ্যাপীঠ
স্থাপনের প্রয়োজন হতো না। প্রত্যেক ছাত্ররাই লাইব্রেরী থেকে বই-পুস্তক ক্রয় করে পড়ালেখা
করতে পারতো। কিন্তু তাতো হয় না, লাইব্রেরী থেকে বই
ক্রয় করে নিয়মিত ক্লাসে যোগদানের ফলে ছাত্র তার উদিষ্ট লক্ষ্য অর্জনে সফলতার শীর্ষে
আরোহণ করে। শিক্ষকের তত্ত্বাবধানে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী অর্থাৎ স্বচক্ষে দেখে দেখে
জ্ঞার্নাজন করতে হয়।
সমস্যার স্থায়ী সমাধানই পারে বিপন্ন রোহিঙ্গাদের বাঁচাতে
=========================
মিয়ানমারের
আরাকানে (বর্তমান রাখাইন) রোহিঙ্গা মুসলিমদের মানবেতর জীবন আজকের নয়, শতাব্দীব্যাপী চলছে এই করুণ দশা। আরাকানের মুসলমানদের ইতিহাসে
দেখা যায়,
১৪শ’ শতাব্দীর প্রথম দিক
থেকে মুসলমানরা মিয়ানমারের আরাকান (বর্তমান রাখাইন) প্রদেশে শাসন কর্তৃত্ব প্রতিষ্ঠা
করে। তবে সেখানে বসবাস শুরু করে আরো বহু আগে। শুধু তাই নয়, বর্তমান রাখাইনে ১৫০০ শতক থেকে ১৮০০ শতক পর্যন্ত আরাকান মুসলিম
শাসিত রাজ্য ছিল। সেই হিসেবে প্রায় হাজার বছর ধরে রোহিঙ্গা মুসলিমরা মিয়ানমারে বাস
করছে।
Wednesday, November 16, 2016
ভোলাহাটে পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত
পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উপলক্ষে গত সোমবার দিবাগত রাতে বাদ-ইশা এক বরকতপূর্ণ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত বরকতপূর্ণ মাহফিল অনুষ্ঠিত হয় ভোলাহাট উপজেলার কানারহাট বাগানপাড়া গ্রামের মুহম্মদ কালু শেখ-এর বাড়িতে। উক্ত বরকতপূর্ণ মাহফিলে আলোচনা করেন আল্লামা মুহম্মদ মুহসিনুর রহমান ও আল্লামা মুহম্মদ সালাহুদ্দীন। উক্ত বরকতপূর্ণ মাহফিলে পবিত্র মীলাদ শরীফ পাঠ ও কিয়াম শরীফ পরিচালনা করেন ছুফী মুহম্মদ রহমতুল্লাহ আর দোয়া-মুনাজাত পরিচালনা করেন মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতীমখানা ভোলাহাট শাখার প্রধান শিক্ষক হাফিয মুহম্মদ আবূ সাইম। মাহফিল শেষে তাবারক বিতরণ করা হয়। অত্র মহল্লার ধর্মভীরু মুসল্লীগণ মাহফিলে উপস্থিত হন।
নেক কাজে উৎসাহী করতে- সন্তানদের জান্নাতের অপার নিয়ামত শিক্ষা দিন
পড়ালেখা শিখাচ্ছেন- সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে। যেন বড় হয়ে নিজের পায়ে
দাঁড়াতে পারে, ভালো কোনো চাকরি বা
ব্যবসার মাধ্যমে সচ্ছলভাবে থাকতে পারে এই আশায়। কিন্তু একজন মুসলিম হিসেবে এটাই কি
আপনার এবং আপনার সন্তানদের ভবিষ্যৎ? না, কখনোই নয়। বরং আমাদের
আসল ভবিষ্যৎ হলো ‘পরকাল’। এই দুনিয়ার সচ্ছলতা, একটু সুখ সেটা কত বছরের জন্য? এরপর কি হবে, কোথায় যেতে হবে, কোথায় থাকতে হবে? মুসলিম হিসেবে তা আপনাকে যেমন অনুভব করতে হবে,
তেমনি সেই অনুভূতি আপনার সন্তানদের
মাঝেও সৃষ্টি করে দিতে হবে। সঠিক মত-পথ তথা ইসলামী শরীয়ত মুতাবিক চললে জান্নাতের অবারিত
ইতমিনান, প্রশান্তি লাভ করা
যাবে। বিপরীতে নাহক্ব তথা হারাম-নাজায়িয কাজ জাহান্নামের কঠিন আযাব-গযব শাস্তির মুখোমুখি
করবে। যা দুনিয়ার বড় বড় কষ্ট বা যন্ত্রণার চাইতেও অনেক অনেক বেশি কষ্টকর ও যন্ত্রণাদায়ক।
Monday, November 14, 2016
একের পর এক পবিত্র জুমুয়াহ শরীফ দিনে খেলার সূচি নির্ধারণ করা হচ্ছে।
.................
পবিত্র দ্বীন ইসলাম উনার ফতওয়া মুতাবিক "সমস্ত খেলাধুলাই হারাম-নাজায়িয"। আর সে অনুযায়ী মুসলমান
উনাদের ফরয ছিল সর্বপ্রকার খেলাকে বয়কট করা,
খেলা
থেকে নিজেকে দুরে রাখা। কিন্তু মুসলমান উনাদের অবস্থা
এমন হয়েছে- খেলা থেকে বিরত থাকাতো দুরের কথা নামায-কালাম, রোযা-ইফতার-সাহরী, জুমুয়ার নামায আদায় হোক বা না হোক খেলা যথাসময়
দেখতে হবে, উপভোগ করতে হবে। এতে যদি ইসলাম
বাদ দিতে হয় তবুও রাজি। (নাউযুবিল্লাহ)
Sunday, November 13, 2016
Thursday, November 10, 2016
বাতিল ফিরকা সম্পর্কে জানুন
হাদীছ শরীফে ইরশাদ হয়েছে, “আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, একটি দল ব্যতীত ৭২টি দলই জাহান্নামে যাবে। তখন হযরত
ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা বললেন, ইয়া রাসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! যে একটি
দল নাযাতপ্রাপ্ত, সে দলটি কোন দল? হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, আমি এবং আমার ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম
উনাদেরর মত ও পথের উপর যারা কায়িম থাকবে,(তারাই নাযাতপ্রাপ্ত দল)।” (তিরমিযী শরীফ)
এ প্রসঙ্গে হাদীছ শরীফে আরো ইরশাদ
হয়েছে,
“হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে
বর্ণিত আছে যে, ৭২টি দল জাহান্নামে যাবে, আর ১টি দল জান্নাতে যাবে।” (আবূ দাউদ, মুসনাদে আহমদ, মিশকাত শরীফ, মিরকাত শরীফ)
Thursday, September 29, 2016
Thursday, September 1, 2016
Wednesday, August 31, 2016
Monday, June 6, 2016
কলার খোসা দিয়ে কী করা যায়?
=================
কলার খোসা ছাড়ানোর সময় আপনি কী ভাবেন? উত্তরে অনেকেই বলবেন, কলা নিয়ে কিছু ভাবা হলেও হতে পারে কিন্তু খোসা নিয়ে ভাবাভাবির তো কিছু নাই। খাওয়া শেষে কলার খোসা ফেলে দেয়া হয়। কিন্তু কলা খাওয়ার পর খোসাটাকে শুধুমাত্র ‘আবর্জনা’ হিসেবে যদি মনে করে থাকেন, তাহলে ধারণাটি ভুল। কারণ কলার খোসা মোটেও আবর্জনা নয়, এর দারুন সব ব্যবহারও রয়েছে। জেনে নিন, কোলার খোসা কোন্ ক্ষেত্রে কী কাজে লাগবে?
* চামড়ার জুতা পলিস করতে কালি ও ব্রাশের কথা ভুলে যান। বরঞ্চ কলার খোলার ভেতরের আবরণ দিয়ে জুতায় ঘষে দেখুন, জুতা একদম পলিসের মতোই চকচকে দেখাবে। রুপার গয়নাও পরিস্কার করতে পারবেন কলার খোসা দিয়ে।
Wednesday, April 27, 2016
খঞ্জনপুর আনজুমানে আল বাইয়্যিনাত উদ্যোগে ও এলাকাবাসীর সহযোগিতায়- পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ মাহফিল অনুষ্ঠিত
নওগাঁ জেলার সাপাহার উপজেলার
খঞ্জনপুর আনজুমানে আল বাইয়্যিনাতের উদ্যোগে ও এলাকাবাসীর সহযোগিতায় পবিত্র সাইয়্যিদুল
আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে গত সোমবার দিবাগত বাদ মাগরিব হতে গভীর রাত পর্যন্ত
সাপাহারের খঞ্জনপুর গার্লস স্কুল ময়দানে এক বিশাল ওয়াজ শরীফ, মীলাদ শরীফ
ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে প্রধান অতিথি
হিসাবে ওয়াজ-নছিহত পেশ করেন ঢাকা বসুন্ধরা হযরত যুন নূরাইন (আলাইহিস সালাম) মসজিদের
সম্মানিত ইমাম ও খতীব,
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হযরতুল আল্লামা মুফতী মুহম্মদ রুহুল
আমীন তানভীর সাহেব।
Monday, April 18, 2016
অবহেলার পরিণতি
জনৈক বাদশাহ একদিন তার তিন মন্ত্রীকে ডেকে তাদেরকে
একটি করে বস্তা নিয়ে রাজপ্রাসাদের বাগানে যেতে বললেন। অতঃপর সেখানে গিয়ে তাদের বস্তাগুলি
উত্তম ফল-ফলাদি দ্বারা পূর্ণ করার নির্দেশ দিলেন। এছাড়া তাদেরকে বলে দিলেন, কেউ যেন একাজে একে অপরকে সাহায্য না করে।
Thursday, April 14, 2016
ভোলাহাটে সুমহান ১, ২ ও ৩ রজবুল হারাম শরীফ উপলক্ষে বিশেষ মহিলা মাহফিল অনুষ্ঠিত
গত সোমবার (৩ রজবুল হারাম-১৪৩৭) বিকালে ঝাউবোনা মহিলা আনজুমানে
আল বাইয়্যিনাত উনার উদ্যোগে ১, ২ ও ৩ রজবুল হারাম শরীফ উপলক্ষে পবিত্র মীলাদ শরীফ ও ক্বিয়াম
শরীফ এবং বিশাল মহিলা মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য যে, ১লা রজবুল হারাম শরীফ হলো- আবু রসূলিল্লাহ
সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার ও সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিনা
আলাইহাস সালাম উনাদের সুমহান বরকতময় আযীমুশ শান নিকাহিল আযীম শরীফ দিবস।
Tuesday, April 12, 2016
ভোলাহাট মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসায় আযীমুশ্ শান মাহফিল অনুষ্ঠিত
দোয়া কবুলের মহান রাত- পবিত্র পহেলা রজবের রাত ও পবিত্র পহেলা রজব শরীফ দিবস উপলক্ষে ভোলাহাট মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসায় সারা রাতব্যাপী ইবাদত-বন্দেগী ও দোয়ার মাহফিল হয়। ইন্টারনোট প্যালটকের মাধ্যমে পবিত্র রাজারবাগ দরবার শরীফ-এ মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার নছীহত ও দোয়া-মুনাজাতে শরীক হন উপস্থিত মুসল্লীগণ। এই মহান দিবস স্মরণে বিত্র মীলাদ শরীফ, ক্বিয়াম শরীফ, নফল নামায পড়া হয় এবং বিশেষ দোয়া-মুনাজাত করা হয়। ফজর পর্যন্ত মাহফিল চলে। মাদরাসায় দের জন্য সাহরির তাবরক ব্যবস্থা করা হয়। উপস্থিত মুসল্লীগণ ও মাদরাসার ছাত্ররা সেখানে সাহরী খেয়ে রোযা রাখেন।
Saturday, April 9, 2016
আযীমুশ শান শাদী মুবারকেও প্রকাশিত হয়েছে বেমেছাল বুযুর্গী মুবারক
মহান আল্লাহ পাক তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ
হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পিতা আলাইহিস সালাম উনাকে যেরূপ পূর্বেই
মনোনীত করে রেখেছেন, তদ্রূপ সাইয়্যিদাতুনা
হযরত উম্মু রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকেও মনোনীত করেই দুনিয়াতে প্রেরণ
করেছেন। সঙ্গতকারণেই উনাদের শাদী মুবারক ছিলো মহান বারী তায়ালা কর্তৃক পূর্ব নির্ধারিত।
তাই তো অন্যান্য মহিলাদের প্রস্তাবনা বাতিল করে উনাদের শাদী মুবারক সম্পন্ন হয়।
Saturday, April 2, 2016
২০, ২১ ও ২২ জুমাদাল উখরা শরীফ উপলক্ষে ভোলাহাট মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসায় বিশেষ মাহফিল অনুষ্ঠিত
গত বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র ২২শে জুমাদাল উখরা শরীফ সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকরব আলাইহিস সালাম উনার পবিত্র বিছাল শরীফ দিবস উপলক্ষে মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতীমখানায় (মুন্সিগঞ্জ, বজরাটেক, ভোলাহাট) পবিত্র মীলাদ শরীফ ক্বিয়াম শরীফ ও আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে যিকির পরিচালনা করেন মুহম্মদ জাফর সাদিক, আলোচনা ও দোয়া মুনাজাত শরীফ করেন আল্লামা মুহম্মদ মুহসিনুর রহমান। পবিত্র মীলাদ শরীফ পাঠ করেন অত্র মাদরাসার ছাত্র মুহম্মদ রঈসুল ইসলাম। তাবারক বিতরণের মধ্য দিয়ে মাহফিল শেষ হয়।
Friday, April 1, 2016
ভোলাহাটে সুমহান ২০, ২১ ও ২২ জুমাদাল উখরা শরীফ উপলক্ষে বিশেষ মাহফিল অনুষ্ঠিত
গত বুধবার বিকালে মুন্সিগঞ্জ মহিলা আনজুমানে আল বাইয়্যিনাত উনার উদ্যোগে উম্মুল আইম্মাহ, সাইয়্যিদাতুন নিসা, ছহিবাতুল হাসানাত, জামিয়াতুল মাক্বামাত, আশবাহু বিরসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম উনার এবং সাইয়্যিদাতুন নিসা, ছহিবাতুল হাসানাত, জামিয়াতুল মাক্বামাত, আশবাহু বিরসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বিনতু রসূল আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত যাইনাব আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ উপলক্ষে মীলাদ শরীফ ও ক্বিয়াম শরীফ এবং বিশাল মহিলা মাহফিলের আয়োজন করা হয়।
Wednesday, March 30, 2016
ভোলাহাট ও শিবগঞ্জে পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে বিশাল ওয়াজ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গত ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বাদ আছর হতে
ভোলাহাট মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা (মুন্সিগঞ্জ, বজরাটেক) প্রঙ্গণে এক বিশাল ওয়াজ শরীফ ও দোয়া মাহফিল
অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে ওয়াজ শরীফ ও নছিহত করেন- ধর্মব্যবসায়ীদের মুখোশ উন্মচোনকারী
হক্বের অতন্দ্র প্রহরী মাসিক আল বাইয়্যিনাত উনার নির্বাহী সম্পাদক, বিশিষ্ট আলিমে দ্বীন, মুফতিউল আ’যম হযরতুল আল্লামা মাওলানা মুহম্মদ আবুল খায়ের আযীযুল্লাহ সাহেব। তিনি দ্বীন ইসলাম
উনার গুরুত্বপূর্ণ দিকগুলো স্পষ্ট করে তুলে ধরেন ও পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম উনার গুরুত্ব ফাযায়িল ফযীলত আলোচনা করেন। এবং হক্ব না হক্ব এর পার্থক্য
করেন এবং বিশেষ মুনাজাত পরিচালনা করেন। মাহফিল শেষে উনার সাথে ধর্মপ্রাণ মুসলমানগণ
সাক্ষাৎ করেন। উক্ত মাহফিলে আরো ওয়াজ করেন হযরতুল আল্লামা মুহম্মদ হাবীবুর রহমান- পেশ
ইমাম বলনপুর জামে মসজিদ, রাজশাহী।
Saturday, March 26, 2016
Friday, March 25, 2016
এদেশের স্বাধীনতা মহান আল্লাহ পাক উনার মহান দান।
এদেশের স্বাধীনতা মহান আল্লাহ পাক উনার মহান দান।
৭০-এর নির্বাচনের বিজয়ী ফলাফল মেনে না নেয়াই ছিলো স্বাধীনতার কারণ।
‘ধর্মনিরপেক্ষতা’ নয়; পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের বিরোধী কোনো আইন পাস হবে না- এই প্রতিশ্রুতিই ছিলো ৭০-এর নির্বাচনে বিজয়ের কারণ।
স্বাধীনতার সুফল দিতে হলে সরকারকে দেশে পবিত্র দ্বীন ইসলাম উনার প্রতিফলন ঘটাতে হবে।
৭০-এর নির্বাচনের বিজয়ী ফলাফল মেনে না নেয়াই ছিলো স্বাধীনতার কারণ।
‘ধর্মনিরপেক্ষতা’ নয়; পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের বিরোধী কোনো আইন পাস হবে না- এই প্রতিশ্রুতিই ছিলো ৭০-এর নির্বাচনে বিজয়ের কারণ।
স্বাধীনতার সুফল দিতে হলে সরকারকে দেশে পবিত্র দ্বীন ইসলাম উনার প্রতিফলন ঘটাতে হবে।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ॥
পদ্মা মেঘনা যমুনা বিধৌত ব-দ্বীপের দেশ এই সোনার বাংলাদেশ শতকরা
৯৮ ভাগ মুসলমান অধ্যুষিত দেশ। বহু নদী বেষ্টিত এ ভূ-ভাগের এক বড় অর্জন- বাঙালি মুসলমানদের
অনন্য এক ইতিহাস, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ।
পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করতে ১৯৭১ সালের ২৬ মার্চ এ জনপদে আগ্নেয়গিরির
মতো জ্বলে উঠেছিলো স্বাধীনতার দীপ্ত শিখা। ৪৫ বছর আগে এই দিনে বিশ্ব মানচিত্রে স্বাধীন
বাংলাদেশের অভ্যুদয় এদেশের মানুষকে এনে দিয়েছিলো আত্মপরিচয়ের নতুন ঠিকানা। তবে বায়ান্ন’র ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান,
একাত্তরের মার্চের অসহযোগ
আন্দোলন এবং ২৫ মার্চ ইতিহাসের এক জঘন্য গণহত্যার পর ২৬ মার্চের রক্তিম সূর্যোদয়ের
সাথে পেয়েছি বহু প্রতীক্ষিত স্বাধীনতা অর্থাৎ এদিন সূচিত হয়েছিলো স্বাধীনতা অর্জনের
মুক্তিযুদ্ধ।
Thursday, March 24, 2016
ভয়াল ২৫ মার্চ: অপারেশন সার্চ লাইটের নামে গণহত্যা
ভয়াল ২৫ মার্চ। ১৯৭১ সালের এইদিনে বাঙালি মুসলিম জাতির জীবনে এক বিভীষিকাময় রাত নেমে আসে। মধ্যরাতে পাকিস্তানি বাহিনী তাদের পূর্বপরিকল্পিত অপারেশন সার্চলাইটের নীলনকশা অনুযায়ী আন্দোলনরত বাঙালি মুসলমানদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালি মুসলমানদের উপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে।
বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশেই রাষ্ট্রধর্ম ইসলাম বহাল আছে এবং অনেক গণতান্ত্রিক অমুসলিম রাষ্ট্রেও নির্দিষ্ট ‘রাষ্ট্রধর্ম’ আছে; তাহলে বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম কেন থাকবে না?
মুসলিম সংখ্যাগরিষ্ঠ অনেক দেশেই সম্মানিত দ্বীন ইসলাম রাষ্ট্র ধর্ম হিসেবে মনোনীত হয়ে আছে। যেমন- আলজেরিয়া, বাহরাইন, ব্রুনাই, মিসর, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, কাতার, সোমালিয়া তিউনিসিয়া, কমোরস-এ পবিত্র দ্বীন ইসলাম রাষ্ট্রধর্ম।
Tuesday, March 15, 2016
নেটওয়ার্কিং বা ইন্টারনেট নেটওয়ার্কিং: মাইক্রোটিক রাউটার কনফিগারেশন(Bangla Mikrotik Tutorial)-01
সম্মানিত পাঠকগন। আজকে আমরা ইন্টারনেট সার্ভার বা মাইক্রোটিক রাউটার
সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন জানার চেষ্টা করবো। আশাকরি ইন্টারনেট যুগে এই
তথ্যগুলি খুব কাজে দিবে। আর আইটি ম্যান হলে তো কথাই নেই।
সার্ভার পরিচিতি:
তথ্যপ্রযুক্তির ক্রমবর্ধমান প্রসারের একটি যুগোপযোগী উদাহরণ হলো নেটওয়ার্কিং বা কম্পিউটার নেটওয়ার্কিং৷ নেটওয়ার্কিং আমাদের তথ্
তথ্যপ্রযুক্তির ক্রমবর্ধমান প্রসারের একটি যুগোপযোগী উদাহরণ হলো নেটওয়ার্কিং বা কম্পিউটার নেটওয়ার্কিং৷ নেটওয়ার্কিং আমাদের তথ্
Friday, March 4, 2016
সুমহান ২২ জুমাদাল ঊলা শরীফ উপলক্ষে চর ধরমপুর গ্রামে বিশেষ মহিলা মাহফিল অনুষ্ঠিত
গত বৃহস্পতিবার বিকেলে সাইয়্যিদাতু
নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, উম্মুল মু’মিনীন, উম্মুল কায়িনাত
আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত নিকাহিল আযীম শরীফ
দিবস ২২ জুমাদাল ঊলা শরীফ উপলক্ষে এক বিশাল মহিলা মজলিস ও মিলাদ শরীফ মাহফিল অনুষ্ঠিত
হয় চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার চর ধরমপুর গ্রামে।
উম্মুল কায়িনাত, ত্বাহিরা, ত্বইয়িবা, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার পবিত্রতম বিছালী শান মুবারক প্রকাশ করার পূর্ব মুহূর্তে মুবারক ওয়াকিয়া
যদিও সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু
নিসায়ি আহলিল জান্নাহ,
উম্মুল মু’মিনীন, উম্মুল কায়িনাত আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম
তিনি নিম্নোক্ত বিষয়গুলো থেকে ছিলেন সম্পূর্ণরূপে পবিত্র থেকে পবিত্রতম। এরপরও বর্ণনায়
যা এসেছে তা হচ্ছে- বয়স মুবারক বৃদ্ধি পাওয়ায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক
ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে আনজামে ব্যঘাত হচ্ছে কিনা এ আশঙ্কায়
বারবার দুঃখ প্রকাশ করতেন এবং মহান আল্লাহ তায়ালা উনার দরবারে ক্রন্দন করে ফরিয়াদ মুবারক
করতেন, ওগো পরম করুণাময় মহান আল্লাহ পাক! আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার প্রিয়তম
রসূল, নূরে মুজাসসাম,
হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার
খিদমত মুবারক যেন করে যেতে পারি। এইজন্য তাওফীক চাই।
উম্মুল কায়িনাত, ত্বাহিরা, ত্বইয়িবা, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার পবিত্রতম বিছালী শান মুবারক প্রকাশ করার পূর্ব মুহূর্তে মুবারক ওয়াকিয়া
যদিও সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু
নিসায়ি আহলিল জান্নাহ,
উম্মুল মু’মিনীন, উম্মুল কায়িনাত আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম
তিনি নিম্নোক্ত বিষয়গুলো থেকে ছিলেন সম্পূর্ণরূপে পবিত্র থেকে পবিত্রতম। এরপরও বর্ণনায়
যা এসেছে তা হচ্ছে- বয়স মুবারক বৃদ্ধি পাওয়ায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক
ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে আনজামে ব্যঘাত হচ্ছে কিনা এ আশঙ্কায়
বারবার দুঃখ প্রকাশ করতেন এবং মহান আল্লাহ তায়ালা উনার দরবারে ক্রন্দন করে ফরিয়াদ মুবারক
করতেন, ওগো পরম করুণাময় মহান আল্লাহ পাক! আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার প্রিয়তম
রসূল, নূরে মুজাসসাম,
হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার
খিদমত মুবারক যেন করে যেতে পারি। এইজন্য তাওফীক চাই।
উম্মুল কায়িনাত, ত্বাহিরা, ত্বইয়িবা, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার পবিত্রতম বিছালী শান মুবারক প্রকাশ করার পূর্ব মুহূর্তে মুবারক ওয়াকিয়া
যদিও সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু
নিসায়ি আহলিল জান্নাহ,
উম্মুল মু’মিনীন, উম্মুল কায়িনাত আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম
তিনি নিম্নোক্ত বিষয়গুলো থেকে ছিলেন সম্পূর্ণরূপে পবিত্র থেকে পবিত্রতম। এরপরও বর্ণনায়
যা এসেছে তা হচ্ছে- বয়স মুবারক বৃদ্ধি পাওয়ায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক
ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে আনজামে ব্যঘাত হচ্ছে কিনা এ আশঙ্কায়
বারবার দুঃখ প্রকাশ করতেন এবং মহান আল্লাহ তায়ালা উনার দরবারে ক্রন্দন করে ফরিয়াদ মুবারক
করতেন, ওগো পরম করুণাময় মহান আল্লাহ পাক! আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার প্রিয়তম
রসূল, নূরে মুজাসসাম,
হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার
খিদমত মুবারক যেন করে যেতে পারি। এইজন্য তাওফীক চাই।
উম্মুল কায়িনাত, ত্বাহিরা, ত্বইয়িবা, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার পবিত্রতম বিছালী শান মুবারক প্রকাশ করার পূর্ব মুহূর্তে মুবারক ওয়াকিয়া
যদিও সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু
নিসায়ি আহলিল জান্নাহ,
উম্মুল মু’মিনীন, উম্মুল কায়িনাত আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম
তিনি নিম্নোক্ত বিষয়গুলো থেকে ছিলেন সম্পূর্ণরূপে পবিত্র থেকে পবিত্রতম। এরপরও বর্ণনায়
যা এসেছে তা হচ্ছে- বয়স মুবারক বৃদ্ধি পাওয়ায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক
ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে আনজামে ব্যঘাত হচ্ছে কিনা এ আশঙ্কায়
বারবার দুঃখ প্রকাশ করতেন এবং মহান আল্লাহ তায়ালা উনার দরবারে ক্রন্দন করে ফরিয়াদ মুবারক
করতেন, ওগো পরম করুণাময় মহান আল্লাহ পাক! আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার প্রিয়তম
রসূল, নূরে মুজাসসাম,
হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার
খিদমত মুবারক যেন করে যেতে পারি। এইজন্য তাওফীক চাই।
উম্মুল কায়িনাত, ত্বাহিরা, ত্বইয়িবা, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার পবিত্রতম বিছালী শান মুবারক প্রকাশ করার পূর্ব মুহূর্তে মুবারক ওয়াকিয়া
যদিও সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু
নিসায়ি আহলিল জান্নাহ,
উম্মুল মু’মিনীন, উম্মুল কায়িনাত আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম
তিনি নিম্নোক্ত বিষয়গুলো থেকে ছিলেন সম্পূর্ণরূপে পবিত্র থেকে পবিত্রতম। এরপরও বর্ণনায়
যা এসেছে তা হচ্ছে- বয়স মুবারক বৃদ্ধি পাওয়ায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক
ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে আনজামে ব্যঘাত হচ্ছে কিনা এ আশঙ্কায়
বারবার দুঃখ প্রকাশ করতেন এবং মহান আল্লাহ তায়ালা উনার দরবারে ক্রন্দন করে ফরিয়াদ মুবারক
করতেন, ওগো পরম করুণাময় মহান আল্লাহ পাক! আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার প্রিয়তম
রসূল, নূরে মুজাসসাম,
হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার
খিদমত মুবারক যেন করে যেতে পারি। এইজন্য তাওফীক চাই।
Thursday, February 25, 2016
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আপনার জন্য শাফায়াত করবেন কিনা- তা ভেবে দেখেছেন কি?
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন: “হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! অতিসত্বর আপনার রব তায়ালা তিনি আপনাকে সন্তুষ্ট করার মতো করে সন্তুষ্ট করবেন।” (পবিত্র সুরা দুহা শরীফ)
মহান আল্লাহ পাক তিনি এখানে ‘অতিসত্বর’ বলতে ক্বিয়ামতের ময়দানের শেষ বিচারের দিনকে বুঝিয়েছেন। ক্বিয়ামতের ময়দানে শেষ বিচারের দিনে কে জান্নাতী হবে আর কে জাহান্নামে যাবে- এই বিষয়টি ফায়ছালা হবে। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান শাফায়াত মুবারক উনার মাধ্যমে মানুষরা নাজাত লাভ করবে।
মহান আল্লাহ পাক তিনি এখানে ‘অতিসত্বর’ বলতে ক্বিয়ামতের ময়দানের শেষ বিচারের দিনকে বুঝিয়েছেন। ক্বিয়ামতের ময়দানে শেষ বিচারের দিনে কে জান্নাতী হবে আর কে জাহান্নামে যাবে- এই বিষয়টি ফায়ছালা হবে। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান শাফায়াত মুবারক উনার মাধ্যমে মানুষরা নাজাত লাভ করবে।
Monday, February 22, 2016
মা’রিফাত-মুহব্বত সন্তুষ্টি-রেযামন্দি, কুরবত-নৈকট্য তালাশকারী পুরুষগণের উদ্দেশ্যে
উম্মুল মু’মিনীন, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন হযরত সালমা আলাইহাস সালাম তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে আরজ করলেন নারীরা অর্ধেক আক্বল-সমঝ ও অর্ধেক দ্বীন উনার অধিকারিণী তা কিরূপ?
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- “মহিলারা প্রতি মাসে মাজুরতার সম্মুখীন হন। সে সময় উনারা নামায রোযা, হজ্জ, পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত ইত্যাদি আমল করতে পারেন না। এই জন্য সম্মানিত দ্বীন উনার অর্ধেক আর মহিলাদের দুই জনের সাক্ষ্য, পুরুষের একজনের সমতুল্য।” এদিক থেকে আক্বল সমঝ অর্ধেক বলা হয়েছে।
অবশ্য খাছ বা বিশেষ নারীগণ ব্যতিক্রম। উনারা বিশেষ মর্যাদার অধিকারিনী। কেননা মহান আল্লাহ পাক তিনি এমনই অনেক নারী সৃষ্টি করেছেন, যাঁদের সমকক্ষ কোন পুরুষই নেই। সুবহানাল্লাহ! যাদের সম্পর্কে স্বয়ং খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেছেন-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- “মহিলারা প্রতি মাসে মাজুরতার সম্মুখীন হন। সে সময় উনারা নামায রোযা, হজ্জ, পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত ইত্যাদি আমল করতে পারেন না। এই জন্য সম্মানিত দ্বীন উনার অর্ধেক আর মহিলাদের দুই জনের সাক্ষ্য, পুরুষের একজনের সমতুল্য।” এদিক থেকে আক্বল সমঝ অর্ধেক বলা হয়েছে।
অবশ্য খাছ বা বিশেষ নারীগণ ব্যতিক্রম। উনারা বিশেষ মর্যাদার অধিকারিনী। কেননা মহান আল্লাহ পাক তিনি এমনই অনেক নারী সৃষ্টি করেছেন, যাঁদের সমকক্ষ কোন পুরুষই নেই। সুবহানাল্লাহ! যাদের সম্পর্কে স্বয়ং খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেছেন-
ليس الذكر ك لانثى
অর্থ: “সেই নারীর সমকক্ষ কোনো পুরুষ নেই।” (পবিত্র সূরা আলে ইমরান শরীফ : পবিত্র আয়াত শরীফ ৩৬)
শিবগঞ্জে আনজুমানে আল বাইয়্যিনাত উনার জেলা মজলিস অনুষ্ঠিত
২২ ফেব্রুয়ারি-২০১৬ ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) শরীফ পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ আনজুমানে আল বাইয়্যিনাত উনার জেলা মজলিস শিবগঞ্জ বাজার মুন্না পাড়ায় ডা. মুহম্মদ সাদিক আলীর বাস ভবনে অনুষ্ঠিত হয়।
Sunday, February 21, 2016
সুমহান মহাপবিত্র ১১ জুমাদাল উলা শরীফ- বিনতু রসূল সাইয়্যিদাতুনা হযরত উম্মু কুলছূম আলাইহাস সালাম উনার সুমহান পবিত্র বিলাদত শরীফ দিবস।
(আজ রোববার, সুমহান মহাপবিত্র
১১ জুমাদাল উলা শরীফ;
২১ ফেব্রুয়ারি-২০১৬):
মুসলিম সমাজ এখন রাজকন্যা, মৎস্যকন্যা, সূর্যকন্যা, পুতুলকন্যা, পাহাড়ি কন্যা, অশ্রুকন্যা, স্বর্ণকন্যা
ইত্যাদি অনেক কন্যার কথা শুনছে। মিডিয়ায় প্রচার হচ্ছে। বলাবলি হচ্ছে। এমনকি তাদের
ভক্তও তৈরি হচ্ছে। অনুসরণ-অনুকরণের চেষ্টাও চলছে। বিশেষতঃ মুসলমান শিশুরা শুরুতেই রাজকন্যার
কথা শুনে। রাজকন্যা সর্ম্পকে শ্রদ্ধা ও সম্মান মিশ্রিত একটা ধারণা পায়। কিন্তু মুসলমানদের
পবিত্র ঈমানের যিনি মূল,
যিনি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসলীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ
হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যিনি সুমহান বানাত (কন্যা) হযরত বিনতু
রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আছ ছালিছা আলাইহাস সালাম উনার সর্ম্পকে
সম্পূর্ণই বেখবর! নাউযুবিল্লাহ!
মহান আল্লাহ পাক উনার প্রতি
এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি
বিশ্বাস স্থাপন করা যেভাবে ঈমান অনুররূপভাবে হযরত আহলু বাইত শরীফ আলাইহমুস সালাম উনাদের
প্রতি বিশ্বাস স্থাপন এবং উনাদের সম্মানিত মুহব্বত মুবারকও হচ্ছে পবিত্র ঈমান। সুতরাং
হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের প্রতি বিশ্বাস স্থাপন ও উনাদের মুহব্বত
মুবারক হাছিল করতে না পারলে কোনো মুসলমান ঈমানদার হতে পারে না।
Saturday, February 20, 2016
ভোলাহাটে ঈসালে সওয়াব মাহফিল ও পবিত্র ৯ জুমাদাল উলা শরীফ উপলক্ষে পবিত্র মিলাদ শরীফ মাহফিল অনুষ্ঠিত
গত বৃহস্পতিবার দিবাগত রাতে তথা জুমুয়ার রাতে পবিত্র ৯ জুমাদাল উলা উপলক্ষে ভোলাহাট থানাধীন মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসায় (ভোলাহাট শাখা) এক আযীমুশ শান মীলাদ শরীফ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে পবিত্র দ্বীন ইসলাম উনার একটি বিশেষ বরকতময় ও ফযিলতপূর্ণ দিবস হিসেবে পবিত্র ৯ জুমাদাল উলা শরীফ উনার গুরুত্ব, মাহাত্ম্য ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হয়। এ পবিত্র দিবসে দুনিয়াতে তাশরীফ আনেন হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মধ্যে অন্যতম বাহরুল উলুম, বাবুল ইলম হযরত হাদিউল উমাম আলাইহিস সালাম। উনার বুজুর্গী সম্মান মুবারক বিষয়ে আলোচনা করা হয়।
Thursday, February 11, 2016
জোড়া লাগাও, জোড়া ভেঙ্গো না; জোড়া ভাঙ্গলে কিছুই পাবে না
এ পৃথিবীর সকল সৃষ্টি ও ধর্মীয় অঙ্গনে জোড়তত্ত্ব কার্যকর রয়েছে। এ জোড়া থেকেই নব নব সৃষ্টির হয় উন্মেষ। যার নেই কোনো শেষ। তবে নিম্নে এর মধ্য থেকে কয়েকটি জোড়ার করছি সমাবেশ-
(১) পুরুষ ও মহিলার জোড়া। এ জোড়া থেকে সৃষ্টি হয় মানবসভ্যতা।
(২) পবিত্র নামায ও পবিত্র যাকাত উনাদের জোড়া। এখানে একটি ছাড়া অপরটি কবুল হবে না।
(৩) মহান আল্লাহ পাক উনার আনুগত্য এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের আনুগত্যের জোড়া। এখানে উভয় জনের আনুগত্য শিরধার্য। একজনের আনুগত্য বাদ দিয়ে অপরজনের আনুগত্য গ্রহণযোগ্য নয়।
Wednesday, February 10, 2016
ষড়যন্ত্র প্রতিহত করার দোয়া
==============================
: আমরা মাঝে মধ্যেই ষড়যন্ত্রের
শিকার হই। দুষ্টু মানুষ এবং শয়তানের ষড়যন্ত্রে ক্ষতিগ্রস্ত হই সময়ে-অসময়ে।
এসব ষড়যন্ত্র প্রতিহতের জন্য কিছু আমলের কথা বর্ণিত হয়েছে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র
হাদীছ শরীফে। নিচের দোয়াটি নিয়মিত পাঠ করলে নিশ্চিত নিরাপদ থাকা যাবে ইনশাআল্লাহ। আরবী
দোয়া:
أَعُوذُ بكَلِمَاتِ
اللَّهِ التَّامَّاتِ الَّتِي لاَ يُجَاوِزُهُنَّ بَرٌّ وَلاَ فَاجِرٌ مِنْ شَرِّ مَا
خَلَقَ، وَبَرَأَ وَذَرَأَ، وَمِنْ شَرِّ مَا يَنْزِلُ مِنَ السَّمَاءِ، وَمِنْ شَرِّ
مَا يَعْرُجُ فيهَا، وَمِنْ شَرِّ مَا ذَرَأَ فِي الْأَرْضِ، وَمِنْ شَرِّ مَا يَخْرُجُ
مِنْهَا، وَمِنْ شَرِّ فِتَنِ اللَّيْلِ وَالنَّهَارِ، وَمِنْ شَرِّ كُلِّ طَارِقٍ
إِلاَّ طَارِقاً يَطْرُقُ بِخَيْرٍ يَا رَحْمَنُ
Monday, February 1, 2016
মা’রিফাত-মুহব্বত, সন্তুষ্টি-রেযামন্দি, কুরবত-নৈকট্য, তালাশকারিনী মহিলাগণ উনাদের উদ্দেশ্যে .
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
لوكنت امرا لاحد ن يسجد لاحد لامرت المراة ان تسجد لزوجها
অর্থ: “আমি যদি কাউকে সেজদা করার আদেশ দিতাম তাহলে মহিলাদেরকে আদেশ দিতাম, তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে।” (সুনানুল কুবরা শরীফ, তিরমিযী শরীফ, ইবনে মাজাহ শরীফ)
মহান আল্লাহ পাক এবং উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মা’রিফাত-মুহব্বত, সন্তুষ্টি-রেযামন্দি, কুবরত-নৈকট্য তালাশকারিনী মহিলাগণ উক্ত পবিত্র হাদীছ শরীফখানার আলোকে আমল করে থাকেন। উনারা উনার স্বামীর সন্তুষ্টি-অসন্তুষ্টিকে মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি-অসন্তুষ্টি মনে করে থাকেন।
মহান আল্লাহ পাক এবং উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মা’রিফাত-মুহব্বত, সন্তুষ্টি-রেযামন্দি, কুবরত-নৈকট্য তালাশকারিনী মহিলাগণ উক্ত পবিত্র হাদীছ শরীফখানার আলোকে আমল করে থাকেন। উনারা উনার স্বামীর সন্তুষ্টি-অসন্তুষ্টিকে মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি-অসন্তুষ্টি মনে করে থাকেন।
Saturday, January 30, 2016
পবিত্র ১৯শে রবীউছ ছানী শরীফ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর ও ভোলাহাট আযীমুশ শান মাহফিল অনুষ্ঠিত
ভোলাহাট: গত ইয়াওমুল জুমুয়াহ শরীফ বাদ-মাগরিব মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসায় (ভোলাহাট শাখা) পবিত্র ১৯ রবীউছ ছানী শরীফ উপলক্ষে আযীমুশ শান মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করেন আল্লামা হাফিয মুহম্মদ আবু সায়েম। দোয়া-মুনাজাত করেন আল্লামা মুহসিনুর রহমান। ক্বাছীদা শরীফ পাঠ করেন অত্র মাদরাসার ছাত্রবৃন্দ। ভক্ত মুরীদ ও মাদরাসার ছাত্ররা উপস্থিত ছিলেন। শেষে তাবারক দেয়া হয়।
Wednesday, January 27, 2016
যখন যা বলা সুন্নত
================
চলতে-ফিরতে আমরা কত কি-ই না বলে থাকি। ভালো-মন্দ কত কিছুই উচ্চারিত হয় আমাদের জবানে। অথচ একটু খেয়াল করে নিয়ত ঠিক করলেই অর্জিত হয় অসংখ্য ছওয়াব। স্থান-কাল বুঝে মাত্র কয়েকটি শব্দ উচ্চারণেই হাছিল হয় অমূল্য নেকী ও সন্তুষ্টি। নিচে কয়েকটি ধারায় এমন কিছু পবিত্র সুন্নত মুবারক উনার কথা আলোচনা করা হলো- যা দু’একটি শব্দ বলে অতি সহজেই আদায় করা যায়।
(১). ভালো কিছু খাওয়া বা পান করার সময়, কোনো কিছু লেখা বা পড়ার সময় অর্থাৎ যেকোনো ভালো কাজ শুরু করার সময় ‘বিসমিল্লাহ’ বলে শুরু করা সুন্নত। [পবিত্র বুখারী শরীফ]
(২). ভালো কিছু খাওয়া বা পান করা শেষে, কোনো খোশ খবর শোনা হলে, কেউ ‘কেমন আছো’ জিজ্ঞেস করলে- তার জবাবে ‘আলহামদুলিল্লাহ’ বলা সুন্নত। [ইবনে মাজাহ শরীফ]
চলতে-ফিরতে আমরা কত কি-ই না বলে থাকি। ভালো-মন্দ কত কিছুই উচ্চারিত হয় আমাদের জবানে। অথচ একটু খেয়াল করে নিয়ত ঠিক করলেই অর্জিত হয় অসংখ্য ছওয়াব। স্থান-কাল বুঝে মাত্র কয়েকটি শব্দ উচ্চারণেই হাছিল হয় অমূল্য নেকী ও সন্তুষ্টি। নিচে কয়েকটি ধারায় এমন কিছু পবিত্র সুন্নত মুবারক উনার কথা আলোচনা করা হলো- যা দু’একটি শব্দ বলে অতি সহজেই আদায় করা যায়।
(১). ভালো কিছু খাওয়া বা পান করার সময়, কোনো কিছু লেখা বা পড়ার সময় অর্থাৎ যেকোনো ভালো কাজ শুরু করার সময় ‘বিসমিল্লাহ’ বলে শুরু করা সুন্নত। [পবিত্র বুখারী শরীফ]
(২). ভালো কিছু খাওয়া বা পান করা শেষে, কোনো খোশ খবর শোনা হলে, কেউ ‘কেমন আছো’ জিজ্ঞেস করলে- তার জবাবে ‘আলহামদুলিল্লাহ’ বলা সুন্নত। [ইবনে মাজাহ শরীফ]
পবিত্র দ্বীন ইসলাম কখনোই কথিত ‘ধর্মনিরপেক্ষতা’র অধীন হতে পারে না।
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “তবে কী তোমরা কিতাবের কিছু অংশ গ্রহণ করবে? এবং কিছু অংশ অস্বীকার করবে?”
অর্থাৎ কিছু মানা আর কিছু না মানা মানুষের প্রাচীন প্রবৃত্তি। কিন্তু এটা ঈমানদারগণ উনাদের পরিচয় নয়।
মুসলমান হিসেবে থাকতে হলে পবিত্র দ্বীন ইসলাম উনাকে পরিপূর্ণভাবেই মানতে হবে। শুধু সংবিধানে কথিত রাষ্ট্রধর্ম ‘ইসলাম’ বা ‘বিসমিল্লাহ’ লিপিবদ্ধ রাখলেই চলবে না; পাশাপাশি ধর্মনিরপেক্ষতাও ঢোকানো যাবে না। কারণ মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “হে ঈমানদারগণ! আপনারা পরিপূর্ণভাবে পবিত্র দ্বীন ইসলাম উনার মধ্যে প্রবেশ করুন।”