Tuesday, December 23, 2014

সাইয়্যিদুল আসইয়াদ, সাইয়্যিদুশ শুহূর, শাহরুল আ’যম মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ মাস উনার চাঁদ দেখা গেছে ॥ আগামী ৬ ছামিন ১৩৮২ শামসী (৪ জানুয়ারি ২০১৫ ঈসায়ী) সর্বশ্রেষ্ঠ ঈদ, সাইয়্যিদুল আ’ইয়াদ, সাইয়্যিদে ঈদে আ’যম, সাইয়্যিদে ঈদে আকবর পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম


 সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস অর্থাৎ সাইয়্যিদুল আসইয়াদ, সাইয়্যিদুশ শুহূর, শাহরুল আযম হচ্ছে মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ। গতকাল ইয়াওমুছ ছুলাছা দিবাগত সন্ধ্যায় রাজধানী ঢাকাসহ দেশের কক্সবাজার, খাগড়াছড়ি. চট্টগ্রাম, ফেনী, রংপুর, কুড়িগ্রাম, পটুয়াখালী, রাজশাহী, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, পাবনা, বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, বরিশাল, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, বি-বাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, মেহেরপুর, ভোলাহাট এসব অঞ্চলের প্রতিনিধিরা মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ মাস উনার চাঁদ দেখা যাওয়ার খবর পরিবেশন করেছেন। অর্থাৎ আজ ইয়াওমুল আরবিয়া বা বুধবার পহেলা রবীউল আউওয়াল শরীফ। সে অনুযায়ী আগামী ৬ ছামিন ১৩৮২ শামসী (৪ জানুয়ারি ২০১৫ ঈসায়ী), ইয়াওমুল আহাদ বা রোববার পালিত হবে কুল-কায়িনাতের সর্বশ্রেষ্ঠ ঈদ, সাইয়্যিদুল আইয়াদ, সাইয়্যিদে ঈদে আযম, সাইয়্যিদে ঈদে আকবর পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

Monday, December 22, 2014

সাইয়্যিদুল আসইয়াদ, সাইয়্যিদুশ শুহুর, শাহরুল আ’যম মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ মাস উনার চাঁদ তালাশ মঙ্গলবার

২৯শে মাহে ছফর শরীফ মুতাবিক ২৪ সাবি’ ১৩৮২ শামসী সন (২৩ ডিসেম্বর ২০১৪ ঈসায়ী), ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর বাংলাদেশে (১৪৩৬ হিজরী সনের) সাইয়্যিদুল আসইয়াদ, সাইয়্যিদুশ শুহুর, শাহরুল আ’যম মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ মাস উনার চাঁদ তালাশ করতে হবে।

ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা গেলে  ২৫ সাবি’ ১৩৮২ শামসী সন (২৪ ডিসেম্বর ২০১৪ ঈসায়ী) ইয়াওমুল আরবিয়া বা বুধবার হবে ১৪৩৬ হিজরী সনের সাইয়্যিদুল আসইয়াদ, সাইয়্যিদুশ শুহুর, শাহরুল আ’যম মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ মাস উনার পহেলা তারিখ মুবারক। আর সে অনুযায়ী মহাসম্মানিত ১২ রবীউল আউওয়াল শরীফ মুতাবিক আগামী ৬ ছামিন ১৩৮২ শামসী সন (৪ জানুয়ারি ২০১৫ ঈসায়ী) ইয়াওমুল আহাদ বা রোববার পালিত হবে মুসলমান, জিন-ইনসান তো অবশ্যই, বরং কুল-কায়িনাতের সীমাহীন খুশি প্রকাশের সুমহান দিন- সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদে ঈদে আ’যম, সাইয়্যিদে ঈদে আকবর পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

Sunday, November 23, 2014

পবিত্র ছফর মাস উনার চাঁদ দেখা যায়নি ॥ * আগামী ২৩ ছফর ১৪৩৬ হিজরী হিসেবে আগামী ১৮ সাবি’ ১৩৮২ শামসী, ১৭ ডিসেম্বর ২০১৪ ঈসায়ী পালিত হবে- ‘পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ’

* আর পবিত্র ২৮ ছফর শরীফ (২৩ সাবি১৩৮২ শামসী, ২২ ডিসেম্বর ২০১৪ ঈসায়ী)
সাইয়্যিদুনা ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার
এবং দ্বিতীয় সহস্রাব্দের মহান মুজাদ্দিদ হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনাদের
পবিত্র বিছাল শরীফ দিবস।

যামানার ইমাম ও মুজতাহিদ, কুতুবুল আলম, কাইয়্যুমুয যামান, মুজাদ্দিদে আযম, গাউছুল আযম, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় ও দিক-নির্দেশনায় পরিচালিত আনজুমানে আল বাইয়্যিনাত রুইয়াতে হিলাল মজলিস উনার সংবাদ অনুযায়ী পুরো বাংলাদেশের আকাশ কুয়াশাচ্ছন্ন থাকায় গতকাল ইয়াওমুল আহাদ বা রোববার দিবাগত সন্ধ্যায় ১৪৩৬ হিজরী সনের পবিত্র ছফর মাস উনার চাঁদ দেখা যায়নি।

যদি একটি মাত্র সুন্নত উনার অনুসরণ করতে পারি তাহলে......

আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো তাহলে আমি, প্রত্যেক নামাযের পূর্বে মিসওয়াক করাকে ওয়াজিব করে দিতাম।এই পবিত্র হাদীছ শরীফ উনার দ্বারা আমরা বুঝতে পারলাম যে, মিসওয়াক করা খাছ সুন্নত উনার অন্তর্ভুক্ত। মিসওয়াক উনার অনেক ফাযায়িল-ফযীলত রয়েছে। যেমন উম্মুল মুমিনীন হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, “মিসওয়াক মৃত্যু ব্যতীত সমস্ত রোগের আরোগ্য দানকারী।সুবহানাল্লাহ!

Saturday, November 22, 2014

কাজী নজরুল ইসলামের হিন্দু মহিলা বিবাহ এবং করুণ পরিণতি ।। বাঙালি মুসলমানদের জন্য শিক্ষণীয়!!

আল্লাহওয়ালা হওয়ার শিক্ষা, কাফির-মুশরিকদের শত্রুজ্ঞান করার শিক্ষা ও সর্বোপরি মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার প্রতি বিমুখতা তথা অভিভাবকহীনতার কারণেই নজরুলের ন্যায় মুসলিম প্রতিভাগুলো নানাভাবে কেড়ে নিচ্ছে বিধর্মী ইহুদি-খ্রিস্টান-হিন্দু সম্প্রদায়।
 বাঙালি মুসলমানগণ উনাদের ইতিহাসে এক অবিস্মরণীয় নক্ষত্রের নাম কাজী নজরুল ইসলাম। ব্রিটিশআমলে যখন বাঙালি মুসলিম সমাজ চরম হতাশায় নিমজ্জিত, তখন বাংলা ভাষায় হামদ-নাত ও ইসলামী ভাবধারাম-িত কবিতা লেখার সূত্রপাত করে তিনি বাংলার মুসলমান সমাজে নবজীবন দান করেন।
তবে কাজী নজরুল ইসলাম থেকে বাঙালি মুসলমান যা পেয়েছে, তা নজরুল-প্রতিভার বিচারে সিন্ধুর মাঝে বিন্দুও নয়। কারণ কাজী নজরুল ইসলাম বসবাস করতেন হিন্দুদের সমাজে এবং হিন্দু সমাজ, পরিবার এমনকি নিজগৃহে বসবাসকারী হিন্দু শাশুড়ির কটাক্ষ হজম করে তিনি তার অন্যান্য রচনার মাঝে মাঝে হামদ-নাত রচনা করতেন। অর্থাৎ তিনি যদি হিন্দু সমাজে নিজেকে না সঁপে দিয়ে মুসলিম সমাজে থাকতেন, তাহলে তিনি তার পূর্ণ উদ্যমকে ইসলামী সাহিত্য উনার জন্য উৎসর্গ করতে পারতেন এবং সেক্ষেত্রে বাঙালি মুসলিম সাহিত্যের ইতিহাস নতুনভাবে লেখা হতে পারতো।

Tuesday, November 18, 2014

পারিবারিক জীবনের একটি মারাত্মক ভুল, যার সংশোধন নেই

পুত্রবধূর জন্য শ্বশুরের দৈহিক কোনো খিদমত করা উচিত নয়। তবে কাপড় ধোয়া, খানা-পিনার ব্যবস্থা করে দেয়া ইত্যাদি ধরনের দূরত্বসম্পন্ন কাজ করা যেতে পারে। কিন্তু শারীরিক কোনো খিদমত করা বা নেয়া কিছুতেই শুদ্ধ নয়। অন্যথায় এ ফিতনা-ফাসাদের যামানায় এমনও ঘটনা ঘটে যেতে পারে- যার কারণ স্বামীর জন্য তার স্ত্রী চিরতরে হারাম হয়ে যাবে। যা হালাল করার কোনো পন্থা-পদ্ধতিই হাতে থাকবে না। তখন বাধ্য হয়ে স্ত্রীকে তালাক দিতে হবে। কাজেই বিষয়টিকে খুবই গুরুত্ব দেয়া কর্তব্য। একইভাবে সৎমা বালিগ বা প্রাপ্ত বয়স্ক ছেলের দৈহিক কোনো খিদমত করবে না এবং নিজেও তার থেকে অনুরূপ দৈহিক খিদমত গ্রহণ করবে না। অবশ্য আর্থিক বা অন্যান্য খিদমত করতে পারবে। কিন্তু দৈহিক খিদমত করা বা নেয়া থেকে সম্পূর্ণরূপে বিরত থাকবে। কেননা দৈহিক খিদমতের কারণে অনাকাঙ্খিত এমন ঘটনা সংঘটিত হতে পারে, যার ফলে সৎমা তার নিজ স্বামীর জন্য চিরতরে হারাম হয়ে যাবে।

Monday, October 27, 2014

সাইয়্যিদুল ক্বওনাইন, যাবীহুল্লাহ হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম উনার খুছুছিয়ত মুবারক ও সীরাত মুবারক

মাখলুকাত মাঝে মহান আল্লাহ পাক কর্তৃক আখাছছুল খাছভাবে মনোনীত ব্যক্তিত্বগণ উনাদের মধ্যে সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি অন্যতম। তিনি মহান বারী তায়ালা উনার সর্বাধিক প্রিয়পাত্র বলেই নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ধারণ করার সৌভাগ্য অর্জন করেছেন। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-

عن جابر رضى الله تعالى عنه قال قلت يارسول الله صلى الله عليه وسلم بابى انت وامى اخبرنى عن اول شئ خلقه الله قبل الاشياء قال يا جابر ان الله تعالى خلق قبل الاشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى ولم يكن فى ذلك الوقت لوح ولا قلم ولا سماء ولا ارض.

অর্থ: হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার হতে বর্ণিত। তিনি বলেন, আমি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট আরয করলাম, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! মহান আল্লাহ পাক তিনি সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? তিনি ইরশাদ মুবারক করলেন, হে জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! আপনি জেনে রাখুন। মহান আল্লাহ পাক তিনি সর্বপ্রথম আপনার নবী ও রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূর মুবারক সৃষ্টি করেন। অতঃপর সেই নূর মুবারক মহান আল্লাহ পাক উনার ইচ্ছা মুবারক অনুযায়ী বিচরণ মুবারক করতে থাকেন। সেই সময় লৌহ-কলম, আসমান-যমীন কোনো কিছুই ছিলো না। (মাওয়াহিবুল লাদুন্নিয়া)

Friday, October 24, 2014

শিবগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা নিহত

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌর এলাকার স্টেডিয়ামের সামনে সিঅ্যান্ডএফ এজেন্ট ও শাহবাজপুর ইউনিয়নের যুবলীগ ওয়ার্ড সেক্রেটারি মনিরুল ইসলামকে (৩০) গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। ২৪ অক্টোবর-২০১৪ জুমুয়াবার দিবাগত রাত ৮টার দিকে জেলা শহর থেকে বাড়ি ফেরার পথে ওই উপজেলার স্টেডিয়ামের সামনে এ ঘটনা ঘটে। ব্যবসায়ী ও যুবলীগ নেতা নিহত মনিরুল ইসলাম মের্সাস জাহাঙ্গীরনগর সিন্ডিকেটের মালিক ও শাহবাজপুর ইউনিয়নের আফসার হোসেনের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জে ১৫টি তাজা ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫টি তাজা ককটেল উদ্ধার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা।
শুক্রবার (2৪ অক্টোবর-2014) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ডের কাছে হাজীর আমবাগান থেকে এগুলো উদ্ধার করা হয়।

Wednesday, October 22, 2014

আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার পবিত্র কারামত শরীফ


(১)
          ইয়া সারিয়া! আল-জাবাল। ইয়া সারিয়া! আল জাবাল। পবিত্র মসজিদে নববী শরীফ উনার জুমুয়ার খুতবা মুবারক পাঠ করা অবস্থায় আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি হঠাৎ করে এরূপ অপ্রাসঙ্গিক বাক্য মুবারক উচ্চারণ করায় উপস্থিত সবাই অবাক বিস্মিত। আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি যথারীতি উনার পবিত্র খুতবা মুবারক পাঠ করতে থাকেন।

Monday, October 20, 2014

চাঁপাইনবাবগঞ্জ শহরে বেড়ছে ছিনতাই ও চুরি

চাঁপাইনবাবগঞ্জ শহরে চুরি ও ছিনতাইয়ের আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতিদিন রাতেই ঘটছে কোন না কোন চুরি-ছিনতাইয়ের ঘটনা। শহরের ১০টি পয়েন্ট এখন সাধারণ মানুষের কাছে মহাআতঙ্কের নাম। গত বুধবার (১৫ অক্টোবর-২০১৪) ভোরে জেলা শহরের বালুবাগান পিটিআই সড়কের স’মিলের সামনে ছিনতাইয়ের শিকার হয়েছে এক কলা বিক্রেতা। ছিনতাইকারীরা পথরোধ করে তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয়।

Thursday, October 16, 2014

আজ সুমহান ২০ যিলহজ্জ শরীফ- লখতে জিগারে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম, জান্নাতী মেহমান সাইয়্যিদাতুনা হযরত সাইয়্যিদাতুল উমাম ছালিছা আলাইহাস সালাম উনার আযীমুশ শান আক্বীক্বা মুবারক দিবস

খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
অর্থ: “(হে আমার হাবীব, নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আর আপনি তাদেরকে তথা সমস্ত বান্দাদেরকে, উম্মতদেরকে, সমস্ত কায়িনাতবাসীকে মহান আল্লাহ পাক উনার বিশেষ বিশেষ দিন মুবারকগুলো সম্পর্কে জানিয়ে দিন, স্মরণ করিয়ে দিন। অর্থাৎ তারা যেন মহান আল্লাহ পাক উনার সম্মানিত বিশেষ বিশেষ দিন মুবারকগুলো যথাযথভাবে অত্যন্ত তা’যীম-তাকরীম মুবারক ও সম্মান-ইজ্জত মুবারক উনাদের সাথে এবং অত্যন্ত ধৈর্যের সাথে পালন করে, উদযাপন করে। আর নিশ্চয়ই এর মধ্যে প্রত্যেক শুকুর-গুজার ও ধৈর্যশীল বান্দা-বান্দী উনাদের জন্য নিদর্শন মুবারক তথা নাজ-নিয়ামত মুবারক, সন্তুষ্টি-রেযামন্দি মুবারক নিহিত রয়েছে।” সুবহানাল্লাহ! (সম্মানিত সূরা ইব্রাহীম শরীফ: সম্মানিত আয়াত শরীফ: ৫)
নূরে মুর্কারাম, মুয়ায্যাম, সুলত্বানুল আউলিয়া, নাওয়াসীয়ে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম, হাবীবাতুল্লাহ, আওলাদে রসূল সাইয়্যিদাতুল উমাম সাইয়্যিদাতুনা হযরত শাহ নাওয়াসী ছালিছা আলাইহাস সালাম উনার আযীমুশ শান আক্বীক্বা মুবারক দিবস সুমহান ২০ যিলহজ্জ শরীফ হচ্ছে আইয়্যামিল্লাহ তথা মহান আল্লাহ পাক উনার আখাচ্ছুল খাছ বিশেষ দিন মুবারক উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ!

Tuesday, October 14, 2014

সুমহান ১৮ যিলহজ্জ!!! খলীফায়ে ছালিছ, আমিরুল মুমিনীন সাইয়্যিদুনা হযরত যুন নুরাইন আলাইহিস সালাম উনার নৌবাহিনী গঠন এবং বিজিত এলাকার সংক্ষিপ্ত বর্ণনা

সময় কি আছে বর্তমান মুসলিম দেশের শাসকদের জন্য, তারা চিন্তা করবে কি তাদের অতীত ইতিহাস-ঐতিহ্য কেমন ছিল, তারা শিক্ষা নেবে কী কেমন বীরত্বপূর্ণ ছিল মুসলমান উনাদের অতীত শৌর্য, কী ন্যায়নিষ্ঠ ছিলেন মুসলিম জাতির পূর্বপুরুষ উনারা? আমরা যদি একবার চোখ বুলাই তাহলে দেখতে পাবো অপরাজেয় সামরিক শক্তি, ইনসাফপূর্ণ হুকুমতব্যবস্থা, সর্বোচ্চ ইসলামী আদর্শ, ৬টি মৌলিক অধিকারের অপরিমেয় একচ্ছত্র ভিত্তিস্থাপন ইত্যাদি। তেমনি একজন মহান শাসক ছিলেন খলীফায়ে ছালিছ, আমিরুল মুমিনীন সাইয়্যিদুনা হযরত যুন নুরাইন আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ!

ভোলাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভোলাহাট উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আয়োজিত আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৪ উপলক্ষে ১৪ অক্টোবর-২০১৪, সোমবার সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ লোকমান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও র‌্যালিতে নেতৃত্ব দেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম আনোয়ার।

Monday, October 13, 2014

যুন নূরাইন, যুল হিজরতাইন, খলীফায়ে ছালিছ, জামিউল কুরআন, খলীফাতুল মুসলিমীন, আমিরুল মু’মিনীন, ক্বাতিবে ওহী হযরত উছমান ইবনে আফফান আলাইহিস সালাম

উনার মূল নাম মুবারক- ‘উছমান’ আলাইহিস সালাম। কুনিয়াত (ডাক নাম বা উপনাম) মুবারক’ আবু আমর, আবু আবদিল্লাহ, আবু লায়লা’ আলাইহিস সালাম এবং সর্বাধিক পরিচিত লকব মুবারক ‘যুন নূরাইন’ ও ‘গনি’ আলাইহিস সালাম। পিতা- আফফান, মাতা- আরওরা বিনতু কুরাইয। কুরাইশ বংশের উমাইয়্যা গোত্রের সন্তান। উনার পূর্বপুরুষ ‘আবদে মান্নাফে’ গিয়ে আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নসব মুবারক উনার সাথে মিলিত হয়েছে।
তিনি হযরত খুলাফায়ে রাশিদীন আলাইহিমুস সালাম উনাদের তৃতীয় খলীফা তথা খলীফায়ে ছালিছ। তিনি পবিত্র বিলাদত শরীফ গ্রহণ করেন হস্তী বছরের ৬ বছর পরে ৫৭৬ ঈসায়ী সনে। এ হিসাবে আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে তিনি ছয় বছর পরে দুনিয়াতে তাশরীফ মুবরক গ্রহণ করেন।

Sunday, October 12, 2014

১নং ভোলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠিত

ভোলাহাট সদর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল’-২০১৪ শনিবার রামেশ্বর পাইলট ইন্সিটিটিউশন প্রাঙ্গণে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ১নং সদর ইউপি আওয়ামী লীগের সভাপতি ছবিলাল ঋষির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন মন্ডল।

Friday, October 3, 2014

চাঁপাইনবাবগঞ্জের পশু হাটগুলো জমে উঠেছে ।। দেশী গরুর চাহিদাই বেশি

পবিত্র ঈদুল আযহার আর মাত্র একদিন বাকি। অর্থাৎ আগামী ৬ অক্টোবর ২০১৪ ঈসায়ী সোমবার পবিত্র কুরবানীর ঈদ। তাই শেষ মুহূর্তে এসে চাঁপাইনবাবগঞ্জের পশু হাটগুলো জমে উঠেছে। ক্রেতাদের ভীড়ে বাড়ায় ব্যবসায়ীরা লোকসান ঘুচিয়ে লাভের আশা করছেন। প্রতিটি হাটেই গতবারের মতো এবারও ভারতীয় গরুর চেয়ে দেশী গরুর চাহিদা বেশি লক্ষ্য করা গেছে।

Friday, September 26, 2014

আগামী ০৭ খামীস ১৩৮২ শামসী, ০৬ অক্টোবর ২০১৪ ঈসায়ী, ইয়াওমুল ইছনাইনিল আযীম বা সোমবার শরীফ পবিত্র ঈদুল আযহা

১০ যিলহজ্জ ১৪৩৫ হিজরী মুতাবিক আগামী ৭ খামীস ১৩৮২ শামসী, ৬ অক্টোবর ২০১৪ ঈসায়ী, ইয়াওমুল ইছনাইনিল আযীম বা সোমবার শরীফ বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আযহা।
বিশেষভাবে উল্লেখ্য যে, পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার ২৭ তারিখ হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার পবিত্র শাহাদাত মুবারক গ্রহণ দিবস (যা এবছরের জন্য ২৪ খামীস ১৩৮২ শামসী, ২৩ অক্টোবর ২০১৪ ঈসায়ী)। হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি মসজিদে নামায পড়া অবস্থায় এক মজুসী গোলামের দ্বারা ছুরিকাহত হন। এতে তিনি মারাত্মকভাবে জখম হন। ফলে তিনি ২৩ হিজরী সনের ২৭ যিলহজ্জ, ইয়াওমুস সাবত বা শনিবার ৬৩ বছর বয়স মুবারকে পবিত্র শাহাদত মুবারক গ্রহণ করেন।

ভোলাহাটে আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ভোলাহাট উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির আলোচনা সভা ২৬ সেপ্টেম্বর ২০১৪ ঈ. সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়। আইন-শৃঙ্খলা কমিটির আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শঙ্কর কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভা: আনোয়ারুল ইসলাম আনোয়ার।

Wednesday, September 24, 2014

দেওবন্দী জামাতী খারিজীদের ধর্মব্যবসার লাভজনক আইটেম হজ্জ ব্যবসা ॥ জামাতী-খারিজী মালানা আজিজুলের ৫৩ লাখ টাকার প্রতারণা ॥

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ১৯ জন হজ্জযাত্রীর নিকট হতে ৫৩ লাখ টাকা আত্মসাৎ করে গা-ঢাকা দিয়েছে জামাতী-খারিজী মালানা আজিজুল। স্থানীয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাবওয়ে ট্রাভেলস্ এন্ড হলিডে (৯/৭ তাজমহল রোড, মোহাম্মাদপুর, ঢাকা-১২০৭)-এর স্বত্বাধিকারী খন্দকার সিদ্দিকুর রহমানের ছেলে খন্দকার সাইফুর রহমান জিয়ার স্থানীয় প্রতিনিধি ভোলাহাট উপজেলার বজরাটেক লম্বাটোলা গ্রামের মৃত জেলা শেখ ওরফে বেহুল্লা জেলার ছেলে আজিজুল হক।

Saturday, September 13, 2014

ভোলাহাটে ভ্রাম্যমান আদালাতে খাবর হোটেলসহ ঔষধের দোকানে জরিমানা

ভোলাহাটে হিন্দু ইউএনও (উপজেলা নির্বাহী অফিসার) শংকর কুমার বিশ্বাস সে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পেয়েই ভোলাহাটের নিরীহ মানুষদের কাছে নিজের ক্ষমতার দাপট দেখাতে বিভিন্ন অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে সে ১৩ সেপ্টেম্বর ২০১৪ ঈসায়ী, শনিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থেকে এসআই সুদীপ্ত রেযাসহ থানার ফোর্স নিয়ে উপজেলার মেডিকেল মোড়ে কথিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মোনালিসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে মানসম্মত খাবার পরিবেশন না করার অজুহাতে ৫ শত টাকা; জিনা ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়ার অজুহাতে ২ হাজার টাকা এবং যথাযথ কাগজপত্র না থাকার অজুহাতে ২টি মোটরসাইকেল চালককে ২ শত টাকা করে ও ৪টি ভুটভুটিকে ২ শত টাকা করে জরিমানা করা হয়।

Friday, September 12, 2014

দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির দায়িত্ব যথাযথভাবে পালন বা রক্ষা করাটা আমানতদারির অংশ

দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির দায়িত্ব যথাযথভাবে পালন বা রক্ষা করাটা আমানতদারির মধ্যে পড়ে। রাষ্ট্র, সমাজ, পরিবার- সবক্ষেত্রেই উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত সবাইকে নিজ নিজ ক্ষেত্রে দায়িত্ব পালনে সচেতন হতে হবে। অন্যথায় দুনিয়াতে জবাবদিহিতার পাশাপাশি আখিরাতেও মহান আল্লাহ পাক উনার কাছে দায়িত্বে অবহেলা অথবা দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য জবাবদিহিতার সম্মুখীন হতে হবে এবং কঠিন শাস্তি ভোগ করতে হবে। এ বিষয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই। এ সম্পর্কে আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “তোমাদের সবাই দায়িত্বশীল (রক্ষক) এবং প্রতেককে যার যার দায়িত্ব (রক্ষিত বিষয়) সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।”
মূলত রাষ্ট্রের, সমাজের, পরিবারের প্রতিটি লোকই স্ব-স্ব ক্ষেত্রে দায়িত্বশীল। পিতা তার পরিবারের ক্ষেত্রে দায়িত্বশীল, মাতা সংসারের দেখাশোনা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে দায়িত্বশীল। ছেলেমেয়েদের সভ্য, ভদ্র, নৈতিকতাসম্পন্ন, আল্লাহওয়ালা ও সচ্চরিত্রবান করে গড়ে তোলার দায়িত্ব পিতা-মাতার। এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে ছেলেমেয়ে চরিত্রহীন বা নৈতিকতা বর্জিত হয়ে গড়ে উঠলে প্রথমে এ ব্যর্থতা পিতা-মাতার। পরে তা সমাজের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়।

Monday, September 8, 2014

পৃথিবীতে তাশরীফ নিয়েছেন লখতে জিগারে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম, জামিউল আলক্বাব, সাইয়্যিদুল উমাম হযরত শাহ নাওয়াসা ক্বিবলা আলাইহিস সালাম। এজন্য সর্বোচ্চ খুশি প্রকাশ করা ও সর্বাধিক খিদমতে বিলীন হওয়া উম্মতের জন্য ফরয।

আলহামদুলিল্লাহ! সুবহানাল্লাহ! আল্লাহু আকবার!
সব ছলাত ও সালাম সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম এবং হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের প্রতি। উনাদের উসীলা মুবারকে ১১ যিলক্বদ ১৪৩৫ হিজরী তারিখে পৃথিবীতে ঘটলো বেমেছাল রহমত, বরকতপূর্ণ, সাকীনা ও ফযীলতযুক্ত আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। কাফিরদের মুখে ছাই দিয়ে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক বংশ লতিকায় সংযোজিত হলেন আরেকজন বেমেছাল ফযীলতযুক্ত ও বেমেছাল সম্মানিত আওলাদ। লখতে জিগারে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম, সাইয়্যিদাতুন নিসা, উম্মু আবীহা, হযরত নিবরাসাতুল উমাম আলাইহাস সালাম ও নকশায়ে যুন নূরাইন আলাইহিস সালাম, কুতুবুল আলম, বাবুল ইলম, জামিউল আলক্বাব হাদিউল উমাম হযরত শাহদামাদ ছানী ক্বিবলা আলাইহিস সালাম উনাদের কোলজুড়ে পৃথিবীতে রহমতস্বরূপ ১১ যিলক্বদ ১৪৩৫ হিজরী তারিখে রাত ১:২৫ মিনিটে মহিমান্বিত তাশরীফ রাখলেন লখতে জিগারে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম, সাইয়্যিদুল উমাম, জামিউল আলক্বাব হযরত শাহ নাওয়াসা ক্বিবলা আলাইহিস সালাম।

Sunday, September 7, 2014

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৪ ককটেলসহ মওদুদীবাদী জামাতের দুর্ধর্ষ নেতা গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর এলাকা থেকে ৭ সেপ্টেম্বর (২০১৪) রবিবার দুপুরে ৪টি ককটেলসহ ছাত্রাজিতপুর ইউনিয়ন জামাতের আমির আব্দুল আওয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল আওয়াল নয়ালাভাঙ্গা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের ইলিয়াস উদ্দীনের ছেলে ও রাধাকান্তপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক।

ভোলাহাটে দেড় মাস ধরে ইউএনও নাই ॥ জনদুর্ভোগ চরমে

ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার দেড় মাস পূর্বে বদলী হলেও এখন পর্যন্ত নতুন কর্মকর্তা পদায়ন হয়নি। পাশের গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসারের উপর অতিরিক্ত দায়িত্ব থাকায় নিয়মিত অফিস না হওয়ায় অফিসিয়ালি কাজকর্ম ধীরগতির কারণে চরম দুর্ভোগে পড়েছেন উপজেলাবাসী।

Wednesday, September 3, 2014

সউদী ওহাবীরা যে আসলেই ইহুদী তার জাজ্বল্য প্রমাণ ॥ নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র রওযা মুবারক নিশ্চহ্ন করে দেয়ার উদ্যোগ!

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র রওযা শরীফ পবিত্র মসজিদে নববী শরীফ হতে সরিয়ে ফেলার ষড়যন্ত্র চলছে বলে খবর পাওয়া গেছে। সউদী আরবের ওহাবী সরকারের মদদপুষ্ট একটি প্রভাবশালী গোঁড়া ওহাবী চক্র এ সংক্রান্ত একটি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে বলে ইরানের রেডিও তেহরান এবং ব্রিটিশ পত্রিকা ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ ও ডেইলি মেইল খবর দিয়েছে।
অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র রওযা শরীফ গুঁড়িয়ে দিয়ে উনার জিসিম মুবারক অন্যত্র (অজ্ঞাত স্থানে) সরিয়ে নেয়ার এক ধৃষ্ঠতাপূর্ণ উদ্যোগ নিয়েছে সউদী আরবের ওহাবী-সালাফীরা।

Tuesday, September 2, 2014

কী স্পর্ধা!!! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র রওজা মোবারক গুঁড়িয়ে দিতে চাচ্ছে সউদী ওহাবী সরকার!!!!!

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র রওজা মোবারক গুঁড়িয়ে দিয়ে উনার জিসিম মুবারক অন্যত্র (অজ্ঞাত স্থানে) সরিয়ে নেয়ার এক ধৃষ্ঠতাপূর্ণ উদ্যোগ নিয়েছে সউদী আরবের ওহাবী সরকার।
মুসলমানদের নিকট পবিত্র কা’বা শরীফ উনার পরই দ্বিতীয় পবিত্রতম স্থান হচ্ছে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র রওজা মোবারক।

Monday, September 1, 2014

পিঁপড়া তাড়ানোর কৌশলী উপায়


বাড়িতে পিঁপড়া প্রায় আমাদের সবারই একটা উটকো সমস্যা। ঘরদোর যতই পরিষ্কার করে রাখা হোক না কেন, পিঁপড়ার হাত থেকে রেহাই পাওয়া খুবই জটিল। বিশেষ করে রান্নাঘর বা খাবার ঘর থেকে নাছোড় পিঁপড়া যেতেই চায় না।
বাজারে পিঁপড়া মারার নানারকম ওযুধ কিনতে পাওয়া যায়। তবে এগুলোর বেশিরভাগেই ক্ষতিকর রাসায়নিক পদার্থ থাকায় তা পিঁপড়ার পাশাপাশি মানুষেরও, বিশেষ করে ছোট বাচ্চাদের শরীরের ক্ষতি করে। তাই এই সব এড়িয়ে নিরাপদ উপায়ের সন্ধান সবারই । এখানে এমনই কয়েকটি পদ্ধতির বিবরণ দেয়া হলো, যাতে বিষাক্ত রাসায়নিকের ব্যবহার ছাড়াই বাড়ি পিঁপড়ামুক্ত থাকে।

Friday, August 8, 2014

আহ! যদিও পানি একটুখানি; তবুও বেহিসাব নেকীর হাতছানি



আধুনিককালের যান্ত্রিক সমাজ ব্যবস্থায় নিজেদের পরকালীন আমলনামাকে সমৃদ্ধ করতে খুব বেশি কিছু করার সুযোগ আমাদের সবার হয়ে উঠে না। আত্মকেন্দ্রিক ও ভোগবাদী মানসিকতার কারণে এমনটা হচ্ছে। সবসময় বড় অঙ্কের দান-খয়রাত করাও আমাদের সবার জন্য সম্ভব হয় না। অথচ সার্বজনীন, সুন্দর ও মানবতার দ্বীন- পবিত্র ‘ইসলাম’ সবার জন্য খুব সহজেই নেক্কার হওয়ার সুযোগ করে দিয়েছে। জীবনযাপনে মানুষের যা যা প্রয়োজন, পবিত্র দ্বীন ইসলাম সেসব কিছুর মধ্যেই আমাদের জন্য নেকী হাছিলের ব্যবস্থা করেছে। পরকালীন নেকী-পুণ্যের হিসাবের পাশাপাশি এসবের মধ্যে ইহজগতে নিজেদের জনসেবা, জনকল্যাণ ও মানবিকতা চর্চারও নানান উপায় লুকানো রয়েছে।

Wednesday, August 6, 2014

সম্মানিত বানাতু রসূলিল্লাহ সাইয়্যিদাতুনা হযরত উম্মে কুলসুম আলাইহাস সালাম উনাকে মুহব্বত করার বেমেছাল ফযীলত

সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সম্মানিত বানাতু রসূলিল্লাহ ছল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মে কুলসুম আলাইহাস সালাম তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্তর্ভুক্ত। তাই উনার শান-মান, ফাযায়িল-ফযীলত, খুছূছিয়াত মুবারক বেমেছাল। উনার প্রতি মুহব্বত হচ্ছে মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের হাক্বীক্বী সন্তুষ্টি। যাঁরা উনার মুহব্বত মুবারক-এ ইন্তেকাল করবেন উনারা পরকালে চূড়ান্ত কামিয়াবী হাছিল করবেন।

Tuesday, July 29, 2014

‘রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ’


বছর ঘুরে আবার এসেছে খুশির ঈদ। এক মাস সিয়াম সাধনার পর খুশির ঈদ উদযাপন করছে বাংলাদেশের মুসলমানরা। বাংলাদেশের প্রতিটি মুসলমানের হৃদয়ে অনুরণিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই কালজয়ী ক্বাছীদা ‘রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ’।  ঘরে-ঘরে জনে-জনে চলছে ঈদের আনন্দ বারতা। প্রভাত বেলা হতেই ঈদের কোলাকুলিতে ঘোষিত হচ্ছে সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের মহিমা।  সম্প্রীতির এই আনন্দধারায় সবাইকে জানাই ঈদ মোবারক।

Monday, July 28, 2014

ঈদ মুবারোক! ঈদ মুবারোক!! ঈদ মুবারোক!!! ঈদ মুবারোক!!!!



রহমত, মাগফিরাত, নাজাতের পবিত্র মাস রমজানের শেষের নতুন বার্তা নিয়ে এসেছে ঈদের চাঁদ। চলছে ঈদ উৎসবর আমেজ চরদিকে। (২৮ জুলাই ২০১৪) সোমবার দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা গেলে মঙ্গলবার (২৯ জুলাই ২০১৪) মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদ পালন করবে বাংলাদেশের মুসলমানরা। অর্থাৎ আজ সন্ধ্যায় শাওয়ালের একফালি বাঁকা সরু চাঁদের দেখা পেলে মঙ্গলবার ধরা দেবে পবিত্র ঈদুল ফিতর। তবে চাঁদ দেখা না গেলে মঙ্গলবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে, সেক্ষেত্রে বুধবার সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্যদিয়ে ঈদুল ফিতর উদযাপিত হবে।

Tuesday, July 15, 2014

মহাসম্মানিত দ্বীন ইসলাম ও মহাপবিত্র বদরের জিহাদ

মহাপবিত্র কুরআন শরীফ উনার মাঝে নাযিলকৃত পবিত্র আয়াতে কারীমা দ্বারা সুস্পষ্টরূপে প্রকাশিত ও প্রতিভাত হয় যে, ‘ইসলাম কখনই পরাজিত হবে না।’ যেমন ইরশাদ মুবারক হয়েছে, “বিজয় কেবল পরাক্রমশালী প্রজ্ঞাময় মহান আল্লাহ পাক উনার তরফ থেকেই এসে থাকে।” (পবিত্র সূরা আলে ইমরান শরীফ : পবিত্র আয়াত শরীফ ১২৬)
          আরো ইরশাদ মুবারক হয়েছে, “মু’মিন-মুসলমানগণকে সাহায্য করাই মহান আল্লাহ পাক উনার হক্ব।” (পবিত্র সূরা রূম শরীফ : পবিত্র আয়াত শরীফ ৪৭)
        
 
বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বিষয়টি অনেকেই আপেক্ষিক বলার চেষ্টা করবেন। তবে মহাপবিত্র কুরআন শরীফ উনার এই কথা যে এক কঠিন বাস্তব তার প্রমাণই হচ্ছে ওই বদর প্রান্তরের পবিত্র জিহাদ। এক হাজার সুসজ্জিত কাফির সেনাবাহিনীর বিরুদ্ধে মাত্র ৩১৩/৩১৫ জন হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা লড়াই করেন।

Saturday, July 5, 2014

প্রশাসনকে কিছু না জানিয়ে বিচ্ছিন্নতাবাদী উপজাতি সন্ত্রাসীদের সাথে বৈঠকের জন্য গোপন সফর: সুলতানা কামালসহ সিএইচটি’র সদস্যরা পার্বত্যাঞ্চলে অবাঞ্চিত ॥ পুলশের সহায়তায় অবরুদ্ধ অবস্থা থেকে পলায়ন

প্রশাসনকে কিছু না জানিয়ে ‘চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশন’-(সিএইচটি) নামক দেশদ্রোহী সংস্থার কো-চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টার তকমাধারী কিন্তু প্রকৃতপক্ষে খ্রিস্টান রাজ্য গঠনের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসের উস্কানিদাতা দালাল এডভোকেট সুলতানা কামালসহ ৮ সদস্যের একটি প্রতিনিধিদলকে রাঙামাটিতে অবরুদ্ধ করে দেশপ্রেমিক বাঙালিদের ৬টি সংগঠন। পরে এসব দালালরা পুলিশী প্রহরায় পলায়ন করে জান বাঁচায়। এরা পার্বাত্যাঞ্চলকে বিচ্ছিন্ন করতে বিদেশী এজন্ডা বাস্তবায়নে চক্রান্তে লিপ্ত।
এসময় রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের মোটেলে অবস্থান নেয় গাদ্দার দালালরা। প্রশাসনকে কিছু না জানিয়ে রাঙামাটিতে যাওয়ায় প্রথমত তাদের কোনো সহযোগিতা করতে পারেনি প্রশাসনে কর্মকর্তরাও। প্রশাসনের দায়িত্বশীল একটি সূত্র জানায়, পরিস্থিতি অনুকূলে না থাকায় তাদেরকে রাঙামাটিতে না আসতে বারবার অনুরোধ করা হয়। তারপরও প্রশাসনের কাউকে না জানিয়ে তারা রাঙ্গামাটি এসেছে। এটা অবশ্যই রহস্যজনক।

সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ আছ ছালিছা সাইয়্যিদাতুনা হযরত উম্মে কুলসুম আলাইহাস সালাম উনার সুমহান শান মুবারক প্রসঙ্গে


মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “(হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আপনি বলে দিন, আমি তোমাদের নিকট কোনো বিনিময় চাচ্ছি না। আর চাওয়াটাও স্বাভাবিক নয়; তোমাদের পক্ষে দেয়াও কস্মিনকালে সম্ভব নয়। তবে তোমরা যদি ইহকাল ও পরকালে হাক্বীক্বী কামিয়াবী হাছিল করতে চাও; তাহলে তোমাদের জন্য ফরয হচ্ছে আমার হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে মুহব্বত করা, তা’যীম-তাকরীম মুবারক করা, উনাদের খিদমত মুবারক উনার আনজাম দেয়া।” (পবিত্র সূরা শূরা শরীফ: পবিত্র আয়াত শরীফ ২৩)

Monday, June 30, 2014

পবিত্র রমাদ্বান শরীফ উনার জরুরী মাসায়ালা-মাসায়িল ও দোয়াসমূহ


রোযার পরিচয় ও করণীয়:

সাধারণত রোযা বলতে ছুবহি ছাদিক্ব থেকে শুরু করে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত নির্জন অবস্থান ও পানাহার থেকে বিরত থাকাকে বুঝায়। তবে এর সাথে সাথে মিথ্যা, গীবত, চোগলখোরী, ঝগড়া-বিবাদ, মারামারি-কাটাকাটি, গালি-গালাজ, অশ্লীল-অশালীন, ফাসিক্বী ও নাফরমানিমূলক কাজ থেকে বিরত থাকতে হবে। কারণ, হাদীছ শরীফ-এ বর্ণিত রয়েছে- আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, “যে ব্যক্তি রমাদ্বান শরীফ-এ খারাপ কাজ করে, শরাব পান করে, ব্যভিচার করে এমন ব্যক্তি রমাদ্বান শরীফ-এর রোযা রাখলেও তা কবুল হবে না। বরং আল্লাহ পাক উনার ফেরেশতাকুল, আসমানের সব অধিবাসী উনারা পরবর্তী রমাদ্বান শরীফ-এর আগ পর্যন্ত ওই ব্যক্তির উপর লা’নত বর্ষণ করতে থাকেন।” নাঊযুবিল্লাহ! (গুনইয়াতুত ত্বলিবীন)

খোশ আমদেদ মাহে রমাদ্বান শরীফ ॥ রহমত মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে শুরু হলো মাহে রমাদ্বান শরীফ

খোশ আমদেদ মাহে রমাদ্বান শরীফ। ২৯ জুন (২০১৪) রোববার ছিল ৩০ মাহে শা’বান শরীফ। কাজেই আজ ৩০ জুন (২০১৪) সোমবার শরীফ পবিত্র মাহে রমাদ্বান শরীফ। সে হিসেবে রোববার দিবাগত রাতে সাহরি খেয়ে আজ ৩০ জুন (২০১৪) সোমবার শরীফ হতে রোযা পালন করেছেন বাঙালি মুসলিম উম্মাহ। অর্থাৎ আজ পহেলা রমাদ্বান শরীফ।

Saturday, June 28, 2014

পবিত্র রমাদ্বান শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি ॥ সোমবার থেকে রোযা শুরু


যামানার ইমাম ও মুজতাহিদ, কুতুবুল আলম, কাইয়্যুমুয যামান, মুজাদ্দিদে আ’যম, গাউছুল আ’যম, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় ও দিক-নির্দেশনায় পরিচালিত ‘আনজুমানে আল বাইয়্যিনাত রুইয়াতে হিলাল মজলিস’ উনার সংবাদ অনুযায়ী বাংলাদেশের আকাশে ২৮ জুন-২০১৪ ইয়াওমুস সাব্তি বা শনিবার দিবাগত সন্ধ্যায় পবিত্র রমাদ্বান শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি।

Wednesday, June 25, 2014

বাংলাদেশে পবিত্র রমাদ্বান শরীফ মাস উনার চাঁদ তালাশ করতে হবে ২৯শে আউওয়াল-১৩৮২ শামসী সন, ২৮শে জুন-২০১৪ ঈসায়ী সন, ইয়াওমুস সাব্ত বা শনিবার দিবাগত সন্ধ্যায়

আহলান সাহলান পবিত্র রমাদ্বান শরীফ!!!

পবিত্র রমাদ্বান শরীফ মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ পবিত্র মাস উনার অনেক মর্যাদা ও সম্মান রয়েছে। এ পবিত্র মাস হলো মহান আল্লাহ পাক উনার খাছ মাস। এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “পবিত্র রমাদ্বান শরীফ উনার প্রথম দশদিন রহমতের, দ্বিতীয় দশদিন মাগফিরাতের ও শেষ দশদিন নাজাতের।” সুবহানাল্লাহ!

Tuesday, June 24, 2014

ক্ষুদ্র ঋণ কর্মসূচি : জনবল ও সুফলভোগীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভোলাহাটে ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট জনবল ও সুফলভোগীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’-২০১৪ উপলক্ষে উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে ৫ দিনব্যাপি প্রশিক্ষণ রোববার থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে উপজেলার দুস্থ ও অসহায় মহিলা-পুরুষ সদস্যদের মাঝে এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

সংসদে আলোচনা: আলিয়া মাদরাসার সিলেবাসে পবিত্র দ্বীন ইসলাম উনার অবমাননাকর বিষয় আছে কিনা- তা খতিয়ে দেখার আহ্বান

আলিয়া মাদরাসার পাঠ্যক্রমে মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মুবারক শানে বিরূপ ও কুরুচিপূর্ণ শব্দ আছে কিনা তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী।

Thursday, June 19, 2014

চাঁপাইনবাবগঞ্জে আম ব্যবসায়ীদের বিক্ষোভ, রোববার হরতালের ঘোষণা(মূলত বিদেশী চক্রান্তে দেশীয় ফল নষ্ট করা হচ্ছে। ফরমালিন একটা ইস্যু মাত্র।বরং বিদেশী সব ফলে ব্যাপক ফরমালিন থাকে)




গাছ থেকে আম ভাঙ্গা ও বাজারজাত বন্ধ রেখে জেলার আম ব্যবসায়ীরা আজ বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। ফরমালিন পরীক্ষার নামে হয়রানি, চাঁদাবাজি ও আম নষ্ট করার প্রতিবাদে ব্যবসায়ীরা এ কর্মসূচি পালন করেন। শুক্র ও শনিবারের মধ্যে হয়রানি ও আম নষ্ট করা বন্ধ না হলে আগামী রোববার হরতাল পালন করা হবে বলেও ঘোষণা দিয়েছেন আম ব্যবসায়ীরা।

Wednesday, May 28, 2014

ভোলাহাট ১নং ইউনিয়নের বাজেট ঘোষণা

ভোলাহাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
 ভোলাহাট উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির সভা গতকাল বুধবার সকালে উপজেলা মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়।

Tuesday, May 27, 2014

মুসলিম বিজ্ঞানীদের আরো একটি বিস্ময়কর আবিষ্কার ॥ ১২০০ বছরের পুরনো ট্যাবলেট কম্পিউটার উদ্ধার


কাঠের তৈরি বিস্ময়কর যন্ত্র খুঁজে পেয়েছেন মুসলিম তুর্কি প্রত্নতত্ত্ববিদেরা। একটি পোতাশ্রয় (হারবার) সাইট খননকার্যের সময় তারা ১২০০ বছরের পুরনো কাঠের যন্ত্র খুঁজে পেয়েছেন, যাকে বলা যায় বর্তমান সময়ের ট্যাবলেট কম্পিউটারের সবচাইতে প্রাচীন জেনারেশন। প্রত্নতত্ত্ববিদদের ধারণা, তখনকার মুসলিম শাসিত দেশ ক্রিমিয়ার মুসলিম বণিকদের ব্যবহৃত জাহাজ ছিলো এগুলো। ঈসায়ী নবম শতাব্দীর দিকে ক্রিমিয়া, তুরস্কসহ এ অঞ্চলগুলো মুসলিম শাসকদের অধীন ছিলো।

Sunday, May 25, 2014

প্রচন্ড খরতাপে জনজীবন অতিষ্ঠ ॥ নানা অসুখ-বিসুখ ॥ চলছে বিদ্যুতের লোডশেডিং আর ভেলকিবাজি

সারাদেশের ন্যায় উত্তরাঞ্চলের প্রতিটি জায়গায় লু-হাওয়া আর প্রচন্ড খরতাপে জনজীবন অতিষ্ঠ। প্রাণ যেন যায় যায় ভাব। একটু শীতল বাতাসের জন্য এদিক-সেদিক ছুটাছুটি করেও লাভালাভ হচ্ছে না। বিরূপ আবহাওয়ায় নানা অসুখ-বিসুখে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ ও ছোট্ট শিশুরা। এ উপরে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং আর ভেলকিবাজিতে জনজীবন পড়েছে বেকায়দায়। ঘরে-বাইরে কোথাও গিয়ে একটু স্বস্তি খুঁজে পাওয়া ভার।

Friday, May 23, 2014

ভোলাহাটে আগুনে ভস্মীভূত ১১টি পরিবারকে প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান

গত বৃহস্পতিবার দুপুরে ভোলাহাট উপজেলার কুমিরজান গ্রামে আগুনে ভস্মীভূত ১১টি পরিবারের মাঝে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যানের উদ্যোগে গতকাল জুমুয়াবার সকালে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের মাঝে নগদ ১ হাজার করে টাকা, ৩০ কেজি চাউল ও ৬টি পরিবারের মাঝে দেড় বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়।

Thursday, May 22, 2014

দেশব্যাপী নিজস্ব সন্ত্রাসী গ্রুপ ও নেটওয়ার্ক গড়ে তুলেছে তাবলীগ নেতা মালানা যোবায়ের ও ওয়াসিফুল ॥ ২০০ কোটি টাকা আত্মসাৎ

তাবলীগ জামাতের আমির মালানা ওয়াসিফুল ইসলাম তাবলীগ ও কাকরাইল মসজিদ নির্মাণের নামে দেশ-বিদেশ থেকে টাকা তুলে দুই শত কোটি টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক এম মুশফিকুর রহমান চৌধুরী সমর্থিত তাবলীগ জামাতের শিক্ষকেরা। গত ১৮ মে ২০১৪ ঈসায়ী ইয়াওমুল আহাদ (রোববার) দুপুরে বিশ্ববিদ্যালয় জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষকেরা এ অভিযোগ করেছে। সম্প্রতি রাজশাহী মার্কাজ মসজিদে ওয়াসিফুল ইসলামের বিরুদ্ধে “মুরুব্বিদের জীবন থেকে” নামক বই বিতরণ করতে গেলে ওই মসজিদের অবস্থানরত তাবলীগের উগ্র কর্মীরা রাবির কয়েকজন শিক্ষক-শিক্ষার্থীকে মারধর করে। এতে বিশ্ববিদ্যালয়ের এনিমেল হাজবেন্ড্রী এন্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের শিক্ষক শরিফুল ইসলাম ও আরবি বিভাগের শিক্ষক আল আমীনসহ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়।

Wednesday, May 21, 2014

ভোলাহাটে সুশাসন উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


ভোলাহাটে জামাতের ইউপি আমীর পুলিশের হাতে গ্রেফতার
ভোলাহাটে ১নং ইউপি জামাতের আমীর পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ এসএম আবু ফরহাদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার পাঁচটিকরী গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে ১নং ইউপি জামাতের আমীর মালানা মফিজ উদ্দিন (৪৫)কে তার বাড়ি থেকে হাতেনাতে গ্রেফতার করে। সূত্রে আরো জানা গেছে, জামাত নেতা মালানা মফিজ উদ্দিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ছিলো। সে এতোদিন পলাতক ছিল।

Tuesday, May 20, 2014

ভোলাহাটে আমচাষে ‘সমৃদ্ধি’ প্রকল্পে ওয়ার্কসপ অনুষ্ঠিত


ভোলাহাটে আমচাষের উপর ভিত্তি করে ‘সমৃদ্ধি’ প্রকল্প নামক বাইকের আয়োজনে ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে একদিনের ওয়ার্কসপ মঙ্গলবার সকালে উপজেলা বিআরডিবি মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা বাইক নির্বাহী পরিচালক মোহাম্মদ ঈশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেত।

Saturday, May 17, 2014

কতিপয় সুন্নতী খাবার!!!!

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পছনন্দনীয় কিছু খবারের নাম নিচের চিত্রে দেখানো হলো। আমরাও সুন্নত উনার মুহব্বতে এগুলোকে পছন্দ করি; নিয়ামত হাছিল করি।  



Wednesday, May 14, 2014

চাঁপাইনবাবগঞ্জে বেতন বৈষম্য দূরীকরণে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

বেতন বৈষম্য দূরীকরণ ও শতভাগ পদোন্নতির দাবীতে চাঁপাইনবাবগঞ্জে গতকাল মঙ্গলবার সরকারি প্রাথমিক সহকারি শিক্ষকদের মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ জেলা শাখার উদ্যোগে সকাল সাড়ে ১০টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে প্রায় ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে জেলার কয়েক’শ শিক্ষক এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

একটি ডালিম গাছ মানে একটি ওষুধ ফ্যাক্টরি


ডালিম শুধুমাত্র একটি মাজাদার ফল নয়, বরং মানব শরীর গঠন ও সুরক্ষায় ডালিমের রয়েছে বহুমুখি ওষুধি গুণ। মানুষরা শুধু ডালিম ফলের স্বাদ নিয়ে থাকে, কিন্তু পাতা থেকে শিকড় পর্যন্ত পুরো ডালিম গাছিটিই মানুষের পরম উপকারী বন্ধু। উদ্ভিদ বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন গবেষণায় ডালিম গাছের নানা ভেষজ গুণের কথা বলা হয়েছে। ডালিম নিয়ে নানা গবেষণায় এটা প্রমাণিত হয়েছে। আমাদের দেশে বর্তমানে এলোপ্যাথি ও হোমিওপ্যাথি চিকিৎসার ব্যাপক প্রসার ঘটেছে।

Sunday, May 11, 2014

মরুর বুকে সবুজ গ্রাম!



মরুভূমির বুকে ছোট্ট একটি সবুজ গ্রাম হুয়াকাছিনা। পেরুর ইকা প্রদেশের ইকা শহরের কাছে অবস্থান গ্রামটির।

Thursday, May 8, 2014

ভোলাহাটে মাত্র পৌনে ২ কি:মি: রাস্তা সংস্কারের অভাবে লাখ লাখ মানুষের দুর্ভোগ

ভোলাহাট উপজেলার একমাত্র জন-গুরুত্বপূর্ণ মাত্র পৌনে ২ কিলোমিটার দূরত্ব এলজিইডি’র রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে প্রতিদিন লাখ লাখ মানুষের যাতায়াতের চরম দর্ভোগ পরিলক্ষিত হয়েছে।

Wednesday, May 7, 2014

ছবিও ‘ছবির মতো সুন্দর’!!!


কোনো কোনো ছবিও ‘ছবির মতো সুন্দর’ হয়। মন যেমন কল্পনা করে সুন্দর কোনো রং রেখা চিত্রকল্পের, ঠিক তেমন। সুন্দর রূপে ধরা দেয় কোনো কোনো মৃত্যুও। যেমন সুন্দর রূপে ধরা দিয়েছে নামিবিয়ার ডেডভ্যালির এই ফটোগ্রাফগুলি।

Tuesday, May 6, 2014

হযরত শাহ্ ফতেহ্ আলী অস্কালী রহমতুল্লাহি আলাইহি

হযরত শাহ্‌ ছূফী ফতেহ্‌ আলী অস্কালী রহমতুল্লাহি আলাইহি-এর মাযার শরীফ বগুড়া জেলায় অবস্থিত । ইতিহাস থেকে জানা যায়- আনুমানিক ১১৮৩ ফসলী সনের ২২ বৈশাখ ৯৩ বছর বয়স মুবারকে হযরত শাহ্‌ ছূফী ফতেহ্‌ আলী অস্কালী রহমতুল্লাহি আলাইহি তিনি পবিত্র বিছাল শরীফ গ্রহণ করেন। বর্তমানে যে স্থানে তাঁর মাজার শরীফ, এখানেই তাঁকে সমাহিত করা হয়।

Saturday, May 3, 2014

মশা তাড়ানোর সহজ উপায়!!!

গরমকালে মশার উৎপাত অন্যান্য সময়ের চাইতে একটু বেশিই থাকে। আর এই মশার যন্ত্রণা থেকে বাঁচতে একসময় মানুষ মশারি টাঙ্গাত, এখনও টাঙ্গায়। তবে বর্তমানে মশারির পরিবর্তে কয়েল, স্প্রে কিংবা আরও অন্যান্য প্রযুক্তির আশ্রয় নিচ্ছেন সবাই।

Sunday, April 27, 2014

কথিত শ্রমিক দিবস পালন করে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভূক্ত হওয়া থেকে বেঁচে থাকা দায়িত্ব-কর্তব্য

সেই দিন এক ছোট ভাই এসে বলল: “জানেন ভাইয়া! এক (বিধর্মী) বিজ্ঞানী আবিষ্কার করছে, ‘আল্লাহ শব্দটি বার বার উচ্চারণের মাধ্যমে মানুষ অন্তর সবচেয়ে বেশি শান্ত হয়, কারণ এই শব্দটি মধ্যে এমন এক শব্দধ্বনি তৈরী হয়, যা আর কোন শব্দের মাধ্যমে সৃষ্টি হয় না
আমি সেই ছোট ভাইয়ের উত্তরে বললাম, দেখো! আমি সেই বিজ্ঞানীর আবিষ্কারের কথা শুনে মোটেও আশ্চর্য হইনি কারণ পবিত্র কুরআন পাকের সূরা রাদ ২৮ নং আয়াতেই বলা হয়েছে, “নিশ্চয়ই আল্লাহ জিকির দ্বারা অন্তর প্রশান্ত হয় তোমরা সেই কথিত বিজ্ঞানী পবিত্র কুরআনের আয়াত শরীফ নিজের মত করে বলে এখন ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে, যেমনটা লিও টলস্টয় সারা জীবন বড় বড় কথা বলত, কিন্তু তার পকেটে থাকতদ্য সেইং অফ প্রোফেট মুহাম্মদ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম